বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: বিসিবি
এখন থেকে জোর করে কোনো ক্রিকেটারকে জাতীয় দলে ডাকা হবে না বলে জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, কেন্দ্রীয় চুক্তিতে সই করার আগেই ক্রিকেটাররা জানাতে পারবেন, কোথায় খেলতে চান তারা।
২০২১ সালের জন্য নিজেদের কেন্দ্রীয় চুক্তি এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেটি প্রকাশের আগেই আলোচনা শুরু হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে।
নিষিদ্ধ থাকায় ২০২০ সালের বিসিবির চুক্তিতে ছিলেন না সাকিব। এবার তার ফেরার কথা লাল ও সাদা দুই বলের চুক্তিতেই।
কিন্তু এপ্রিলের শ্রীলংকায় টেস্ট সিরিজের বদলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বেছে নেয়া সাকিবের লাল বলের চুক্তিতে থাকা নিয়ে এসেছে প্রশ্ন। বিসিবি সভাপতি নাজমুল হাসান ইতিমধ্যে জানিয়েছেন, সাকিব টেস্ট খেলতে অনাগ্রহী ৩ বছর আগে থেকেই।
সাকিবের এমন সিদ্ধান্তের পর বিসিবি নিজেরাও নিয়ে ফেলেছে সিদ্ধান্ত। এখন থেকে জোর করে কোনো ক্রিকেটারকে জাতীয় দলে ডাকা হবে না বলে জানান বিসিবি সভাপতি।
‘চুক্তিতে পরিস্কার লেখা থাকবে, যে কে কোন ফরম্যাট খেলতে চায়। এটাও জানাতে হবে তাদের যদি ঐ সময়ে অন্য কোন খেলা থাকে তাহলে সেখানে খেলবে নাকি দেশের হয়ে খেলবে। এই চুক্তিতে যারা সই করবে তাদের যেতে দিব না। আগে এটা ছিল ব্যক্তির ওপরে, এখন আমরা কাগজে কলমে লিখিত নিয়ে নিব’, বলেন বিসিবি সভাপতি।
সভাপতি আরও জানান, সাকিবকে না যেতে দিলে সে হয়ত জোর করে খেলত। কিন্তু বিসিবি সেটি করতে চায়না জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই খেলাটাকে ভালোবেসেই খেলুক। জোর করে খেলাতে চাইনা।’
বিসিবি সভাপতি বলেন, কেউ চাইলেই তাকে ছুটি দিতে রাজি তারা। তবে তা জানাতে হবে আগে। সফরের আগে আগে জানালে চলবে না।
‘ওরা সবাই যদি লিখে দেয় আমরা কেউ জাতীয় দলের হয়ে খেলতে চাই না, আমি এখনই রাজি। তবে আমাকে অবশ্যই জানতে হবে। সফরের আগে যেয়ে বললে হবে না। একটা বছর সময় চাই। একবছর পরে কাউকে লাগবেও না, কোন অসুবিধা নেই’, বলেন তিনি।
আপাতত চুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। বাংলাদেশ দলের মনোযোগ নিউজিল্যান্ডে। মঙ্গলবার বিকেল ৪টায় তিন ওয়ানডে ও তিন টেস্ট খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে পুরো স্কোয়াড।
আক্সার প্যাটেল বল হাতে নেন ইংল্যান্ডের ছয়টি উইকেট। ছবি: টুইটার
প্রথম দিনের খেলা শেষে ভারত তিন উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৯৯। শেষ বেলায় কোহলি ফিরে গেলেও রোহিত ক্রিজে জমে গিয়েছেন। ইংল্যান্ডের থেকে মাত্র ১৩ রানে পিছিয়ে ভারত। ক্রিজে আছেন রোহিত শর্মা ৫৭* ও আজিঙ্কা রাহানে ১*।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু, আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বুধবার শুরু হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে এগিয়ে আছে ভারত। স্পিন ঘূর্ণিতে কাবু ইংল্যান্ড অল্প রানে গুটিয়ে যায়। বোলারদের দাপটের পর ব্যাটিংয়েও স্বস্তিতে স্বাগতিকরা।
প্রথম দিনের খেলা শেষে ভারত তিন উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৯৯। শেষ বেলায় ভিরাট কোহলি ফিরে গেলেও রোহিত ক্রিজে জমে গিয়েছেন। ইংল্যান্ডের থেকে মাত্র ১৩ রানে পিছিয়ে ভারত। ক্রিজে আছেন রোহিত শর্মা ৫৭* ও অজিঙ্কা রাহানে ১*।
এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১১২ রানেই গুটিয়ে যায় প্রথম টেস্টে জয় পাওয়া ইংল্যান্ড। দলে একমাত্র ওপেনার ব্যাটসম্যান জ্যাক ক্রাউলি ব্যাট হাতে একমাত্র ফিফটিতে দলের ঢাল হয়ে ছিলেন। তার ব্যাট থেকে আসে ৫৩*। বাকীদের মধ্যে দুই ঘরের অংক ছুঁতে পেরেছেন তিন জন। অধিনায়ক রুট ফিরেছেন ১৭ রানে, উইকেটকিপার ফোকস ১২ ও ফাস্ট বোলার জোফরা আর্চার ব্যাট হাতে তুলেছেন ১১ রান।
৭৪ রানে ভেতরে তিন উইকেট হারানো পর্যন্ত ঠিক পথেই ছিল ইংল্যান্ড। পরের ৩৮ রানে যেন স্কোরবোর্ড লন্ডভন্ড করে ফেলে ভারত। বল হাতে স্পিনার আক্সার প্যাটেল ও রভিচন্দ্রন আশউইন ঘুরিয়ে দেন পুরো ম্যাচ। স্পিন ম্যাজিকে আক্সার তুলে নেন ছয়টি উইকেট। আর আশউইন তিনটি। মাঝে এক উইকেট নিয়ে নিজের সেঞ্চুরি টেস্টের উদযাপনে শামিল হলেন ইশান্ত শর্মা।
১১২ রানে সফরকারিদের গুটিয়ে ব্যাটিংয়ে নেমে ৩৪ রানের মধ্যেই চেতেশ্বর পুজারা ও শুভমান গিলের বিদায়ে কিছুটা চাপে পড়ে ভারত। তবে অন্য প্রান্তে ব্যাট হাতে ফিফটিতে দলকে ভরসা দেন শর্মা। ক্রিজে জমে গিয়েও ২৭ রানে ফেরেন অধিনায়ক কোহলি। অজিঙ্কা রাহানে ক্রিজে এসে রোহিতের সঙ্গে অপরাজিত থেকে ৯৯ রান তোলেন।
বল হাতে জ্যাক লিচ দুইটি ও জোফ্রা আর্চার নেন একটি উইকেট। ইংল্যান্ডের সংগ্রহ থেকে মাত্র ১৩ রান দূরে আছে ভারত।
ভারত বনাম ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতলে যেমন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দিকে একধাপ এগিয়ে যাবে ভারত, তেমনই সিরিজ জয়ের ব্যাপারটাও অনেকটা নিশ্চিত হবে।
নতুন নাম রাখা হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। বুধবার উদ্বোধনী ম্যাচের আগে এই নাম পরিবর্তন করেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।
ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে। গোলাপি বলের ডে-নাইট ম্যাচ শুরুর দিনই বদলে গেল এর নাম। মোতেরার ১ লাখ ১০ হাজার ধারণক্ষমতাসম্পন্ন ভেন্যুটি এখন থেকে পরিচিত হবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম হিসেবে।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বুধবার উদ্বোধন করেন নতুন নামের স্টেডিয়ামটির। মোতেরা স্টেডিয়ামের আগের নাম ছিল সর্দার প্যাটেল স্টেডিয়াম।
উদ্বোধনের মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘মুখ্যমন্ত্রী থাকার সময় থেকে মোতেরাকে বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন নরেন্দ্র মোদি। উনি প্রধানমন্ত্রী হওয়ার পর শুরু হয় মোতেরা স্টেডিয়াম নবনির্মাণের কাজ। দীর্ঘ ৫ বছরে প্রায় ৮০০ কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে এটি। এখন থেকে এটি নরেন্দ্র মোদি স্টেডিয়াম নামে পরিচিত হবে।’
বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামের উদ্বোধনের মঞ্চে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু।
স্টেডিয়ামটি ধারণক্ষমতার হিসেবে ছাড়িয়ে গেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে (এমসিজি)। এমসিজিতে ৯০ হাজার দর্শক একসঙ্গে খেলা দেখতে পারেন।
অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন স্টেডিয়ামে ১১টি পিচের সঙ্গে আছে অনুশীলনের জন্য দুটি ছোট মাঠ। বিশ্বের একমাত্র ক্রিকেট মাঠ এটি, যেখানে খেলোয়াড়দের জন্য চারটি ড্রেসিং রুমের সুবিধা আছে।
As CM, he used to say Gujaratis must also progress in 2 fields-sports&armed forces. He took charge of GCA on my request&promoted sports here. His vision was that world's largest cricket stadium be built here. This 1,32,000-seater stadium will be known as Narendra Modi Stadium: HM pic.twitter.com/bn2BNcLA57
