× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

সারা দেশ
The real ones are not getting allegations of irregularities in the grants of the artists
google_news print-icon

শিল্পীদের অনুদানে অনিয়মের অভিযোগ, প্রকৃতরা পাচ্ছেন না

শিল্পীদের-অনুদানে-অনিয়মের-অভিযোগ-প্রকৃতরা-পাচ্ছেন-না
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে বৃহস্পতিবার শিল্পীদের অনুদানের অর্থ প্রদান করেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। ছবি: নিউজবাংলা
নৃত্য শিক্ষক এলিন চাকমা বলেন, ‘তালিকা প্রস্তুতকারীরা প্রতিবারেই অনিয়ম করেন। প্রকৃত সংস্কৃতিসেবীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। কখন এবং কারা তালিকা করেছে আমরা কেউ জানি না। করোনার কারণে নৃত্য প্রশিক্ষণও বন্ধ করা হয়েছে। যার কারণে কোনোমতে চলতে হচ্ছে।’

করোনা মহামারিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ক্যাটাগরির ১৩৩ সংস্কৃতিসেবীকে অনুদান দিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

প্রকৃত কণ্ঠ ও নৃত্যশিল্পীদের বেশির ভাগ এবারও অনুদান পাননি। তালিকায় প্রণয়নের ক্ষেত্রে প্রতিবারই অনিয়ম করা হয় বলে অভিযোগ করেছেন সংস্কৃতিসেবীরা।

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে সংসদ সদস্য দীপংকর তালুকদার শিল্পীদের অনুদানের অর্থ প্রদান করেন।

নৃত্য শিক্ষক এলিন চাকমা বলেন, ‘তালিকা প্রস্তুতকারীরা প্রতিবারেই অনিয়ম করেন। প্রকৃত সংস্কৃতিসেবীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। কখন এবং কারা তালিকা করেছে আমরা কেউ জানি না। করোনার কারণে নৃত্য প্রশিক্ষণও বন্ধ করা হয়েছে। যার কারণে কোনোমতে চলতে হচ্ছে।’

সংগীতশিল্পী পূন্য শংকর চাকমা বলেন, ‘এ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির সংস্কৃতিসেবীদের অনেকবার আর্থিক অনুদান দেয়া হয়েছে। দুঃখের বিষয়, একবারও আর্থিক অনুদান পাইনি।’

জেলা পরিষদ সূত্র জানায়, যাদের নামের তালিকা দেয়া হয়েছে তারাই আর্থিক অনুদান পেয়েছেন। সংস্কৃতিসেবীদের নামের তালিকা প্রণয়নে সাংস্কৃতিক কর্মী বিদ্যুৎ ত্রিপুরাকে দায়িত্ব দেয়া হয়েছে। বিস্তারিত তিনি জানেন কারা পেয়েছে কারা পায়নি।

এ বিষয়ে বিদ্যুৎ ত্রিপুরা বলেন, ‘কয়েকজন বাদ পড়েছেন, এমনটা আমিও শুনেছি। যার কারণে পরে এ বিষয়ে আমি আলোচনাও করেছি। পরে হয়তো তাদের আর্থিক অনুদান দিতে পারে। তবে এতে আমার কোনো লাভ নেই। সাংস্কৃতিক কাজ ভালোবাসি বলেই সংস্কৃতিসেবীদের বিষয়টি ভেবে মন্ত্রীকে আর্থিক অনুদানের বিষয়ে অবগত করেছিলাম।’

দীপংকর তালুকদার বলেন, ‘রাঙ্গামাটিতে করোনায় বিভিন্ন পেশার মানুষের মধ্যে নরসুন্দররা আগে কাজ হারিয়েছেন। এরপর পর্যটনসংশ্লিষ্ট বোটচালকরা। আমরা সরকারের সাহায্য তাদের হাতে পৌঁছে দিয়েছি। পরিষদের পক্ষ থেকে জেলায় করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ক্যাটাগরির ১৩৩ সংস্কৃতিসেবীকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।’

অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, রেমলিয়ানা পাংখোয়া, সবির কুমার চাকমা, প্রবর্তক চাকমা, ঝর্ণা খীসা, প্রিয়নন্দ চাকমাসহ শিল্পীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
কল্যাণ ট্রাস্ট পেয়ে প্রধানমন্ত্রীকে শিল্পীদের কৃতজ্ঞতা
কল্যাণ ট্রাস্টে টিভি শিল্পীরাও

মন্তব্য

আরও পড়ুন

সারা দেশ
Ditipriya is drowning and drinking water

ডুবে ডুবে জল খাচ্ছেন দিতিপ্রিয়া

ডুবে ডুবে জল খাচ্ছেন দিতিপ্রিয়া দিতিপ্রিয়া রায়
দিতিপ্রিয়া বলেন, ‘ছয় মাস হোক তারপর সবটুকু সবাইকে জানাব। শুধু এটুকু বলতে পারি আমার যার সঙ্গে সম্পর্ক রয়েছে সে এই ইন্ডাস্ট্রির কেউ নয়। সম্পূর্ণ আলাদা জগতের মানুষ। খুব শিগগিরই আমি সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব।’

চুপিসারে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। আনি আনি করেও মনের মানুষকে প্রকাশ্যে আনছেন না তিনি। একই বোধহয় বলে, ‘ডুবে ডুবে জল খাওয়া’।

বসন্ত উৎসবের দিন জানালার ধারে মনের মানুষের সঙ্গে একটি ছবি পোস্ট করেন দিতিপ্রিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করতেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে পাশে দাঁড়ানো এই রহস্যমানব কে?

এ প্রশ্নের উত্তরে এই সময়কে তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমার জীবনে একজন আছে। গত তিন মাস আমি প্রেমের সম্পর্কে জড়িয়েছি। তবে এখনই সবটুকু জানাতে চাই না। ক্রমশ প্রকাশ্য।’

দিতিপ্রিয়া বলেন, ‘ছয় মাস হোক তারপর সবটুকু সবাইকে জানাব। শুধু এটুকু বলতে পারি আমার যার সঙ্গে সম্পর্ক রয়েছে সে এই ইন্ডাস্ট্রির কেউ নয়। সম্পূর্ণ আলাদা জগতের মানুষ। খুব শিগগিরই আমি সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব।’

দিতিপ্রিয়ার এই প্রেমের সম্পর্ক কতদিনের সেটাও খোলসা করতে চাননি অভিনেত্রী।

২০২৩- এ দিতিপ্রিয়ার জন্মদিনে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তখন প্রশ্ন করা হয়েছিল, প্রেম করছেন? জবাব ছিল, ‘হ্যাঁ করছি তো…।’ এরপরই সহাস্য সংযোজন, ‘কেরিয়ারের সঙ্গে।’

ডুবে ডুবে জল খাচ্ছেন দিতিপ্রিয়া

গত বছরে সিঙ্গল ছিলেন বলেই দাবি দিতিপ্রিয়ার। আগে সুহোত্র মুখোপাধ্যায় এবং দিব্যজ্যোতি দত্তের মতো অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে তার।

শিশুশিল্পী হিসেবে বিনোদন জগতের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। মা, দুর্গা, অপরাজিত, তোমায় আমায় মিলে, ব্যোমকেশের মতো জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন। তারপর হয়ে ওঠেন টেলিভিশনের করুণাময়ী রানি রাসমণি। রানিমা হিসেবে ব্যাপক খ্যাতি পেয়েছিলেন তিনি।

সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও দুর্দান্ত কাজ করেছেন। রাজকাহিনি, অভিযাত্রিক, আয় খুকু আয়, অচেনা উত্তম, কলকাতা চলন্তিকার মতো সিনেমায় কাজ করেছেন। রুদ্রবীণার অভিশাপ, মুক্তি, বোধন, ডাকঘর, রাজনীতির মতো সিরিজেও তার জুড়ি মেলা ভার।

