× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য শিল্প ইভেন্ট উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন মানসিক স্বাস্থ্য অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ ইউরোপ ব্লকচেইন ভাষান্তর অন্যান্য ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

সারা দেশ
ইতা ঘরো আমরা থাকতাম কিলা
google_news print-icon

‘ইতা ঘরো আমরা থাকতাম কিলা’

ইতা-ঘরো-আমরা-থাকতাম-কিলা
সিলেট ওসমানি নগরের আশ্রয়ণ প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ছে ঘরগুলো। ছবি: নিউজবাংলা
‘বৃষ্টি আইলে ঘরো থাকতাম পারি না, ঘরের জানালাটা পর্যন্ত এরা লাগাইছে উল্টা… দুই দিন আগে কয়েকজন আইয়া আমরার কাম দেখিয়া গেছে, আমরার সমস্যার কথা কইছি তারা উল্টা আমরারের ভয় দেখাইছে।’

সুনামগঞ্জের শাল্লার বাহাড়া ইউনিয়নের ভেড়াডহর গ্রামে একটি ঘর পেয়েছেন অলি বৈষ্ণব। ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের এই ঘরটি গত জানুয়ারিতে তাকে বুঝিয়ে দেয়া হয়। ছয় মাসেই সে ঘরে ফাটল ধরেছে; খুলে পড়ছে পলেস্তারা।

নিউজবাংলাকে অলি বৈষ্ণব বলেন, ‘আমার ঘরে ফাটল দেখা দিসে, খালি আমার ঘর না, ইলান আরও ১০টা ঘর ফাটল দিসে। ফাটলগুলোরে জোড়াতালি দিয়া প্লাস্টার করিয়া দেওয়া অয়। ইতা ঘরো আমরা থাকতাম কিলা, ঝড় তুফান দিলে তো ঘর ভাঙিয়া পড়ি যাইবো।’

সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ৪ হাজার ২৬৬টির মধ্যে সাড়ে ৩ হাজার ঘর নির্মাণ করা হয়েছে। ১১ উপজেলার মধ্যে শাল্লা, দক্ষিণ সুনামগঞ্জ ও তাহিরপুরের ঘরগুলোতে এরই মধ্যে ফাটল দেখা দিয়েছে।

এর মধ্যে আবার শাল্লার ভেড়াডহর, সেননগর, শান্তিপুর ও মুজিবনগর গ্রামের প্রায় ২৫টি ঘরে বড় বড় ফাটল দেখা দিয়েছে। কয়েকটির রান্নাঘর ও বাথরুমের অংশ ভেঙে পড়ে যাওয়ার ঘটনাও রয়েছে।

‘ইতা ঘরো আমরা থাকতাম কিলা’

শাল্লার সেননগর গ্রামের কেনু মিয়া বলেন, ‘আমরা ঘরের দরজা-জানালা খুলিয়া যারগি। খালি আমার ঘর নায়, ইকানো খায়রুল মিয়া ও রুবেল মিয়ার ঘরও বড় ফাটল দিসে। আমার ঘরের দরজাটা ঠিক করছি, কিন্তু জানালাটা ঠিক করতে পারছি না।’

তাহিরপুরের মানিগাও গ্রামের নাম প্রকাশ না করার শর্তে এক উপকারভোগী বলেন, ‘বৃষ্টি আইলে ঘরো থাকতাম পারি না, ঘরের জানালাটা পর্যন্ত এরা লাগাইছে উল্টা… দুই দিন আগে কয়েকজন আইয়া আমরার কাম দেখিয়া গেছে, আমরার সমস্যার কথা কইছি তারা উল্টা আমরারের ভয় দেখাইছে।’

দক্ষিণ সুনামগঞ্জের পিঠাপসি ও ঘোড়াডুম্বুর গ্রামে প্রকল্পের ঘর নির্মাণে ইউপি চেয়ারম্যান উপকারভোগীদের কাছ থেকে অর্থ নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুর মিয়া বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো তৈরিতে অনিয়ম হয়েছে, ঘরপ্রতি মেম্বার-চেয়ারম্যানরা টাকা তুলেছেন। আমি ফেসবুকেও লেখালেখি করছি। জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছিলাম, কাজ এসে দেখে যান।’

দক্ষিণ সুনামগঞ্জের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান বলেন, ‘যে ঘরগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো সংস্কার করা হয়েছে। ভবিষ্যতে এমন ফাটল দেখা দিলে আমরা দ্রুত মেরামত করব। এ ছাড়া ঘর নির্মাণে টাকা নেয়ার বিষয়টি আমাদের সুনির্দিষ্টভাবে জানালে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’

