× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

সারা দেশ
পার্কের মতো মসজিদ বানাইছে সরকার
google_news print-icon

‘পার্কের মতো মসজিদ বানাইছে সরকার’

পার্কের-মতো-মসজিদ-বানাইছে-সরকার
‘সব জায়গাতেই মসজিদ আছে। তবে এমন সুন্দর মসজিদ সরকারিভাবে কখনও নির্মাণ করা হয়নি। এতে করে ইসলামিক চর্চা করতেও অনেকে মসজিদমুখী হবে।’

মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই বেশ কিছু স্থানে নামাজ আদায় করে সন্তুষ্টির কথা জানিয়েছেন মুসল্লিরা। তবে ইমাম নিয়োগ না হওয়া, অসম্পূর্ণ নির্মাণকাজসহ নানা কারণে বৃহস্পতিবার বেশ কিছু স্থানে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেননি।

দৃষ্টিনন্দন অনেক মসজিদ সাধারণ মানুষের মধ্যে দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে।

এ ধরনের উদ্যোগের জন্য নিউজবাংলার মাধ্যমে সরকারপ্রধানকে ধন্যবাদ জানিয়েছেন অনেক মুসল্লি। তারা বলছেন, এসব মসজিদের মাধ্যমে সঠিকভাবে ইসলাম শিক্ষা যেমন পাবে, তেমনি ইসলাম প্রসার লাভ করবে।

আনন্দিত মুসল্লিরা

ময়মনসিংহের তারাকান্দা ও গফরগাঁওয়ে দুটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে করে সবচেয়ে খুশি হয়েছেন সাধারণ মুসল্লিরা। সরকারপ্রধানকে কৃতজ্ঞতা জানিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার সকাল ১০টায় তারাকান্দায় উদ্বোধনী অনুষ্ঠানে মডেল মসজিদ চত্বরে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

তারাকান্দা উপজেলার ৩ নম্বর কাকনী ইউনিয়নে নির্মিত মডেল মসজিদটিতে শুক্রবার জুমা থেকে নামাজ পড়ার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। তবে গফরগাঁওয়ে বৃহস্পতিবার জোহর থেকেই নামাজ পড়া শুরু করেছেন মুসল্লিরা।

গফরগাঁও উপজেলার ৪ নম্বর সালটিয়া ইউনিয়নের ভাগুয়া মৌজায় নির্মাণ করা মডেল মসজিদটিতে উদ্বোধনের সময় স্থানীয় সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সরকারপ্রধান উদ্বোধনের পর খুশি আর আনন্দ নিয়ে মসজিদে গিয়ে জোহরের নামাজ আদায় করেন মুসল্লিরা।

‘পার্কের মতো মসজিদ বানাইছে সরকার’

রেজাউল করিম নামে এক যুবক নিউজবাংলাকে বলেন, ‘গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়নে এমন সুন্দর মসজিদ হবে, সেটা কল্পনাও করিনি। আমি গাজীপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করায় বছরে চার থেকে পাঁচবার ছুটিতে বাড়িতে আসি।

‘তবে কয়েক দিন আগে জানতে পেরেছি দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ৫০টি নির্মাণ হওয়া মডেল মসজিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। তাই প্রথম দিনে মসজিদে নামাজ পড়তে রাতেই বাসায় এসেছি।’

একই ইউনিয়নের ষাটোধ্র্ব আব্দুল মাজেদ ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, ‘যত কষ্টই হোক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার চেষ্টা করি। অনেক দিন ধইরাই ভাবতাছি কহন এই মসজিদ উদ্বোধন অইবো? দুরাফিত থাইক্যা মসজিদটা দেখলে অনেক ভালা লাগে। এহন থাইক্যা আরামে নামাজ পড়বার আর ইমামের কাছ থাইক্যা ইসলামি শিক্ষা গ্রহণ করবাম।’

শফিকুল ইসলাম নামে একজন বলেন, ‘আমি তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের বাসিন্দা। আওয়ামী লীগ কিংবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত না। শুধু এই মডেল মসজিদটি দেখতে অন্য ইউনিয়ন থেকে এখানে এসেছি। সত্যিকার অর্থেই এই কৃতিত্বের অবদান বর্তমান সরকারের।’

৩ নম্বর কাকনী ইউনিয়নের বাসিন্দা হজরত আলী বলেন, ‘সব জায়গাতেই মসজিদ আছে। তবে এমন সুন্দর মসজিদ সরকারিভাবে কখনও নির্মাণ করা হয়নি। এতে করে ইসলামিক চর্চা করতেও অনেকে মসজিদমুখী হবে।’

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত বলেন, শুক্রবার জুমার নামাজ শুরু হবে এই মডেল মসজিদে। স্থানীয় মসজিদের ইমাম নামাজ পড়াবেন। পরবর্তী সময়ে ইমাম নিয়োগ করা হবে।

তিনি বলেন, ‘এই মসজিদ পেয়ে মুসল্লিদের যে আনন্দ তা সামনাসামনি না দেখলে কেউ বুঝতেই পারবে না। উদ্বোধনী অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে মসজিদ দেখতে লোকজন এসেছেb। করোনার সময়ের জন্য সবার স্বাস্থ্যবিধি নিশ্চিত করেছি।’