আরও পড়ুন:
কত কথা জমা হয়ে আছে, মামুনি বলারও কেউ নেই: পূজা
মা হারালেন পূজা চেরি
শাড়ি পরা নিয়ে যা বলেছি, ভেবেই বলেছি: মমতা শংকর

মন্তব্য

সারা দেশ
There is no one to say how many words are accumulated Mamuni Pooja

কত কথা জমা হয়ে আছে, মামুনি বলারও কেউ নেই: পূজা

কত কথা জমা হয়ে আছে, মামুনি বলারও কেউ নেই: পূজা পূজা চেরি
পূজা লিখেছেন, ‘এভাবে আমাকে একা করে দিলা মামুনি? এইটা তো কথা ছিল না। তুমি না বলছিলা আমার পাশে সবসময় থাকবা। আমার এখন কি হবে? আমি কাকে আমার সব কথা বলবো মামুনি?’

মা হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন চিত্রনায়িকা পূজা চেরি।

রোববার দুপুরে রাজধানীর মিরপুরে নিজ বাসায় মা ঝর্ণা রায়ের মৃত্যুর পর এক ফেসবুক পোস্টে মাকে ঘিরে কিছু কথা লিখেছেন তিনি।

অ্যাম্বুলেন্সের ছবি পোস্ট করে পূজা লিখেছেন, ‘এভাবে আমাকে একা করে দিলা মামুনি? এইটা তো কথা ছিল না। তুমি না বলছিলা আমার পাশে সবসময় থাকবা। আমার এখন কি হবে? আমি কাকে আমার সব কথা বলবো মামুনি?’

‘কত কথা জমা হয়ে আছে, ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলবো। কিন্তু এইটা কি হলো? তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না?’

পূজা লিখেছেন, ‘বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারাজীবন পার করবো? বলো তুমি??? মা, মাগো পারলে আমাকে মাফ করে দিও মা। একমাত্র তুমি ছিলে যার সাথে হাসতাম, রাগ হলে চিল্লাতাম আবার অন্যের রাগও তোমার ওপর ঝাড়তাম। আহ, তখন কি যে শান্তি লাগতো। কিন্তু এখন!!’

তিনি লিখেছেন, ‘মামুনি বলারও কেউ নাই। নিজেকে এখন সান্ত্বনা দিচ্ছি সবাইকে চলে যেতে হয়। চিন্তা করো না মামুনি তোমার কাছে একদিন না একদিন আমিও আসবো। তোমার পিছু তোমার এই মেয়ে ছাড়বে না বলে দিলাম। ভালো থেকো মা আমার।’

মন্তব্য

সারা দেশ
Mother lost pooja cherry

মা হারালেন পূজা চেরি

মা হারালেন পূজা চেরি মায়ের সঙ্গে পূজা চেরি
রোববার বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুরের বাসায় তিনি মারা যান বলে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া এক ফেসবুক পোস্টে জানিয়েছে।

চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় মারা গেছেন।

রোববার বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুরের বাসায় তিনি মারা যান বলে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া এক ফেসবুক পোস্টে জানিয়েছে।

এতে বলা হয়, ‘ঝর্ণা অ্যান্টি (পূজা চেরির মা) আর নেই । সবাই উনার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, ঝর্ণা রায় বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তিনি মিরপুরের একটি হাসপাতালে থেকে বাসায় ফেরেন।

জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে মাত্র ১৪ বছর বয়সে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি।