শাল্লার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মুক্তাদির হোসেন বলেন, ‘আমরা নির্মাণকাজে কোনো গাফিলতি পাইনি। তবে যে ঘরগুলোতে ফাটল দেখা দিয়েছে সেগুলো সংস্কার করা হচ্ছে।’

সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে অসন্তোষ জানিয়েছেন উপকারভোগীরা। আবার নির্মাণের ছয় মাস পেরিয়ে গেলেও বেশির ভাগ ঘরে দেয়া হয়নি বিদ্যুৎ ও পানির সংযোগ। সেসব ঘরে এখনও উঠতে পারেননি উপকারভোগীরা।

‘ইতা ঘরো আমরা থাকতাম কিলা’

আশ্রয়ণের ঘর নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সিলেটের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান বলেন, ‘আমি নিজে বিভিন্ন উপজেলায় গিয়ে ঘর পরিদর্শন করেছি। বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরিদর্শন করেছেন। ঘর নির্মাণে কারও অনিয়ম আছে কি না তা এখনই বলা যাবে না। আমরা তদন্ত করছি। তদন্ত শেষ হলে বলতে পারব।’

এসব ঘর নির্মাণের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই ঘর তৈরিতে ইট, বালু ও সিমেন্ট থাকলেও রড ব্যবহার করা হয়নি। এ কারণে ঘরগুলো দুর্বল।

তারা বলেন, অনেকগুলো ঘর নিচু জায়গায় নির্মিত। এসব ঘরে রড দেয়া আবশ্যক ছিল। কিন্তু একেকটি ঘর নির্মাণের জন্য বাজেট ছিল মাত্র ১ লাখ ৭৫ হাজার টাকা। এই টাকায় রড ব্যবহার করে পুরো ঘর নির্মাণ সম্ভব নয়।

সিলেটে বিদ্যুৎ-পানি নেই, বন্যা আতঙ্ক

সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুর গ্রামের বৃদ্ধা আয়েশা খাতুন নিজের ঘর পেয়ে ভেবেছিলেন, শেষ বয়সে হলেও মাথার ওপর ছাদ পেয়েছেন। কিন্তু সে ঘরে উঠে উল্টো ঝামেলায় পড়তে হয়েছে তাকে।

তিনি বলেন, ‘আগে থাকার কুনু জেগা আছিল না। কই থাকম তা ইটা নিয়া চিন্তা আছিল। অখন ঘর পাইলেও শান্তি নাই। ঢল নামলেউ ঘরো পানি উঠি যায়। ঘরোর আশপাশো পানি থাকে। এর লাগি অখন সব সময় ডরোর মাঝে থাকি, কুন সময় ঢল নামবো।’

‘ইতা ঘরো আমরা থাকতাম কিলা’

তার মতো সেখানকার উপকারভোগীরা জানান, এখানকার নির্মিত সবগুলো ঘরেই ঢল নামলে পানি ওঠে। ঢালু জায়গায় বলে পানি ঘরে অনেকটা সময় আটকে থাকে।

সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের চাঁদপুর গ্রামে আশ্রয়ণের ঘর পেয়েছেন মখলিসুর রহমান।

তিনি বলেন, ‘ঝড়-তুফান শুরু হলেই স্ত্রী-সন্তান নিয়ে ভয়ে ঘর থেকে বের হয়ে যাই। বাতাস শুরু হলে মনে হয় টিনের চাল উড়ে যাবে; পিলারগুলো হুড়মুড় করে ভেঙে পড়বে। রডহীন পিলারগুলো জোরে বাতাস হলেই নড়ে ওঠে।’

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৩টি উপজেলায় এখন পর্যন্ত ২ হাজার ৩৭৪টি ঘর উপকারভোগীদের হস্তান্তর করা হয়েছে। লক্ষ্য আছে ৪ হাজার ১৭৮টি ঘর তৈরির।

সিলেট সদরের কান্দিগাঁওয়ে গিয়ে দেখা যায়, এখানকার আশ্রয়ণের বেশির ভাগ ঘর ফাঁকা। বিদ্যুৎ ও পানির সংযোগ নেই বলে ছয় মাসেও ঘরে উঠেননি উপকারভোগীরা।

স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক মামুনুর রশিদ বলেন, সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগ ও পানির লাইনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করছে। শিগগিরই এগুলো হয়ে যাবে।

তিনি বলেন, ‘সিলেটে এখনও কোনো ঘর ভেঙে যাওয়া বা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পাইনি। তবু আমরা খোঁজখবর নিচ্ছি।’

স্বল্প বাজেটে রডহীন ঘর নির্মাণের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আসলে আমার কিছু বলার নেই। ঘরগুলো তৈরির নির্মাণসামগ্রী এবং ব্যয় যারা নির্ধারণ করেছেন, তারাই এ বিষয়ে ভালো বলতে পারবেন।’