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় ১২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে মডেল মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। তবে সব আনুষঙ্গিক খরচ মিলিয়ে ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

তিনি বলেন, ‘আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। মডেল মসজিদ নির্মাণ হওয়ায় সবার চোখেমুখে আনন্দের ছাপ। আমরা মুসলমানরা এমন মসজিদ পেয়ে সৌভাগ্যবান।’

মনে হয় বিদেশি মসজিদ

বরিশাল বিভাগের ঝালকাঠিতে এবং ভোলায় দুটি মডেল মসজিদ উদ্বোধনের পর বিভিন্ন স্থান থেকে মানুষ আসছেন নতুন এই মসজিদ দেখতে। অসাধারণ কারুকাজ আর ডিজাইনে তৈরি মসজিদ দেখতে দুপুরের পর থেকেই ভিড় জমে।

বৃহস্পতিবার সকালে ঝালকাঠির রাজাপুর ও ভোলা সদর উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজাপুর উপজেলা খাদ্যগুদাম এলাকায় মসজিদের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর সদর ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মজিবর মৃধাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সরকারদলীয় নেতা-কর্মী এবং সাধারণ মুসল্লিরা।

‘পার্কের মতো মসজিদ বানাইছে সরকার’


মসজিদ দেখতে এসে বাগড়ি বাজারের মুদি ব্যবসায়ী কাঞ্চন সিকদার বলেন, ‘পার্কের মতো মসজিদ বানাইছে সরকার। অনেক সুন্দর পরিবেশ।’

মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা বলেন, ‘লাইটিং, সাউন্ড সিস্টেম, সিসিটিভি ক্যামেরা, দেয়ালে নকশা- সব মিলিয়ে অসাধারণ। মসজিদের ভেতরে ঢুকলে মনে হয় বিদেশের কোনো মসজিদে আছি।’

কারি মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘মুসল্লিরা যেখানে প্রতি ওয়াক্তে নামাজের জন্য মসজিদে আসেন, ঠিক সেভাবে কিশোর-যুবকরা মসজিদ কম্পাউন্ডে আসবে। মসজিদের সৌন্দর্য দেখতে এসেও নামাজি হবে অনেকে। শেখ হাসিনা সরকারকে মন থেকে দোয়া দিলাম এমন একটা মসজিদ বানানোর জন্য।’

ঝালকাঠি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোক্তার হোসেন বলেন, সরকার সারা দেশে মডেল মসজিদ নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

ভোলার ব্যাংকের হাট মডেল মসজিদ উদ্বোধনের পর এলাকার মানুষ মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এরই মধ্যে দূরদূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়তে ও দেখার জন্য মসজিদে ছুটে আসছেন। সাধারণ মানুষের মাঝে দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে।

ভোলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরীফ উদ্দিন আহমেদ বলেন, শুধু নামাজ আদায় নয়, আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে এই মডেল মসজিদে। এই মডেল মসজিদে নারী ও পুরুষের আলাদা অজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের আলাদা ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা, পবিত্র কোরআন হেফজখানা, শিশু ও গণশিক্ষার ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণ, ইমামের প্রশিক্ষণসহ ১৩ ধরনের বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে।

‘পার্কের মতো মসজিদ বানাইছে সরকার’

ভোলা জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন বলেন, ভোলায় মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার হওয়ায় এই অঞ্চলের মানুষের অনেক উপকার হবে। এখান থেকে সঠিকভাবে ইসলাম শিক্ষা যেমন পাবে, তেমনি ইসলাম প্রসার লাভ করবে। ধর্মীয় মূল্যবোধ বাড়বে। এমনিতেই মসজিদগুলো অবহেলিত। যখন সরকার এই সেন্টার থেকে সবকিছু পরিচালনা করবে, তখন সবাই একটি সঠিক বার্তার ওপরে থাকবে।

মসজিদ দেখতে আসা মসলেউদ্দিন ও কামাল জানান, মক্কা-মদিনায় অনেকেই অর্থের অভাবে যেতে পারেন না। তারা এই মসজিদে এসে অনেক আনন্দিত। কারণ এখানকার সৌন্দর্য দেখে স্থানীয়রা খুশি। এখন সবাই এসে দল বেঁধে নামাজ আদায় করেন। এখানে মুসিল্লারা এসে আরও বেশি ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবেন। এখানে বড় বড় আলেম এলে তাদের থেকেও এই অঞ্চলের মানুষ অনেক জ্ঞান অর্জন করে ইসলামকে আরও বেশি করে ছড়িয়ে দেবে।

উদ্বোধন হলেও শেষ হয়নি কাজ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লাগোয়া ৪০ শতক জায়গার ওপর তিনতলাবিশিষ্ট মসজিদের আয়তন ১ হাজার ৬৮০ দশমিক ১৪ বর্গমিটার।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তবে উদ্বোধন হলেও এখন পর্যন্ত মসজিদের নির্মাণকাজ শেষ হয়নি। পুরো কাজ শেষ করতে আরও সপ্তাহ তিনেক লাগবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ।

