× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

ক্রিকেট
The fight to fulfill Bithis dream is going on in and out of the field
google_news print-icon

ক্রিকেটার বানানো বিথী এখন অসহায়দের সহায়

ক্রিকেটার-বানানো-বিথী-এখন-অসহায়দের-সহায়-
নিজের অ্যাকাডেমির খুদে ক্রিকেটারদের সঙ্গে বিথী। ছবি: নিউজবাংলা
করোনাভাইরাস মহামারিতে পুরো বিশ্বের মতো রংপুরেও স্থবির হয়ে পড়ে ক্রিকেট ও অন্যান্য খেলাধুলার কার্যক্রম। তবে এই সময়টাতে বসে থাকতে চাননি বিথী। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন করোনায় সংগ্রাম করতে থাকা আশেপাশের মানুষের দিকে।

ক্রিকেটার আরিফা জাহান বিথী রংপুরে সবার প্রিয় মুখ। মহানগরীর বড় নুরপুর এলাকায় জন্ম নিলেও নিজের কাজের জন্য জায়গা করে নিয়েছেন পুরো রংপুরবাসীর মনে।

করোনভাইরাস মহামারির সঙ্কটে সুবিধাবঞ্চিত ও অসহায়দের জন্য বিথীর নেয়া পদক্ষেপ আলোচিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চারদিক থেকে প্রশংসায় ভাসছেন এই সাবেক ক্রিকেটার।

১৯৯৮ সালে জন্ম নেয়া বিথী চারভাই বোনের মধ্যে সবার ছোট। পেট্রোল পাম্পের কর্মী বাবা আর মুদি দোকানদার মায়ের সংসারে অভাব লেগেই থাকত। কিন্তু বীথি হাল ছাড়েননি। ছোট বেলা থেকেই খেলাধুলার ভালোবাসায় জড়িয়ে পড়েন তিনি।

ক্লাস সিক্সে পড়ার সময় ক্রিকেট দলের অধিনায়কত্ব চাপে তার কাঁধে। নিউজবাংলাকে বিথী জানান তার শুরুর গল্পটা। বলেন, ‘তখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি। স্কুলে, ইন্টার স্কুল খেলা নিয়ে একটি চিঠি আসে। যেহেতু ভালো খেলতাম, তাই আমাকে টিমের ক্যাপ্টেন বানানো হলো। ওই খেলায় টিমের মধ্যে ভালো করি।’

সেখান থেকে সুযোগ হয় জেলার স্কুল পর্যায়ের দলে। শুরুতে ক্রিকেট নিয়ে ধারণা না থাকলেও ধীরে ধীরে খেলাটির প্রতি আগ্রহবোধ করেন বিথী।

‘ক্রিকেট কী সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। শুরু করি তখন একটা ভালোলাগা, ভালোবাসা জন্ম নেয়। খোঁজ নিতে থাকি রংপুরে কোথাও মেয়েদের খেলা শেখানো হয় কি না। জানতে পারলাম, শুধু রংপুরে না বাংলাদেশের সব জায়গায় প্রশিক্ষণ ক্যাম্প আছে। বাংলাদেশ ন্যাশনাল টিম বলতেও একটি টিম আছে, সেটাও জানতাম না।’

বীথি আরও বেশি অনুপ্রাণিত হন জাতীয় দলের তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সালমা খাতুনকে দেখে। রংপুর স্টেডিয়ামে বিকেএসপির একটা ক্রিকেট ট্রায়ালে হাজির ছিলেন সালমা। সেখানেই নিজের ভবিষ্যত আইডলকে দেখেন বিথী।

বলেন, ‘সালমা আপুরা অনেকে চশমা পরে, ভালো ভালো পোশাক পরে অনেক সুন্দর করে সেজে এসেছিলেন। দেখে অনেক ভালো লাগে আমার। তখন ভাবলাম, এটা প্রোফেশন হতে পারে। যদিও সেবার বিকেএসপির ট্রায়ালে টিকিনি।’