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের তালিকাভুক্ত ঠিকাদার অর্জুন পাল বলেন, ‘এসব ঘর ভালো করে নির্মাণ করতে হলে অন্তত ৪ লাখ টাকার প্রয়োজন। এত কম বাজেটে ভালো ঘর নির্মাণ সম্ভব নয়। এ ছাড়া ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত সিলেটে রড ছাড়া ঘর নির্মাণের কথা তো ভাবাই যায় না। এটা খুবই ঝুঁকিপূর্ণ।’

বন্যার ভয় হবিগঞ্জে

হবিগঞ্জের প্রশাসন সূত্রে জানা যায়, জেলায় ১ হাজার ১৪২টি ঘর নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশ ঘর ভূমিহীন পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে। বাকিগুলো নির্মাণাধীন।

এর মধ্যে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার দুটি প্রকল্পের ঘর নিয়ে অসন্তুষ্টি দেখা দিয়েছে।

চুনারুঘাটের ইকরতলী আশ্রয়ণ প্রকল্পের ৭০টি ঘরের মধ্যে মাত্র ৩২টিতে বসবাস করছেন মানুষ। অন্যগুলোতে এখনও তালা ঝুলছে।

বাসিন্দাদের অভিযোগ, যে জায়গায় ঘর দেয়া হয়েছে এর ১০ কিলোমিটারের ভেতরে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। নেই বিদ্যুৎ ও পানি।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘এখানে রাস্তাঘাট ভালো না, মানুষের যাতায়াত নেই। যে কারণে কাজও নেই। ৭৪টি পরিবারের জন্য মাত্র ৪টি টিউবওয়েল দেয়া হয়েছে। বিদ্যুৎ নেই। বলতে গেলে ঘর ছাড়া এখানে মানুষের জন্য আর কিছুই নেই।’

‘ইতা ঘরো আমরা থাকতাম কিলা’

চুনারুঘাটের ইউএনও সত্যজিৎ রায় দাশ বলেন, ‘সেখানকার সকল সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে আরও কয়েকটি টিউবওয়েল বসানো হচ্ছে। বিদ্যুৎ সংযোগও দেয়া হচ্ছে।’

জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রূপনগর আশ্রয়ণ প্রকল্পের ২৭টি ভূমিহীন পরিবার বছরের শুরুতে যখন ঘরে ওঠেন, তখন তারা ছিলেন আনন্দে আত্মহারা। সে খুশি ছয় মাসেই মলিন হয়েছে।

রাস্তা থেকে প্রায় ৫ থেকে ৬ ফুট নিচু জায়গায় মাটি ভরাট না করেই বানানো হয়েছে ঘরগুলো। আধা ঘণ্টা বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। ঘরে ঢুকে পড়ে ময়লা পানি।

অভিযোগ উঠেছে, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান স্থানীয়দের মতামত উপেক্ষা করে নিচু জায়গায় প্রকল্প বাস্তবায়ন করেন। এ অভিযোগে সম্প্রতি তাসনুভাকে শোকজও করেছে মন্ত্রণালয়।

এ ব্যাপারে মাধবপুরের ইউএনও শেখ মাঈনুল ইসলাম মঈন বলেন, ‘প্রকল্পের বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে একটি প্রাক্কলন পাঠানো হয়েছে।’

হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও গৃহনির্মাণসংক্রান্ত কমিটির সদস্য তওহীদ আহমদ সজল বলেন, ‘ইতোমধ্যে আমরা রূপনগর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে এসেছি। সেখানে বৃষ্টির পানি জমেছিল। আর যেন পানি জমতে না পারে সে জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

‘এ ছাড়া চুনারুঘাটের ইকরতলী প্রকল্পের অধিকাংশ পরিবারই এখন চলে আসছেন। তবে সেখানে বসবাস করা পরিবারগুলো দেশের বিভিন্ন স্থানে কাজ করার কারণে ঘরগুলো তালাবদ্ধ করে নিজ নিজ কাজে চলে গেছেন।’

বড়লেখায় ৫ মাসেও ব্যবস্থা হয়নি পানি ও বিদ্যুতের

মৌলভীবাজারের বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারের ৫০টি ঘরে উদ্বোধনের পাঁচ মাসেও যায়নি পানি ও বিদ্যুৎ। এ কারণে এখনও ৩৪টি পরিবার ঘরে ওঠেনি। আর যারা উঠেছেন, তারা পানি ও বিদ্যুতের অভাবে দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এমাজ উদ্দিন সরদার বলেন, ‘৫০ ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে ইউএনওর কার্যালয় থেকে চিঠি দেয়া হয়েছিল। স্ব স্ব ইউপি চেয়ারম্যানদের ঘরগুলোতে ওয়্যারিং কাজ করানোর কথা।

