20201002104319.jpg
20201003015625.jpg
টি-টোয়েন্টি কাপের অনুশীলন শুরু  পাঁচ দলের

টি-টোয়েন্টি কাপের অনুশীলন শুরু পাঁচ দলের

২৪ নভেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। পাঁচ দল নির্ধারিত হয়েছে আগেই। গত কিছু দিন খেলোয়াড়রা ব্যক্তিগতভাবেই অনুশীলন করেছেন মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শুধু ফরচুন বরিশালের স্কোয়াডই একসঙ্গে অনুশীলন করেছে এর আগে। শনিবার অনুশীলনে দেখা গেল পাঁচ দলকেই।

সবার আগে মিরপুর অ্যাকাডেমি মাঠে আসে বেক্সিমকো ঢাকা। খালেদ মাহমুদের কোচিংয়ে মাঠে দুই ঘন্টার মত সময় কাটান মুশফিকুর রহিম-সাব্বির রহমানরা।

তাদের পর অনুশীলন করে ফরচুন বরিশাল। অনুশীলনের ফাকে সংবাদ সম্মেলনে যোগ দেন তাদের অধিনায়ক তামিম ইকবাল।

বেক্সিমকো ঢাকার অনুশীলন শেষে মাঠে এসে পৌছায় জেমকন খুলনা। সাকিব আল হাসান-মাহমুদুল্লাহ রিয়াদরা কিছুক্ষণ ওয়ার্ম আপে ফুটবল খেলেন। এরপর শুরু করেন স্কিল প্র্যাকটিস।

ফরচুন বরিশালের অনুশীলন শেষ হবার পর সেখানে আসে গাজী গ্রুপ চট্টগ্রাম। কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের অধীনে অনুশীলনে নেমে পড়েন মুস্তাফিজুর রহমান-লিটন দাসরা। পাঁচ দলের মধ্যে সবার শেষে মাঠে এসে পৌছায় মিনিস্টার গ্রুপ রাজশাহী।

টুর্নামেন্টের প্রথম দিনে মাঠে নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। দ্বিতীয় ম্যাচে লড়বে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল।

আরও পড়ুন:
২৪ নভেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

শেয়ার করুন

মন্তব্য