সারা দেশ
What I said about wearing a saree I said with thought Mamata Shankar

শাড়ি পরা নিয়ে যা বলেছি, ভেবেই বলেছি: মমতা শংকর

শাড়ি পরা নিয়ে যা বলেছি, ভেবেই বলেছি: মমতা শংকর মমতা শংকর
মমতা শংকর বলেন, ‘যা বলেছি ভেবেচিন্তেই বলেছি। বক্তব্য থেকে সরে আসার প্রশ্নই নেই। আমার বক্তব্যটা মন দিয়ে শুনুন। ঠিক কী বলেছি, দয়া করে বোঝার চেষ্টা করুন। যাদের উদ্দেশে কথাগুলো বলেছি তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। কাউকে অসম্মান করিনি।’

মেয়েদের শাড়ি পরা নিয়ে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শংকরের যে বক্তব্য আলোড়ন তুলেছে অবশেষে সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি। তার মতে, যা বলেছেন ভেবেই বলেছেন।

আনন্দবাজার অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্যটি করেছিলেন অভিনেত্রী। এ প্রসঙ্গে সমালোচনা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের সঙ্গে শনিবার কথা বলেছেন তিনি।

নিজের মতের প্রতি সমর্থন দিয়ে মমতা শংকর বলেন, ‘যা বলেছি ভেবেচিন্তেই বলেছি। বক্তব্য থেকে সরে আসার প্রশ্নই নেই। আমার বক্তব্যটা মন দিয়ে শুনুন। ঠিক কী বলেছি, দয়া করে বোঝার চেষ্টা করুন। যাদের উদ্দেশে কথাগুলো বলেছি তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। কাউকে অসম্মান করিনি।’

তিনি আরও বলেন, ‘আমার এই মন্তব্যকে তো অনেকে সমর্থনও করেছেন। কই তা নিয়ে তো কথা হচ্ছে না। কেবল নেতিবাচক নিয়েই যত আলোচনা। যাই হোক, আমার বক্তব্যের সঙ্গে সবাই সহমত হবেন এমনটা আমি আশা করি না। এই বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই। দয়া করে এবার থামুন।’

নতুন প্রজন্মের সাজে আভিজাত্য রয়েছে? নাকি সাজে আধুনিকতার নামে শালীনতার মাত্রা অতিক্রম করে ফেলছেন নারীরা- এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা শংকর বলেছিলেন, যারা ল্যাম্প পোস্টের নীচে দাঁড়াতে বাধ্য হন, তাদেরকে আমি আমার শ্রদ্ধা জানিয়েছি। কারণ তারা পেশার তাগিদে বাধ্য হন ওভাবে শাড়ি পরতে। যারা বিনা কারণেও পরেন সেটা ঠিক আমি মেনে নিতে পারি না।

এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ বিষয়ে মমতা শংকরের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘আমি আমার ডিগনিটি (আত্মমর্যাদা) নিয়েই থাকতে চাই। সেটাকে কখনই বিসর্জন দেব না। আমি আর এই ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ।’

মন্তব্য

সারা দেশ
The Harry Potter steam train has closed

বন্ধ হয়ে গেল হ্যারি পটারের বাষ্পচালিত ট্রেন

বন্ধ হয়ে গেল হ্যারি পটারের বাষ্পচালিত ট্রেন ছবি: বিবিসি
কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দ্য জ্যাকোবাইট সার্ভিসটি বন্ধ থাকবে। তবে যারা এতে চড়তে আগেই টিকিট বুকিং দিয়ে রেখেছিলেন, তারা পুরো টাকা ফেরত পাবেন বলে জানানো হয়েছে।

নিরাপত্তার ইস্যুতে বন্ধ রাখা হয়েছে সারা বিশ্বে শিশুদের কাছে জনপ্রিয় সিরিজ হ্যারি পটারের বিভিন্ন পর্বে প্রদর্শিত বাষ্পচালিত ট্রেন পরিষেবা ‘দ্য হগওয়ার্টস এক্সপ্রেস’।