‘কিন্তু ওয়্যারিং কাজ না করায় বিদ্যুৎ সংযোগ দেয়া যায়নি। তবে বুধবার (৭ জুলাই) পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে আমাদের কাছে পত্র এসেছে। ঘরগুলোতে পল্লী বিদ্যুৎ বিভাগ নিজ খরচে ওয়্যারিংসহ যাবতীয় কাজ করে দেবে। যেসব ঘর মেইন লাইন থেকে নির্দিষ্ট দূরত্বের মধ্যে আছে, সেগুলোতে দ্রুত সংযোগ দেয়া হবে। অন্যগুলোতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।’

‘ইতা ঘরো আমরা থাকতাম কিলা’

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মঈন উদ্দিন জানান, উপহারের ঘরগুলোতে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় এ কাজে সময় লাগছে। এক সপ্তাহের মধ্যে নলকূপ স্থাপন করে উপকারভোগীদের হস্তান্তর করা হবে।

বড়লেখার ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। যোগদানের পর প্রথম মাসিক সমন্বয় সভায় ঘরগুলোতে পল্লী বিদ্যুতের ডিজিএমকে দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে বলা হয়েছিল… ডিজিএম জানিয়েছেন, ১৫ থেকে ২১ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হবে। ঘরগুলোতে গভীর নলকূপ স্থাপনের কাজও চলছে।

‘মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য নয়। তা সফলভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আরও পড়ুন:
আশ্রয়ণ প্রকল্পের ঘরে ফাটল, মেরামতে দায়সারা
উপহারের ঘর ‘ভাসছে’ পানিতে
বাবুল এখন দাস হয়ে থাকবেন না মানুষের ঘরে
‘হাসিনা আপাকে হামার পক্ষ থাকা মেল্যা ধন্যবাদ’
‘এহন আমাগো মাথা গোঁজার ঠাঁই হয়েছে’

মন্তব্য

আরও পড়ুন

সারা দেশ
First aid is a proposal to allocate 5 percent budget in the free health sector

প্রাথমিক চিকিৎসা ফ্রি, স্বাস্থ্যখাতে ১৫ শতাংশ বাজেট বরাদ্দের প্রস্তাব

প্রাথমিক চিকিৎসা ফ্রি, স্বাস্থ্যখাতে ১৫ শতাংশ বাজেট বরাদ্দের প্রস্তাব

দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং এটি সাংবিধানিক অধিকার হিসেবে যুক্ত করার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন।

একইসঙ্গে, স্বাস্থ্যখাতে জাতীয় বাজেটের ১৫ শতাংশ বরাদ্দ রাখার প্রস্তাব দিয়েছে এই কমিশন। সোমবার (৫ মে) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কমিশনের এই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, সেখানে চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ এবং অন্যান্য ওষুধ সুলভ মূল্যে সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া, নিম্নমানের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সুপারিশও করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান সূচনা বক্তব্য রাখেন। প্রতিবেদনটি প্রকাশ করেন কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন।

কমিশনের অন্য সদস্যরা হলেন, ডা. আবু মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. লিয়াকত আলী, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, অধ্যাপক ডা. সায়েরা আখতার, এম এম রেজা, ডা. আজহারুল ইসলাম, ডা. আহমেদ আহসানুর রহমান ও ওমাইর আফিফ।

এর আগে সোমবার সকাল ১১টায় কমিশনের পক্ষ থেকে প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করা হয়।

২০২৪ সালের ১৭ নভেম্বর স্বাস্থ্যখাতের উন্নয়নে ১২ সদস্যবিশিষ্ট স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করা হয়। এর প্রধান হিসেবে দায়িত্ব পান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

মন্তব্য

সারা দেশ
Rajshahi Divisions license is canceled

রাজশাহী বিভাগের ৬১ চালকলের লাইসেন্স বাতিল

রাজশাহী বিভাগের ৬১ চালকলের লাইসেন্স বাতিল

গত মার্চের ১৯ তারিখে চাল না দেওয়া ও চাল সংগ্রহে চুক্তি না করায় রাজশাহী বিভাগে ৯১৩টি চালকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করে খাদ্য বিভাগ। রাজশাহী আঞ্চলিক খাদ্য বিভাগ থেকে চাল সংগ্রহ মৌসুম শেষ হওয়ার পর সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়ে এই সুপারিশ পাঠানো হয়। সরকারের সঙ্গে চুক্তি করেও চাল সরবরাহ না দেওয়ায় রাজশাহী বিভাগের ৬১টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে। চুক্তিবদ্ধ হয়েও কোনো চাল সরবরাহ করেনি এসব চালকল মালিকরা। এছাড়া চাল সংগ্রহ কার্যক্রমে অসহযোগিতাকারী ৯১৩টি চালকলকেও সাবধান করা হয়েছে।