— ANI (@ANI) February 24, 2021
ঐতিহাসিক এই অনুষ্ঠানে থাকতে পারেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। হার্ট অ্যাটাক থেকে সুস্থ হয়ে ওঠার পর বিশ্রামে থাকায় অনুপস্থিত বিসিসিআইয়ের প্রধান।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু, আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বুধবার শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। গোলাপি বলে ডে-নাইট ম্যাচটির আগে উদ্বোধন করা হয়েছে ১ লাখ ১০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়াম।
আয়োজনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। তবে, ঐতিহাসিক এই অনুষ্ঠানে থাকতে পারেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
হার্ট অ্যাটাক থেকে সুস্থ হয়ে ওঠার পর বিশ্রামে থাকায় অনুপস্থিত বিসিসিআইয়ের প্রধান। কদিন আগেই তার হৃদযন্ত্রে তিনটি স্টেন্ট বসানো হয়েছে। তাই এখনও বাড়িতেই আছেন ভারতের কিংবদন্তি অধিনায়ক।
তার মন পড়ে আছে আহমেদাবাদে। থাকতে না পেরে মন খারাপ সৌরভের। এক টুইটারে গাঙ্গুলি লিখেছেন, ‘আজ স্টেডিয়ামে থাকতে পারলাম না। খুব মিস করব। এই স্টেডিয়াম তৈরির জন্য কী পরিশ্রম করতে হয়েছে, সেটা বুঝতে পারছি। গোলাপি বলের টেস্ট আমাদের স্বপ্ন ছিল। ভারতে দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট হতে চলেছে। গতবারের মতো ভরা গ্যালারি দেখার আশায় রইলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর নেতৃত্বে তৈরি হয়েছে এই স্টেডিয়াম।’
ক্রিকেট বোর্ড সচিব জয় শাহকে অভিনন্দন জানিয়ে গাঙ্গুলি আরও একটি টুইট করেন। সেখানে লেখেন, ‘গুজরাট ও ভারতের সব ক্রিকেটারের জন্য এরকম একটা পরিকাঠামো তৈরি হয়েছে। জয় শাহ ও গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব পদাধিকারী ও সদস্যরা আজ গর্বিত। স্টেডিয়াম তৈরি হওয়ার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। সবাইকে শুভেচ্ছা।’
বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের নাম বুধবার সকালে পাল্টে নরেন্দ্র মোদি স্টেডিয়াম রাখা হয়।
Will miss being at the stadium today ..what an effort it must have been to create this ..pink test was our dream and it's going be the 2nd one in india.hope to see full stands like last time. Under the leadership of Honble Prime minister @narendramodi Amit Shah @AmitShah .. pic.twitter.com/za7vdYHTN0
— Sourav Ganguly (@SGanguly99) February 24, 2021
স্থানীয় সময় বেলা ২টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চ পৌঁছায় টাইগার বাহিনী। এয়ারপোর্ট থেকে টিম হোটেলে যাওয়ার পর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে পুরো স্কোয়াড। এরপর কুইন্সটাউনে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন তামিম-মুশফিক-মুমিনুলরা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। স্থানীয় সময় বেলা ২টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চ পৌঁছায় টাইগার বাহিনী।
এয়ারপোর্ট থেকে টিম হোটেলে যাওয়ার পর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে পুরো স্কোয়াড। এরপর কুইন্সটাউনে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন তামিম-মুশফিক-মুমিনুলরা।