স্থানীয়ভাবে ‘দ্য জ্যাকোবাইট সার্ভিস’ নামে পরিচিত এ সেবাটি যুক্তরাজ্যে দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা। ট্রেনটি বন্ধ থাকার ফলে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত লোকসান হতে পারে বলে সতর্ক করেছেন এর অপারেটর।

বিবিসির খবরে বলা হয়, হ্যারি পটার সিনেমাখ্যাত এই হগওয়ার্টস এক্সপ্রেস গত ৩০ বছরেরও বেশি সময় ধরে পর্যটকদের সেবা দিয়ে আসছে। বাষ্প ইঞ্জিনের এই ট্রেন এতদিন যাবত বিশেষ ছাড়ের অধীনে পর্যটকদের মনোরঞ্জন করে আসছিল। তবে এখন বাঁধ সেধেছে ট্রেনটির পুরোনো ধাঁচের দরজা।

বর্তমানে এই দরজার অনুমোদন নেই দেশটিতে। তাই ওয়েস্ট কোস্ট রেলওয়ের (ডব্লিউসিআর) এই পরিষেবাটি আবারও চালু করতে অনুমোদন লাগবে ইংল্যান্ডের অফিস অফ রেল অ্যান্ড রোডের (ওআরআর)। এই সংস্থা অনুমোদ দিলেই পুনরায় চলতে পারবে দ্য হগওয়ার্টস এক্সপ্রেস।

২০০২ সালে জে কে রাউলিংয়ের বিখ্যাত শিশুতোষ সিরিজ হ্যারি পটারের দ্বিতীয় খণ্ড ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’-এ প্রথম প্রদর্শিত হয়েছিল এই বাষ্পচালিত ট্রেন। এরপর এটি আরও কয়েকটি খণ্ডে প্রদর্শিত হয়। মূলত সেখান থেকেই দর্শকদের আকর্ষণের জায়গা হয়ে ওঠে হাইল্যান্ডসের গ্লেনফিনান ভায়াডাক্টের ওপর দিয়ে মালাইগ থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত পাড়ি দেওয়া এই হগওয়ার্টস এক্সপ্রেস।

পরিষেবাটি বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত চালু থাকে। এ বছরও দর্শনার্থীদের পরিষেবা দিতে ট্রেনটি বিশেষ ছাড়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দ্য জ্যাকোবাইট সার্ভিসটি বন্ধ থাকবে। তবে যারা এতে চড়তে আগেই টিকিট বুকিং দিয়ে রেখেছিলেন, তারা পুরো টাকা ফেরত পাবেন বলে জানানো হয়েছে।

ডব্লিউসিআরের বাণিজ্যিক ব্যবস্থাপক জেমস শাটলওয়ার্থ বলেন, ‘পরিষেবাটি স্থগিত হওয়ায় আমরা হতাশ; আমাদের ট্রিপ বুক করা গ্রাহকদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

তিনি বলেন, ‘জ্যাকোবাইট পরিষেবাটি হাজার হাজার পর্যটকের আকর্ষণের জায়গা। এটি মালাইগ এবং ফোর্ট উইলিয়ামের স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার পাশপাশি যুক্তরাজ্যের পর্যটন খাতে প্রতি বছর অন্তত ২০ মিলিয়ন পাউন্ড যোগ করে। ওআরআর যদি আমাদের আবারও ছাড় না দেয়, তাহলে এতে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে অন্তত ৫০ মিলিয়ন পাউন্ড লোকসান হতে পারে।’

মন্তব্য

সারা দেশ
House of the Dragon Season 2 trailer released in June

‘হাউজ অফ দ্য ড্রাগন’ দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ, মুক্তি জুনে