সালমাদের দেখে ক্রিকেটের যে পোকা ঢোকে বিথীর মাথায়, সেটার পেছনে লেগে থাকেন তিনি। আইনজীবী হওয়ার স্বপ্ন ছেড়ে বেছে নেন ক্রিকেট ক্যারিয়ার। ক্রিকেট শেখা শুরু করেন রংপুরেই।

‘রংপুরে পান্থকুঞ্জ নামে একটা ক্রিকেট অ্যাকাডেমি আছে, সেখানে ভর্তি হই। সামাজিক দিক দিয়ে সমস্যা ছিল। যাতায়াতেও অনেক সমস্যা হতো। রিক্সা ভাড়া করে যাওয়া-আসার টাকা থাকতো না। স্কুলের পর হেঁটে যেতে অনেক সময় লাগত। মাঠে গিয়ে দেখতাম প্র্যাকটিস শেষ। যেদিন রিকশায় যেতাম সেদিন প্রাকটিস করতে পারতাম।'

এরপর ধীরে ধীরে স্থানীয় ক্রিকেট, সেখা থেকে জেলা পর্যায় ও বিভাগীয় পর্যায়ে পৌঁছে যান বিথী। ঢাকার প্রিমিয়ার লিগ খেলতে আসেন ২০১২ সালে। এখানের পেশাদার ক্রিকেটেও অধিনায়কের দায়িত্ব পান তিনি।

বলেন, ‘২০১৫ সালে প্রথম ডিভিশনে একটা দলের অধিনায়কত্ব করি। দল দুর্বল হত্তয়ার পরও সেমিফাইনাল পর্যন্ত যাই আমরা।’

স্বপ্ন যখন স্থানীয়, ডিভিশন, প্রিমিয়ার লিগ ছাড়িয়ে জাতীয় দলে খেলার, তখনই ঘটে ছন্দপতন। শারীরিক সমস্যায় সরে আসতে হয় মাঠ থেকে।

বিথী বলেন, ‘২০১৭ সালে রায়েরবাজারের হয়ে ঢাকায় খেলতে যাই। সব সময় হাঁচি-কাঁশি হতো, গা চুলকাতো। প্র্যাকটিসটা অনেক কঠিন ছিল। প্রাকটিস করতে করতে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। নানা পরীক্ষার পর জানা যায়, নাকের এক পাশে ইনফেকশন হয়েছে। ধুলোবালিতে বেশি থাকি বা খেলার চাপ নেই তাহলে এই রোগ ক্যান্সারের দিকে চলে যেতে পারে।’

অসুখের বিষয়টি পরিবারে জানাজানি হওয়ার পর বন্ধ হয়ে যায় তার ক্রিকেট। তবে নিজের স্বপ্ন পূরণ করতে না পারলেও স্থানীয় ক্রিকেটারদের স্বপ্ন পূরণে এখন তিনি প্রতিজ্ঞাবদ্ধ।

ক্রিকেটার বানানো বিথী এখন অসহায়দের সহায়
নিজের ক্রিকেট অ্যাকাডেমির ছাত্রীদের সঙ্গে বিথি। ছবি: নিউজবাংলা

কোচিংয়ের হাতেখড়ি হয় ২০১৯-এ। সুযোগ আসে হুইলচেয়ার ক্রিকেটারদের অনুশীলন করানোর।

বিথী বলেন, ‘এক বড় ভাই আমাকে বলে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিম হবে। মেয়েদের শেখাতে পারব কিনা? তার প্রস্তাবে রাজি হয়ে যাই। ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে কোচিং করাই। সেটা ফেসবুকে দেয়ার পর ফার্স্ট ডিভিশনের এক কোচ তার টিমের কোচিং করানোর জন্য আমাকে অনুরোধ করেন। সেবারই ফার্স্ট ডিভিশনের কোচিং করাই।’