খাদ্য বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের সাথে চুক্তি করেও ঠিকভাবে চাল সরবরাহ দেয়নি এমন চালকলের সংখ্যা ১৬২টি। এর মধ্যে চুক্তির ৮০ ভাগ চাল দিয়েছে এমন চালকলের সংখ্যা ৩০টি। ৫০ ভাগ চাল দিয়েছে- এমন চালকলের সংখ্যা ৭১টি। আর চুক্তিবদ্ধ হয়েও কোনো চালই দেয়নি এমন চালকলের সংখ্যা ৬১টি। এছাড়া, ব্যবসা করলেও চাল সরবরাহের চুক্তি না করা চালকলগুলোরও লাইসেন্স বাতিল করেছে খাদ্য বিভাগ।

রাজশাহী খাদ্য অফিসের তথ্যমতে, রাজশাহী বিভাগে আমন সংগ্রহ ২০২৪-২০২৫ মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫৬,৩৫৯ টন, সংগ্রহ হয়েছে মাত্র ৩৯৫ টন (লক্ষ্যমাত্রার মাত্র ৭%), সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১১ হাজার ২৬৩ মেট্রিক টন। এর মধ্যে সংগ্রহ হয়েছে ৯৪ হাজার ৭০৭ মেট্রিক টন। আর আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২১ হাজার ৮৯১ মেট্রিক টন। সংগ্রহ হয়েছে ১৯ হাজার ৫২৯ মেট্রিক টন।

৬১টি চালকলের মধ্যে যারা সিদ্ধচালের কোনো চালই প্রদান করেনি- এমন চালকল রাজশাহীর একটি, নওগাঁয় ৮টি, চাঁপাইনবাবগঞ্জ তিনটি, পাবনায় ১১টি, বগুড়ায় ৩৪টি ও জয়পুরহাটে তিনটি। আর আতব চাল দেয়নি চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি মিল। এর আগে এসব চালকল মালিকদের ব্যাখ্যা তলব করা হয়। ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এসব চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে।

রাজশাহী খাদ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারি উপপরিচালক ওমর ফারুক বলেন, সরকারি যেকোনো কাজে চুক্তিবদ্ধ হলে তা বাস্তবায়ন না করতে পারলে অপরাধ বলে গণ্য হবে। যেসব মিল চুক্তি করেও ৫০ থেকে ৮০ শতাংশ চাল সরবরাহ করেছে, তাদের জামানত থেকে জরিমানা কেটে নেওয়ার আর যারা কোনো চাল সরবরাহ করেনি, তাদের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছিলাম। রাজশাহী বিভাগের যে সব মিল চাল দেয়নি বা চুক্তিযোগ্য ছিল কিন্তু চুক্তি করেনি- এমন মিল ৯১৩টি মিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ মন্ত্রণালয়ে দিয়েছিলাম। এদের মধ্যে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে। বাকিদের শোকজ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা চাল সরবরাহে ব্যর্থ হয়েছে, তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।

মন্তব্য

সারা দেশ
Tuesday areas where traffic may occur

মঙ্গলবার যানজট হতে পারে যেসব এলাকায়

মঙ্গলবার যানজট হতে পারে যেসব এলাকায়

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (৬ মে) ঢাকায় এলে তাকে পথে পথে অভ্যর্থনা জানাবেন দলীয় নেতাকর্মীরা। তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত অবস্থান নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। এতে বিপুল জনসমাগক হওয়ার সম্ভাবনা থাকায় এসব এলাকায় যানজট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। রবিবার (৫ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর ক্ষেত্রে বিএনপি ও এর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কারা কোথায় অবস্থান নেবেন, তারা কী করতে পারবেন, কী করতে পারবেন না, সে বিষয়ে কিছু দিকনির্দেশনা দিয়েছেন রিজভী।

বিএনপির এই নেতার নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবে বিমানবন্দর থেকে লো মেরিডিয়েন হোটেল পর্যন্ত। ছাত্রদল অবস্থান করবে লো মেরিডিয়েন হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত। যুবদল অবস্থান করবে খিলক্ষেত থেকে হোটেল র‍্যাডিসন পর্যন্ত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল র‍্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত।

স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত। কৃষক দল অবস্থান করবে বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত। শ্রমিক দল অবস্থান করবে কাকলী মোড় থেকে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত। ওলামা দল, তাঁতীদল, জাসাস, মৎস্যজীবী দল অবস্থান করবে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত।