নিউজিল্যান্ড সফরে দুই ফরম্যাটের জন্য মোট ২০ জন ক্রিকেটার আছেন বাংলাদেশ দলে। সঙ্গে আছে ১৫ জনের সাপোর্টিং স্টাফ।
কোভিড মহামারির সময়ে বাড়তি সতর্কতা হিসেবে বিসিবির দুই চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও হুমায়ূন মোর্শেদও গেছেন দলের সঙ্গে।
টাইগারদের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান নেই সিরিজে। তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সফর থেকে পিতৃত্বকালীন ছুটিতে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব।
দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ মার্চ ডানেডিনে।
ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে ২৩ ও ২৬ মার্চ বাকি দুই ওয়ানডের পর হ্যামিল্টনে ২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। বাকি দুই টি-টোয়েন্টি হবে নেপিয়ার ও অকল্যান্ডে, ৩০ মার্চ ও ১ এপ্রিল।
The Bangladesh Team reached Christchurch at 14h45 (New Zealand Time).#BCB pic.twitter.com/8onlCyBq0R
— Bangladesh Cricket (@BCBtigers) February 24, 2021
ক্লার্কসহ অন্যান্যদের সমালোচনার পাশ কাটিয়ে স্মিথ জানান অজি কিংবদন্তি ব্যাটসম্যান রিকি পটিংয়ের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক পন্টিং ক্যাপিটালসের হেড কোচ।
দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে খেলতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। ১৪তম আসরের নিলামে স্মিথকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে দিল্লি। এতো কম মূল্যে বিক্রি হওয়ায় স্মিথের বিক্রির মূল্য নিয়ে শুরু হয় সমালোচনা।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক তো সরাসরি বলেই দিয়েছেন, ‘আইপিএলে খেলতে যাবার আগে স্মিথ যদি ইনজুরিতে পড়ে তবে অবাক হবেন না। ২ কোটি রুপির জন্য পরিবার ও দেশ ছেড়ে ১১ সপ্তাহের জন্য ভারতে যাবেন না স্মিথ।’
ক্লার্কসহ অন্যান্যদের সমালোচনার পাশ কাটিয়ে স্মিথ জানান অজি কিংবদন্তি ব্যাটসম্যান রিকি পটিংয়ের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক পন্টিং ক্যাপিটালসের হেড কোচ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্মিথ এই পোস্টে লেখেন, ‘আমার মনে হয় আমাদের দল ও কোচ অসাধারণ। রিকি পন্টিংয়ের সঙ্গে আবার কাজ করতে পারব। তার সঙ্গে কাজ করতে তর সইছে না। সত্যিই এই বছর দলটির সাথে যোগ দিতে রোমাঞ্চিত হয়ে আছি। ভারতে এসে কিছু স্মরণীয় মুহূর্ত তৈরি করার জন্য মুখিয়ে আছি। আশা করি, গত বছরের চেয়ে আরও ভালো করতে দলকে সাহায্য করতে পারব।’
আইপিএলের ২০১৮ সালের নিলামে স্মিথকে ১২ কোটি ৫০ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। পরে দলে অধিনায়কত্বও পান করেন তিনি। কিন্তু বল ট্যাম্পারিংয়ের কারণে সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ হওয়ায় ঐ আসরে আইপিএল খেলতে পারেননি তিনি।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর রাজস্থানের হয়ে গত আসরে খেলেন স্মিথ। কিন্তু দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি।
আট দলের মধ্যে পয়েন্ট টেবিলে সবার নিচে ছিলো রাজস্থান। ব্যাট হাতে ২৫.৯১ গড়ে তিন হাফ-সেঞ্চুরিতে ৩১১ রান করেন স্মিথ। ১৩তম আসরে দল খারাপ করায় স্মিথকে ছেড়ে দেয় রাজস্থান।
বিমানবন্দরে বাংলাদেশ দলের সদস্যরা। ছবি: বিসিবি