ডিভিশনে কোচ হিসেবে জায়গা করে নেয়ার পর নিজের অ্যাকাডেম খোলার পরিকল্পনা করেন বিথী। স্থানীয় এক এনজিও থেকে ঋণ নিয়ে রংপুর ক্রিকেট গার্ডেনে শুরু হয় তার ‘উইমেন্স ড্রিমার ক্রিকেট অ্যাকাডেমি।’

বিথী বলেন, ‘টাকা ম্যানেজ হলো, মাঠ হলো, এখন প্রয়োজন মেয়েদের। স্কুলে স্কুলে গিয়ে বিষয়টি জানালাম। পরিবারের সদস্যদের ডাকলাম। তারা সাড়া দিলেন। ২০১৯ সালের ২৬ অক্টোবর ৩০ জন তরুণ ক্রিকেটার নিয়ে যাত্রা শুরু হয় অ্যাকাডেমির। দুই মাসের মধ্যে ২৫০ জনের বেশি ভর্তি হন। সবাইকে ফ্রি কোচিং করাচ্ছি।’

এতজন ছাত্রকে বিনামূল্যে তালিম দিতে গিয়ে বেশ কয়েক জায়গায় খাটতে হচ্ছে বিথীকে। নিজের স্কুটি কেনার জন্য জমিয়ে রাখা ৯০ হাজার টাকার পুরোটাই দেন অ্যাকাডেমির পেছনে। কোচিং, অনলাইনে নানাবিধ কাজ এবং বোনের বিউটি পার্লার থেকে পাওয়া টাকা দিয়েই চলছে তার ক্রিকেট কোচিং।

তার অ্যাকাডেমি থেকে এরই মধ্যে ৮ জন সুযোগ পেয়েছে বিকেএসপিতে। বিথীর স্বপ্ন জাতীয় দলে থাকবে তার অ্যাকাডেমির অন্তত পাঁচ খেলোয়াড়।

করোনাভাইরাস মহামারি ও মাঠের বাইরে অন্যরকম পদক্ষেপ

করোনাভাইরাস মহামারিতে পুরো বিশ্বের মতো রংপুরেও স্থবির হয়ে পড়ে ক্রিকেট ও অন্যান্য খেলাধুলার কার্যক্রম। তবে এই সময়টাতে বসে থাকতে চাননি বিথী। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন করোনায় সংগ্রাম করতে থাকা আশেপাশের মানুষের দিকে।

যোগাযোগের উপায় হিসেবে বেছে নেন ফেসবুক। বিথীর নিজের কথাতে, ‘ফেসবুকে একটা স্ট্যাটাস দেই, আমার পরিচিত বা কেউ যদি ক্ষুধার্ত অবস্থায় আছেন বা ক্ষুধার্ত হন তাহলে যেন আমাকে জানান। এমন এমন মানুষ আমাকে ফোন দিয়েছেন, তাদের কখনও অভাব ছিল বলে মনে হয় না। কিন্তু তারা এই খারাপ পরিস্থিতিতে ফোন দিয়েছে। তখন তাদের একটা তালিকা করি ও তাদের কাউকে ৭ দিন বা কাউকে ১৫ দিনের বাজার করে দিয়ে আসি।’

ক্রিকেটার বানানো বিথী এখন অসহায়দের সহায়
করোনা মহামারিতে সুবিধাবঞ্চিতদের সাহায্য করছেন বিথী। ছবি: নিউজবাংলা

এছাড়াও গর্ভবতী মায়েদের জন্য বিশেষ এক উদ্যোগ নিয়েছেন বিথী। এ ক্ষেত্রেও তিনি সাহায্য নেন ফেসবুকের।