মুক্তিযোদ্ধা দলসহ সব পেশাজীবী সংগঠন অবস্থান করবে বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২ পর্যন্ত। মহিলা দল অবস্থান করবে গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত অবস্থান করবেন। আর বিভিন্ন জেলা থেকে আগত নেতা-কর্মীরা যার যার সুবিধামতো স্থানে অবস্থান নেবেন।

রুহুল কবির রিজভী বলেন, সব নেতা-কর্মী দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার এক পাশে দাঁড়াবেন। বিএনপির চেয়ারপারসনের গাড়ির সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে যাওয়া যাবে না। হেঁটে হেঁটেও যাওয়া যাবে না। এ ছাড়া বিমানবন্দর ও বিএনপির চেয়ারপারসনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবেন না।

এসব অঞ্চলে যানজট হলে কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা; জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার (ট্রাফিক গুলশান) মিজানুর রহমান বলেন, ‘মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে আগমন উপলক্ষে এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত ব্যাপক গেদারিং হতে পারে। যদি হয়, তাহলে বিকল্প কি ব্যবস্থা নেওয়া হবে, এ-সংক্রান্ত বৈঠক করা হয়েছে। যাতে যান চলাচল ব্যাহত না হয়, এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে যদি ব্যাহত হয়, তখন বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।’

বিকল্প ব্যবস্থা কি হতে পারে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মন্তব্য

খাস খতিয়ানে যাওয়া পশুরহাটে অতিরিক্ত টোল আদায়

খাস খতিয়ানে যাওয়া পশুরহাটে অতিরিক্ত টোল আদায়

নীলফামারীর জলঢাকায় ইজারাবিহীন খাসে যাওয়া মীরগঞ্জ হাট-বাজারে গরু-ছাগল ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। গত শনিবার সরেজমিনে গিয়ে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সত্যতা পাওয়া যায়। সেখানে দেখা যায়, সরকারি খাস খতিয়ানে যাওয়া মীরগঞ্জ হাট-বাজারের পশুরহাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গরু ক্রেতার কাছ থেকে রশীদ ফি ৬০০ টাকা ও বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত ২০০ টাকা চাঁদাসহ গরু প্রতি মোট ৮০০ টাকা আদায় করছেন হাট-বাজারের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। এ হাট-বাজারে প্রশাসনের কাউকে দেখা না গেলেও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দুইজন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা তাৎক্ষণিক হাট বাজারের অফিসে উপস্থিত হতে দেখা যায়। তারা হলেন গোলনা ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা জহুরুল ইসলাম ও কাঁঠালী ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম। মীরগঞ্জ হাট-বাজারের টোল আদায়ের মুল দায়িত্বে ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা জহুরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা সঠিক সময়ে হাটে এসেছি। তারা আমাদের চাপে ফেলে হাটের টোল আদায় করছেন। আমরা তাদেরকে সহযোগিতা করেছি।

তারা কারা- জানতে চাইলে তিনি বলেন, ওরা বিএনপি-জামায়াতের লোকজন। সংবাদকর্মীদের দেখে হাট-বাজারের থাকা ক্রেতা বিক্রেতা এগিয়ে এসে বলেন, গত ৩টা হাটে শুধু গরু ক্রেতার কাছে রশীদের ফি বাবদ ৬০০ টাকা নিয়েছেন। আর যারা গরু বিক্রেতা ছিলাম আমাদের কাছ তেকে কোন প্রকার চাঁদা নেয়নি। কিন্তু আজকের হাটে গরু ক্রেতার কাছে রশীদের মাধ্যমে ৬০০ টাকা এবং বিক্রেতার কাছে বিধি পরিপন্থি অতিরিক্ত ২০০ টাকা চাঁদা নেয়। হাটের লোকজন আমাদের কাছে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে অতিরিক্ত ২০০ টাকা চাঁদা নিচ্ছেন। একপর্যায়ে একদল লোক দৌড়ে এসে সংবাদকর্মীদের ওপর চড়াও হয় এবং আক্রোশমুলক গালমন্দ করতে থাকেন। এছাড়া বিভিন্ন হয়রানিমূলক মামলা এবং হত্যার হুমকি প্রদর্শন করেন।