নিউজিল্যান্ডে ১৭ ম্যাচে এখন পর্যন্ত জয় নেই। তবে সেটি দমিয়ে রাখতে পারছে না দলকে। জয়ের আশা নিয়েই দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।
নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত বাংলাদেশ সাদা বলে ম্যাচ খেলেছে ১৭টি, ১৩টি ওয়ানডে, চারটি টি-টোয়েন্টি। তাতে জয় নেই একটিতেও।
সেই জয়ের আশা নিয়েই এবার নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার বিকেল সোয়া চারটায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে টাইগাররা।
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত জয় নেই, তবে সেটি দমিয়ে রাখতে পারছে না দলকে। জয়ের আশা নিয়েই দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।
‘আমরা সবাই জানি যে নিউজিল্যান্ড কন্ডিশন আমাদের জন্য কঠিন। কিন্তু অসম্ভব কিছুই না। আমরা চেষ্টা করব যে জিনিসটা নিউজিল্যান্ডে কোনোদিন অর্জন করিনি, এবার সেটা অর্জন করতে পারি। আমরা আশাবাদী’, জয়ের ব্যাপারে বলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
ভালো কিছুর করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী সৌম্য সরকার। তিনিও চান নিউজিল্যান্ডে জয়।
‘অবশ্যই ভালো কিছু হবে। সবাই যেভাবে মানসিক ও ক্রিকেটীয় প্রস্তুতি নিয়েছে, আশা করি সবাই ভালোই করবে। অবশ্যই, এবার যেন আমরা সেটা ভাঙ্গতে পারি, জিতে ফিরতে পারি। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে সবাই ভালো করেছে। সেখানেও আমাদের ওয়ানডে সিরিজ আছে। আশা করি ভালো করবে’, বলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
খেলোয়াড়দের দেখে প্রস্তুত মনে হচ্ছে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের। তিনি বলেন, ‘কঠিন সফর। খুবই চ্যালেঞ্জিং একটা সিরিজ। এটাতে কোনো বিতর্ক নেই। ছেলেদের দেখে মনে হয়েছে ওরা প্রস্তুত। আমাদের যেমন করেই হোক, লড়াই করে আসতে হবে। আমাদের সিরিজটা ভালো খেলতেই হবে।’
২০ মার্চ শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। তিন ওয়ানডের পর ২৮ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
২০ সদস্যের দলের সঙ্গে সাপোর্টিং স্টাফ হিসেবে যাচ্ছেন দুই চিকিৎসকসহ মোট ১৫ জন।
নিউজিল্যান্ড সফরের জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে টাইগার বাহিনী।
গত শুক্রবার সফরের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সাপোর্টিং স্টাফসহ হিসেবে ক্রিকেটারদের সফরসঙ্গী হচ্ছেন আরও ১৫ জন।
কোভিড মহামারির সময়ে বাড়তি সতর্কতা হিসেবে বিসিবির দুই চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও হুমায়ূন মোর্শেদ যাচ্ছেন নিউজিল্যান্ডে।
তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে পিতৃত্বকালীন ছুটিতে আছেন সাকিব।
সফর শুরুর সময় নিজের ছবি পোস্ট করে সবার দোয়া চেয়েছেন মুশফিকুর রহিম। ফেসবুকে লিখেছেন, ‘নিউজিল্যান্ডে চললাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’
যাত্রার ছবি দিয়েছেন তাসকিন আহমেদও। মুস্তাফিজও নিজের ছবি ফেসবুকে পোস্ট করেন।
প্রাথমিক কোয়ারেন্টিন শেষে কুইন্সটাউনে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে দল। দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ মার্চ ডানেডিনে।
ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে ২৩ ও ২৬ মার্চ বাকি দুই ওয়ানডের পর হ্যামিল্টনে ২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। বাকি দুই টি-টোয়েন্টি হবে নেপিয়ার ও অকল্যান্ডে, ৩০ মার্চ ও ১ এপ্রিল।
মন্তব্য