বিথী বলেন, ‘ফেসবুকে একটা স্ট্যাটাস দেই, এক ফোনে চলে যাবে গভবর্তী মাদের ঘরে খাবার। এটা দেখার পর অসংখ্য গভবর্তী মা ফোন দিয়েছেন। শুধু রংপুর থেকে নয় সিলেট, কক্সবাজার, চট্রগ্রাম বিভিন্ন জায়গা থেকে ফোন আসে। প্রথমে রংপুর জেলা থেকে শুরু করি।’

ক্রিকেটার বানানো বিথী এখন অসহায়দের সহায়
গর্ভবতী মায়েদের জন্য বিথীর খাদ্য সহয়তা। ছবি: নিউজবাংলা

এই উদ্যোগে অভূতপূর্ব সাড়া পান বিথী। জাতীয় দলের তারকা খেলোয়াড়রা এগিয়ে আসেন। সাহায্য করেন বিথীকে।

নিউজবাংলাকে বিথী বলেন, ‘জাতীয় দলের তামিম ইকবাল ও রুবেল হোসেন ভাই আমাকে অর্থ দিয়ে সাহায্য করেন। এভাবেই সকলে সাহায্যের জন্য এগিয়ে আসেন। এখন পর্যন্ত ১৫ জন মা-বাবাকে ঘরবাড়ি করে দেয়া হয়েছে, ৫০ জনের বেশি নারীদের সেলাই মেশিন কিনে দেয়া হয়েছে। অনেককে মুদিখানা করে দেয়া হয়েছে।’

‘করোনার এই সময়ে অনেকের সামর্থ্য ছিল না। অনেকের সাহায্য নিয়ে ৭০০-রও বেশি পরিবারকে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।’

আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রিন্সকে রাখছে বিসিবি
ব্যাটিংয়ে মুগ্ধ মাহমুদুল্লাহ
রানের পাহাড় টপকে সিরিজ বাংলাদেশের

মন্তব্য

আরও পড়ুন

ক্রিকেট
Dont know about Shakib Awami League member moving to another party Who

সাকিব আওয়ামী লীগের সদস্য, অন্য দলে যাওয়ার বিষয়ে জানি না: কাদের

সাকিব আওয়ামী লীগের সদস্য, অন্য দলে যাওয়ার বিষয়ে জানি না: কাদের ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাকিব আল হাসান। ফাইল ছবি
নির্বাচনের আগে সাকিবের বিএনএমে যোগদানের বিষয়ে কাদের বলেন, ‘নমিনেশন এর জন্য পার্টির কাছে যাওয়ার সময় সে দলের প্রাথমিক সদস্য হয়েছে। তার আগে তো সাকিব আমাদের দলের কেউ ছিল না। নমিনেশন দেয়ার সময় প্রাথমিক সদস্য পদ দিতে হয়। এর আগের বিষয়টা জানি না।’

ক্রিকেটার সাকিব আল হাসান আওয়ামী লীগের সদস্য উল্লেখ করে তার অন্য কোনো দলে যোগদানের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দলের মনোনয়ন নেয়ার আগে প্রাথমিক সদস্য হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। অন্য দলে যাওয়ার বিষয়ে কিছু জানি না।’

রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিএনএমে যোগদানের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি বিষয়টি মিডিয়ায় দেখেছি। এ সম্পর্কে আমার কিছু জানা ছিল না। এখন সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে নির্বাচন করেছে, জয়লাভও করেছে।

‘নমিনেশন এর জন্য পার্টির কাছে যাওয়ার সময় সে দলের প্রাথমিক সদস্য হয়েছে। তার আগে তো সাকিব আমাদের দলের কেউ ছিল না। নমিনেশন দেয়ার সময় প্রাথমিক সদস্য পদ দিতে হয়। এর আগের বিষয়টা জানি না।’