লোকমুখে জানা যায়, তারা উপজেলা বিএনপির একাংশ একটি গ্রুপের বাহিনী। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরের বাংলা ১৪৩২ সালে উপজেলার ২৬টি হাট ইজারা দেওয়ার দরপত্র আহ্বান করা হয়। এরমধ্যে ১৭টি হাটের দরপত্র জমা হলে বিধিমোতাবেক দরপত্র দর দাতাদের মধ্যে হাট-বাজার গুলো বুঝিয়ে দেওয়া হয়। এদিকে ৯টি হাটের কোন দরপত্র জমা না হওয়ায় হাট-বাজার গুলো খাস খতিয়ানে চলে যায়। খাস খতিয়ানে যাওয়া হাট-বাজার গুলো হলো, মীরগঞ্জ হাট-বাজার, পাঠানপাড়া হাট-বাজার, হলদিবাড়ী নালারপাড় হাট-বাজার, হলদিবাড়ী জয়বাংলা হাট-বাজার, নবাবগঞ্জ হাট-বাজার, ডিয়াবাড়ী হাট-বাজার, বালারপুকুর চৌধুরীর হাট-বাজার, হরিশ্চন্দ্রপাঠ হাট-বাজর, খুটামারা রহমানিয়া হাট-বাজার ইত্যাদি। এই হাটগুলো বর্তমানে উপজেলা প্রশাসন তাদের নিজেদের নিয়োগকৃত জনবল দিয়ে হাট-বাজারের টোল আদায় করছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, লিখিতভাবে কাউকে হাট-বাজার দেওয়া হয়নি। কিন্তু খাস খতিয়ানের হাট-বাজারে কিছু লোকের সহযোগিতা নিয়ে টোল আদায় করা হচ্ছে। অতিরিক্ত ২০০ টাকা টোল আদায়ের কোন এখতিয়ার নেই। যদি এরকম কোনো প্রমাণ আপনারা দিতে পারেন তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারা দেশ
NBR will form special units to prevent money smuggling

টাকা পাচার ঠেকাতে বিশেষ ইউনিট গঠন করবে এনবিআর

টাকা পাচার ঠেকাতে বিশেষ ইউনিট গঠন করবে এনবিআর
টাকার পাচার রোধে এনবিআর তিনটি উদ্যোগ নেওয়ার কথা বলেছে। প্রথমত, আমদানি-রপ্তানিতে মিথ্যা ঘোষণা ও ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে টাকা পাচার ঠেকাতে দক্ষ কর্মকর্তাদের দিয়ে বিশেষায়িত একটি ইউনিট গঠন করা যেতে পারে। এই ইউনিটের সদস্যরা প্রতারণা হয় বা হতে পারে- এমন বিল অব এন্ট্রিগুলো তদারকি ও তদন্ত করবেন। এই ইউনিট গঠন হলে একদিকে টাকা পাচার বন্ধের পাশাপাশি এনবিআরের রাজস্ব আদায় বৃদ্ধির সক্ষমতা বাড়বে।

টাকা পাচার ঠেকাতে বিশেষ ইউনিট গঠন করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মূলত বাণিজ্যের আড়ালে যে বিদেশে টাকা পাচার হয়, তা প্রতিরোধ করতেই এমন উদ্যোগ। দুই প্রক্রিয়ায় টাকা পাচার হয় বলে মনে করে এনবিআর। এগুলো হলো-আমদানি-রপ্তানিতে মিথ্যা ঘোষণা এবং ট্রান্সফার প্রাইসিং। এসব কারণে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব লোকসান হয় বলে মনে করে এনবিআর।

সম্প্রতি এনবিআর মধ্য ও দীর্ঘমেয়াদি রাজস্ব কৌশল নামে ১০ বছরের একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। সেখানে এই তথ্য দেওয়া হয়েছে।

গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটির (জিএফআই) উদ্ধৃতি দিয়ে এনবিআরের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যের আড়ালে (মিথ্যা ঘোষণা) ৭০ শতাংশ অর্থ পাচার হয়ে থাকে।

টাকার পাচার রোধে এনবিআর তিনটি উদ্যোগ নেওয়ার কথা বলেছে। প্রথমত, আমদানি-রপ্তানিতে মিথ্যা ঘোষণা ও ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে টাকা পাচার ঠেকাতে দক্ষ কর্মকর্তাদের দিয়ে বিশেষায়িত একটি ইউনিট গঠন করা যেতে পারে। এই ইউনিটের সদস্যরা প্রতারণা হয় বা হতে পারে- এমন বিল অব এন্ট্রিগুলো তদারকি ও তদন্ত করবেন। এই ইউনিট গঠন হলে একদিকে টাকা পাচার বন্ধের পাশাপাশি এনবিআরের রাজস্ব আদায় বৃদ্ধির সক্ষমতা বাড়বে।

সাধারণত আমদানিকালে তুলনামূলক বেশি দাম দেখিয়ে অর্থ দেশের বাইরে পাচার করা হয়। মূলত মিথ্যা ঘোষণা দিয়ে এভাবে টাকা পাচার করা হয়। দুই বছর আগে এনবিআর পাচার টাকা ফেরত আনার সুযোগ দিলেও কেউ তা নেননি।