‘হাউজ অফ দ্য ড্রাগন’ দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ, মুক্তি জুনে হাউস অফ দ্য ড্রাগনের দ্বিতীয় সিজন মুক্তি পাচ্ছে জুনে। ছবি: ডেডলাইন
সিরিজটি জর্জ আরআর মার্টিনের বই ‘ফায়ার অ্যান্ড ব্লাডের’ ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি গেম অফ থ্রোনসের ২০০ বছর আগের গল্প। গল্পটি একটি কাল্পনিক টারগারিয়ান পরিবারের ইতিহাস, যারা একসময় রাজত্ব করেছিল ওয়েস্টেরসে।

জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনসের প্রিক্যুয়েল সিরিজ ‘হাউস অফ দ্য ড্রাগনের’ দুটি ট্রেলার মুক্তি পেয়েছে। সিরিজটির দ্বিতীয় সিজন আসতে মাত্র কয়েক মাস বাকি।

এইচবিও তাদের ওয়েবসাইটে শুক্রবার ‘ব্ল্যাক’ ও ‘গ্রিন’ টিমের জন্য আলাদা দুটি ট্রেলার প্রকাশ করে, যা পরবর্তী সময় সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়।

এইচবিওর তথ্য অনুযায়ী, আগামী ১৬ জুন সিরিজটির দ্বিতীয় সিজন দেখানো হবে।

‘হাউজ অফ দ্য ড্রাগন’ দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ, মুক্তি জুনে
ছবি: এইচবিও

সিরিজটি জর্জ আরআর মার্টিনের বই ‘ফায়ার অ্যান্ড ব্লাডের’ ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি গেম অফ থ্রোনসের ২০০ বছর আগের গল্প। গল্পটি একটি কাল্পনিক টারগারিয়ান পরিবারের ইতিহাস, যারা একসময় রাজত্ব করেছিল ওয়েস্টেরসে।

নির্মাতারা হাউজ অফ দ্য ড্রাগনের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বুধবার সিরিজটির নতুন কিছু স্টিল পোস্টার শেয়ার করেন।

এর আগে ২০২২ সালের আগস্টে ১০টি এপিসোড নিয়ে মুক্তি পায় হাউজ অফ দ্য ড্রাগনের প্রথম সিজন।

আরও পড়ুন:
চাপে প্রোটিয়ারা, আক্ষেপ অজি ক্রিকেটার খোয়াজার
বৃষ্টিতে পরিত্যক্ত অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার তৃতীয় দিনের খেলা
ভারতকে হারিয়ে সিরিজে সমতা শ্রীলঙ্কার
খোয়াজা-স্মিথের সেঞ্চুরিতে বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার
আলোক স্বল্পতায় ব্যাহত দিন শেষে অস্ট্রেলিয়া ১৪৭/২

মন্তব্য

সারা দেশ
Feluda in hospital with chest pain

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ‘ফেলুদা’

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী
হাসপাতাল সূত্র জানিয়েছে, বাঙালির এভারগ্রিন ‘ফেলুদা’র হার্টে ব্লক রয়েছে। আপাতত টেম্পোরারি পেসমেকার বসানো হবে। পরে বসাতে হবে পারমানেন্ট পেসমেকার।

সত্যজিৎ রায়ের সৃষ্টি বাংলা সাহিত্যের জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র ফেলুদার নাম শুনলে ভারতীয় অভিনেতা সৌমিত্র চট্রোপাধ্যায়ের পর যার ছবি সবার আগে ভেসে ওঠে সেই সব্যসাচী চক্রবর্তী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার রাতে বুকে ব্যথা হয় এ তারকার। সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রের বরাতে সংবাদ প্রতিদিন বলছে, বাঙালির এভারগ্রিন ‘ফেলুদা’র হার্টে ব্লক রয়েছে। আপাতত টেম্পোরারি পেসমেকার বসানো হবে। পরে বসাতে হবে পারমানেন্ট পেসমেকার।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর দীর্ঘদিন ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেমন ফেলুদা বলতে সব্যসাচীকে বোঝেন, কলকাতার অনেক মানুষও তাকে ফেলুদা বলেই ডাকেন।

মন্তব্য

p
উপরে