আরও পড়ুন:
এমন কোনো সংকট নেই, যার জন্য সংলাপ প্রয়োজন: কাদের
বিএনপি জনগণকে স্বস্তিতে থাকতে দিতে চায় না: কাদের
সংযম না করে কর্মসূচি পালন করলে জনবিচ্ছিন্ন হবে বিএনপি: কাদের
বাস্তবতা বুঝতে ব্যর্থ হওয়ায় বিএনপি জনবিচ্ছিন্ন: কাদের
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের পথে কাদের

মন্তব্য

ক্রিকেট
469 students of Comilla got scholarship

বৃত্তি পেল কুমিল্লার ৪৬৯ শিক্ষার্থী

বৃত্তি পেল কুমিল্লার ৪৬৯ শিক্ষার্থী

শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির সনদ ও আর্থিক অনুদানের চেক তুলে দেন অতিথিরা। ছবি: নিউজবাংলা
১০ বছর ধরে শিক্ষাবত্তি প্রদান করে আসছে ফাউন্ডেশনটি। ২২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি মাদ্রাসারসহ মোট ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম থেকে দশম শ্রেণির তিনজন করে ৪৩২ জন এবং ২০২৪ সাথে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৭জনসহ মােট ৪৬৯জনকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

আমরা মাদক ব্যবসায়ীদের ভােট দেব না, দেখা হলে সালাম দেবা না, কোনো অনুষ্ঠান দাওয়াত দেব না, ওয়াজ মাহফিলসহ ধর্মীয় বা কােন অনুষ্ঠানে অতিথি করবা না। তাহলে তারা আর কোনো উপায় না পেয়ে লজ্জায় পড়ে হলও মাদক ব্যবসা ছাড়বে।

মঙ্গলবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এক শিক্ষাবত্তি প্রদান অনুষ্ঠান এসব কথা বলেন কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি এ হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ আয়ােজন করে আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশন। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৩৬ শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬৯ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির সনদ ও আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়। প্রধান আলােচক ছিলেন ফাউন্ডশনের সভাপতি ইঞ্জিনিয়ার মােহাম্মদ আক্তারুজ্জামান রিপন।

১০ বছর ধরে শিক্ষাবত্তি প্রদান করে আসছে ফাউন্ডেশনটি। ২২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি মাদ্রাসারসহ মোট ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম থেকে দশম শ্রেণির তিনজন করে ৪৩২ জন এবং ২০২৪ সাথে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৭জনসহ মােট ৪৬৯জনকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

ইঞ্জিনিয়ার মােহাম্মদ আক্তারুজ্জামান রিপন বলেন, আমাদর সন্তানদের শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য বড় করি। কিন্তু এটা হওয়া উচিৎ নয়। যদি বাবা-মা চায় সন্তান বড় হয়ে ভােলা হবে, ভদ্র হবে, ন্যায়নিষ্ঠাবান ও সৎ পথ থাকব। তাহলে আমাদের সমাজ আয়নার মত সুন্দর হবে।

অনুষ্ঠান বিশষ অতিথি ছিলন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাে.মােশারফ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, উপজলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আলমগীর ভূঞা। সভাপতিত্ব করেন টি এ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মােহাম্মদ মােজাম্মেল হক চৌধুরী।

মন্তব্য

ক্রিকেট
The Teknaf border shook the sound of mortar shells again in Myanmar

মিয়ানমারে ফের মর্টার শেলের শব্দ, কাঁপল টেকনাফ সীমান্ত

মিয়ানমারে ফের মর্টার শেলের শব্দ, কাঁপল টেকনাফ সীমান্ত সীমান্তে ফের আসছে মর্টার শেলের শব্দ। ছবি: নিউজবাংলা
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘ওপারে সংঘাতের কারণে মাঝে মাঝে এপারে গোলাগুলির শব্দ ভেসে আসছে। তবে আমরা নজরদারি করছি রোহিঙ্গা অনুপ্রবেশ যেন না করে।’