এনবিআরের দ্বিতীয় সুপারিশ হলো, বিদেশি কূটনীতিক মিশনে রাজস্ব খাতের কর্মকর্তাদের জন্য এটাশে পদ সৃষ্টি করা। এনবিআরের প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যের আড়ালে মিথ্যা ঘোষণা এবং ট্রান্সফার প্রাইসিং ইস্যুটি সামগ্রিক অর্থনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে গেছে। যেসব দেশ থেকে পণ্য আসে, সেখানে পণ্যের মূল্য কত, তা জানা সম্ভব হয় না। আবার নানাভাবে বিভিন্ন দেশে টাকা পাচার হয়। এনবিআর বলছে, বিভিন্ন দূতাবাসে, বিশেষ করে বাংলাদেশে বড় বাণিজ্য অংশীদার দেশগুলোতে রাজস্ব খাতে কর্মকর্তাদের জন্য এটাশে পদ সৃষ্টির সুপারিশ করেছে এনবিআর। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, ভারতের মতো দেশ এমন পদ সৃষ্টি করেছে বলে এনবিআরের ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এনবিআরের তৃতীয় সুপারিশ হলো, পাচার টাকা ফেরত আনতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। যেমন দক্ষ জনবল নিয়োগ দেওয়া; যেসব দেশে পাচার হয়, সেখানে তদারকি ও পর্যবেক্ষণ বৃদ্ধি; আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমঝোতা চুক্তি করা। এসব করা হলে পাচার টাকা চিহ্নিত করে ফেরত আনা সহজ হবে। এ ছাড়া টাকা পাচারে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনার কথাও বলেছে এনবিআর।

এনবিআরের একজন কর্মকর্তা বলেন, টাকা পাচারের কারণে বিপুল পরিমাণ রাজস্ব হারায় সরকার। টাকা পাচার বন্ধ করতে পারলে অর্থনীতি আরও চাঙা হবে। এ ছাড়া সরকারের রাজস্ব আদায়ও বাড়বে।

বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রতিবেদন তৈরি করেছে। সেখানে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে ২৩ হাজার ৪০০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বাজারদরে এর পরিমাণ ২৮ লাখ কোটি টাকা। এই হিসাবে প্রতিবছর গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের রাঘববোয়াল (ক্রীড়নক), আমলা ও মধ্যস্বত্বভোগীরা এই পরিমাণ অর্থ পাচার করেছেন। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটি রিপোর্টস (জিএফআইআরএস) এবং কিছু নির্দিষ্ট পূর্বানুমানের ভিত্তিতে টাকা পাচারের হিসাব করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

দেশ থেকে কারা, কীভাবে, কোথায় টাকা পাচার হয়েছে- সেই চিত্র তুলে ধরে শ্বেতপত্রে বলা হয়, টাকা পাচারের জন্য দুর্নীতিবাজ রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের ক্রীড়নক, আমলাদের মধ্যে এক ধরনের অনৈতিক চক্র গড়ে ওঠে। ঘুষ-দুর্নীতি, আর্থিক অপরাধ, মিথ্যা ঘোষণার আড়ালে বাণিজ্য, ব্যাংক থেকে চুরি করা টাকা, খেলাপি ঋণের অর্থ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, প্রকল্পের খরচ বাড়িয়ে দেখানো, শেয়ারবাজার কেলেঙ্কারি, কর ফাঁকি- এসব কর্মকাণ্ডের অর্থ পাচার করা হয়।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারতসহ করের অভয়ারণ্য নামে পরিচিত ছোট ছোট দেশে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে। মূলত বাড়ি কিনে এবং ব্যবসায় বিনিয়োগ করে টাকা পাচার করা হয়।

মন্তব্য

সারা দেশ
Former MP Zafar Alam on a four day remand

চার দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর আলম

চার দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর আলম

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাফর আলমের (৬৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ মে) মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ আদেশ দেন।

আজ (সোমবার) সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে, গত ২৮ এপ্রিল জাফর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত। তার আগে ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। একই দিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ডাকে।

এ সময় বিএনপির সমাবেশ পণ্ড করতে পুলিশের সহায়তায় দলটির নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে । হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

জাফর আলম ২০১৮ সালে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। জাফর আলম ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়ী হন।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী সরকার পতনের পর, চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া ও পেকুয়ায় হত্যা মামলাসহ তার বিরুদ্ধে অন্তত ১৫ থেকে ১৬টি মামলা করা হয়েছে।

মন্তব্য

সারা দেশ
Submit the Health Reform Commission report to the chief adviser 

প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা 

প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা  স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন সোমবার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক

স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন আজ সোমবার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে এ তথ্য জানান।

মন্তব্য

p
উপরে