প্রায় এক সপ্তাহ শান্ত থাকার পর মিয়ানমারের ভেতরে ফের গোলাগুলি ও ভারী গোলাবর্ষণের শব্দ পাওয়া গেছে, দফায় দফায় হচ্ছে মর্টার শেলের বিকট শব্দ।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এমন শব্দে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং সীমান্ত এবং টেকনাফ পৌরসভায় ১৮-২০টি গ্রাম কেঁপে উঠেছে।

স্থানীয়রা জানিয়েছেন, হ্নীলার চৌধুরী পাড়া ও হোয়াইক্যং সীমান্ত এবং টেকনাফ পৌরসভার সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলির পাশাপাশি অন্তত ২০ থেকে ৩০টি মর্টারশেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রাখাইন রাজ্যের মংডু শহরের উত্তরে নাকপুরা এলাকা এবং পূর্বে ধনখালী, হাসুরাতা, নাইক্ষ্যংদিয়া, গর্জনদিয়া ও সংক্ষদাবিল এলাকায় সংঘাতের কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১২টার পর থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘দুই মাস ধরে মিয়ানমারের রাখাইনে সশস্ত্র বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সংঘাত চলছে। উভয়পক্ষে গোলাগুলি, মর্টার শেল, গ্রেনেড বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। যে কারণে এর প্রভাব এসে পড়ছে এপারে মানুষের ওপর।’

হ্নীলার বাসিন্দা ইউনুস বলেন, তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক রাত ১২টার পর মর্টার শেলের বিকট শব্দে বাড়ি-ঘর কেঁপে উঠল। তখন ভয়ে ঘুম ভেঙে যায়। বেশ কয়েকটি শুনতে পায় মর্টার শেলের শব্দ। এখন সবাই আতঙ্কে আছে।

শাহপরীর দ্বীপ জেটিঘাটের ইজারাদারের টোল আদায়কারী মোহাম্মদ ছিদ্দিক জানান, মঙ্গলবার সেহেরির সময় নাফ নদের ওপারে মিয়ানমার অভ্যন্তর থেকে বেশ কয়েকটি গোলাগুলি ও ভারী গোলাবর্ষণের শব্দ শুনতে পেয়েছে লোকজন। এতে নাফ নদে মাছ ধরতে যাওয়া জেলেরা আতঙ্কে রয়েছেন।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, রাত ১২টার দিকে বিকট শব্দের মর্টার শেলের বিস্ফোরণে কেঁপে ওঠে টেকনাফ পৌরসভার কয়েকটি গ্রাম। এতে লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘ওপারে সংঘাতের কারণে মাঝে মাঝে এপারে গোলাগুলির শব্দ ভেসে আসছে। তবে আমরা নজরদারি করছি রোহিঙ্গা অনুপ্রবেশ যেন না করে।’

মন্তব্য

ক্রিকেট
Job teacher Deen Islam in prison after remand

রিমান্ড শেষে কারাগারে জবি শিক্ষক দ্বীন ইসলাম

রিমান্ড শেষে কারাগারে জবি শিক্ষক দ্বীন ইসলাম ফাইল ছবি
কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আবু বকর সিদ্দিকী মঙ্গলবার এই আদেশ দেন। আগের দিন একই আদালত তাকে এক দিনের রিমান্ড দিয়েছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আবু বকর সিদ্দিকী মঙ্গলবার এই আদেশ দেন। আগের দিন একই আদালত তাকে এক দিনের রিমান্ড দিয়েছিল।

একই মামলায় অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকী দু দিনের রিমান্ডে আছেন।

কুমিল্লার কোতোয়ালি থানার ওসি ফিরোজ হোসেন রিমান্ডের আদেশের তথ্য নিশ্চিত করে বলেন, দুজনকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কুমিল্লা জেলা পুলিশের একটি দল ডিএমপির কাছ থেকে দুজনকে রোববার রাতে কুমিল্লায় নিয়ে আসে।
গত শুক্রবার রাতে কুমিল্লার বাসায় অবন্তিকার ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।

মৃত্যুর আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি, যাতে আত্মহত্যা করতে যাচ্ছেন বলে জানান। আত্মহত্যার জন্য সহপাঠী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করেন এ শিক্ষার্থী।

অবন্তিকার মৃত্যুর ঘটনায় আম্মান ও দ্বীন ইসলামকে পুলিশ আটক করার কথা শনিবার রাতে জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

মন্তব্য

ক্রিকেট
15 skeletons stolen from the cemetery

কবরস্থান থেকে ১৫ কঙ্কাল চুরি

কবরস্থান থেকে ১৫ কঙ্কাল চুরি পাবনা বেড়া উপজেলায় কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। ছবি: নিউজবাংলা
বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ওসি হারুন-উর-রশীদ বলেন, রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আজকে সকালে স্বজনরা কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবর খোঁড়া অবস্থায় দেখতে পান।

পাবনা বেড়া উপজেলায় রাতের অন্ধকারে কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে।

উপজেলার আমিনপুরে সোমবার রাতে নতুন বাজার গোরস্থানে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বিষয়টি টের পান স্থানীয়রা।

চুরি হওয়া এক মরদেহের স্বজন মাসুদ রানা বলেন, ‘এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।’

আরেক স্বজন জাহিদ হাসান বলেন, ‘এতো দিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলেও মানুষের লাশেরও নিরাপত্তা নেই।’

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ওসি হারুন-উর-রশীদ বলেন, রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আজকে সকালে স্বজনরা কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবর খোঁড়া অবস্থায় দেখতে পান।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে ও তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন:
খুমেক হাসপাতালের ওষুধ ফের চুরি, দম্পতি গ্রেপ্তার  
চতুর্থ কন্যাশিশু বিক্রি করতে গিয়ে বাবা গ্রেপ্তার
ঘরে কবর বানিয়ে মৃত্যুর অপেক্ষা বৃদ্ধ দম্পতির
কবর থেকে কঙ্কাল গেল কোথায়
পার্লারে আইফোন খোয়ালেন প্রেমের টানে মাদারীপুরে আসা ইন্দোনেশীয় তরুণী

মন্তব্য

ক্রিকেট
9 people including Tanveer Jasmin get life in Hallmark scam

হলমার্ক কেলেঙ্কারিতে তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন

হলমার্ক কেলেঙ্কারিতে তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন তানভীর মাহমুদ এবং তার স্ত্রী জেসমিন ইসলাম। ফাইল ছবি
ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাসেম মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এবং তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাসেম মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

রায়ে ওই দম্পতিকে পাঁচ কোটি টাকা জরিমানা করেছে আদালত। এ ছাড়া সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরসহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের সাজা দেয়া হয়েছে।

তানভীর ও জেসমিন ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন তানভীরের ভায়রা হল-মার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদ, টি অ্যান্ড ব্রাদার্সের পরিচালক তসলিম হাসান, ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মীর জাকারিযা, প্যারাগন গ্রুপের এমডি সাইফুল ইসলাম রাজা, নকশী নিটের এমডি মো. আবদুল মালেক, আবদুল মতিন ও তসলিম হাসান।

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুঁইফোড় প্রতিষ্ঠানটি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে লুটে নিয়েছিল প্রায় ৪ হাজার কোটি টাকা, যা সোনালী ব্যাংকের মোট ১০ হাজার কোটি টাকা খেলাপি ঋণের প্রায় অর্ধেক।

২০১০-১২ সালের মধ্যে ঋণের নামে এই পরিমাণ টাকা ব্যাংক থেকে বের করে নিয়ে এখন কারাগারে আছেন জেসমিন ইসলাম ও তানভীর মাহমুদসহ আটজন।

এ ঘটনায় ২০১২ সালের ৪ অক্টোবর রমনা থানায় ৩ হাজার ৮৯৯ কোটি ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মন্তব্য

ক্রিকেট
The air in Dhaka is unhealthy and advice is to wear a mask outside

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বাইরে মাস্ক পরার পরামর্শ

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বাইরে মাস্ক পরার পরামর্শ মানে সামান্য হেরফের হলেও অস্বাস্থ্যকর বাতাসের চক্রে ঘুরপাক খাচ্ছে ঢাকা। ফাইল ছবি
এ সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতে আইকিউএয়ার চারটি পরামর্শ দিয়েছে। এক, বাইরে গিয়ে ব্যায়াম না করা; দুই, বাসা-বাড়ির জানালা বন্ধ রাখা যেন দূষিত বায়ু ঘরে প্রবেশ না করতে পারে; তিন, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা এবং চার, এয়ার পিউরিফায়ার ব্যবহার করা।

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় মঙ্গলবার দুপুরে ঢাকার অবস্থান পঞ্চম।

সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি কোম্পানিটির র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ সময় বেলা ১২টা ৪০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৭ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

একই সময়ে যথাক্রমে ১৯৮ ও ১৮৪ স্কোর নিয়ে তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল চীনের চিয়াং মাই ও নেপালের কাঠামান্ডু।

আইকিউএয়ার জানিয়েছে, আজ দুপুরে ওই সময়ে ঢাকার বাতাসে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অতি ক্ষুদ্র কণা পিএম২.৫-এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আদর্শ মাত্রার চেয়ে ১৭ দশমিক ৩ গুণ বেশি।

এ সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতে আইকিউএয়ার চারটি পরামর্শ দিয়েছে। এক, বাইরে গিয়ে ব্যায়াম না করা; দুই, বাসা-বাড়ির জানালা বন্ধ রাখা যেন দূষিত বায়ু ঘরে প্রবেশ না করতে পারে; তিন, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা এবং চার, এয়ার পিউরিফায়ার ব্যবহার করা।

নির্দিষ্ট স্কোরের ভিত্তিতে কোনো শহরের বাতাসের ক্যাটাগরি নির্ধারণের পাশাপাশি সেটি জনস্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর, তা জানায় আইকিউএয়ার।

কোম্পানিটি শূন্য থেকে ৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘ভালো’ ক্যাটাগরিতে রাখে। অর্থাৎ এ ক্যাটাগরিতে থাকা শহরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।

৫১ থেকে ১০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘মধ্যম মানের বা সহনীয়’ হিসেবে বিবেচনা করে কোম্পানিটি।

আইকিউএয়ারের র‌্যাঙ্কিংয়ে ১০১ থেকে ১৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে ধরা হয়।

১৫১ থেকে ২০০ স্কোরে থাকা শহরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির বিবেচনা করা হয়।

র‌্যাঙ্কিংয়ে ২০১ থেকে ৩০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।

তিন শর বেশি স্কোর পাওয়া শহরের বাতাসকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করে আইকিউএয়ার।

মানে সামান্য হেরফের হলেও অস্বাস্থ্যকর বাতাসের চক্রে ঘুরপাক খাচ্ছে ঢাকা।

আজ বেলা ১২টা ৪০ মিনিটে ঢাকার বাতাসের স্কোর ছিল ১৬৭। এর মানে হলো ওই সময়টাতে ‘অস্বাস্থ্যকর’ বাতাসের মধ্যে বসবাস করতে হয় রাজধানীবাসীকে।

আরও পড়ুন:
কর্মচঞ্চল ঢাকায় ‘অস্বাস্থ্যকর’ বাতাস
ছুটির দিনে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, নিম্ন মানে ষষ্ঠ
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, নিম্ন মানে সপ্তম
ছুটির দিনে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, নিম্ন মানে পঞ্চম
দ্বিতীয় রোজায় ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, তালিকায় চতুর্থ

মন্তব্য

p
উপরে