আর উপজেলা প্রশাসন বলছে, গণপূর্ত থেকে এখনও মসজিদটি হস্তান্তর না করায় ইমাম নিয়োগসহ মসজিদের আনুষঙ্গিক কার্যক্রম শুরু হয়নি।

‘পার্কের মতো মসজিদ বানাইছে সরকার’


জেলা গণপূর্ত অফিসের সহকারী প্রকৌশলী মো. ইকবাল শিকদার বলেন, ‘প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে তাড়াহুড়ো করে কিছু কাজ করা হয়েছে। এসব কাজে কোনো ত্রুটি-বিচ্যুতি আছে কি না, তা এখন পরীক্ষা করা হবে।

‘ত্রুটি থাকলে সারিয়ে নেয়া হবে। এসব কাজে আরও সপ্তাহ তিনেক লাগতে পারে। মাসখানেকের মধ্যে আমরা মসজিদটি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করতে পারব বলে আশা রাখি।’

তিনি বলেন, এই মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৭৫ লাখ টাকা। তবে পুরো কাজ শেষে কত টাকা ব্যয় হয়েছে তা বোঝা যাবে।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হক বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী মসজিদটি উদ্বোধন করলেও গণপূর্ত থেকে এটি এখনও আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। ফলে এখনও ইমাম-মুয়াজ্জিন নিয়োগসহ আনুষঙ্গিক কার্যক্রম শুরু হয়নি। তবে আজকে বিকেল থেকেই আমরা এখানে নামাজ পড়ব। উপস্থিত মুসল্লিদের মধ্যেই একজন ইমামতি করবেন।’

এর মধ্য দিয়ে ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য প্রচারের পাশাপাশি সন্ত্রাস, নারীর প্রতি সহিংসতা রোধ এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকার সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়। প্রাথমিক অবস্থায় সৌদি সরকার এতে সহায়তার প্রতিশ্রুতি দিলেও পরে তারা সরে যায়।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, আরব বিশ্বের মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টারের আদলে এসব মসজিদ নির্মাণ করা হচ্ছে। আধুনিক সব সুযোগ-সুবিধাসংবলিত সুবিশাল এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক ভবনে নারী ও পুরুষের আলাদা অজু ও নামাজ আদায়ের সুবিধা থাকবে। থাকবে লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, কোরআন হিফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন।

সিলেট বিভাগে মোট ৪৩টি মসজিদ নির্মাণ করা হবে বলে জানা গেছে।

প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ভোলা প্রতিনিধি আদিল তপু, ঝালকাঠি প্রতিনিধি হাসনাইন তালুকদার দিবস

আরও পড়ুন:
৫০ মডেল মসজিদ উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর অপেক্ষায় ৫০ মডেল মসজিদ
মার্চেই উদ্বোধন হচ্ছে ৫০ মডেল মসজিদ

মন্তব্য

আরও পড়ুন

সারা দেশ
Chittagong shoe factory fire under control after two hours

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় শুক্রবার বিকেলে রংদা ইন্টারন্যাশনাল নামের একটি কারখানায় আগুন লাগে। ছবি: সংগৃহীত
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। অবশেষে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় একটি বহুজাতিক কোম্পানির জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। অবশেষে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, বায়েজিদ বোস্তামি এলাকায় টেক্সটাইল মোড়ের রংদা ইন্টারন্যাশনাল নামের একটি কারখানায় জুতার সোল তৈরি করা হয়। এটি চীনের একটি বহুজাতিক কোম্পানির মালিকানাধীন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণে দ্রুত কাজ শুরু করে।

আরও পড়ুন:
গাজীপুরে কলোনিতে আগুন, ৩৮ ঘর ভস্মীভূত
১৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সুপার বোর্ড কারখানার আগুন
৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সুপার বোর্ড কারখানার আগুন
মহাখালীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
মহাখালীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

মন্তব্য

সারা দেশ
Pirates are bringing food to sailors from outside

জিম্মি নাবিকদের বাইরে থেকে খাবার এনে দিচ্ছে জলদস্যুরা

জিম্মি নাবিকদের বাইরে থেকে খাবার এনে দিচ্ছে জলদস্যুরা ছবি: সংগৃহীত
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, ‘জাহাজ জিম্মি করলে জলদস্যুরা সাধারণত খাবার সরবরাহ করে। তবে সুপেয় পানি নিয়ে সমস্যা হয়। সেক্ষেত্রে রেশনিং করে পরিস্থিতি সামাল দিতে হয়।’

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ থাকা খাবার কমে আসছে। এ কারণে জলদস্যুরা বাইরে থেকে জাহাজে খাবার নিয়ে আসা শুরু করেছে। ফলে খাবার নিয়ে তেমন সমস্যা না হলেও বিশুদ্ধ পানির সমস্যা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে কেএসআরএম সূত্র জানিয়েছে, দস্যুদের সঙ্গে সমঝোতার বিষয়টিও এগিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ২৩ নাবিক ও জাহাজ উদ্ধারে করণীয় সবকিছুই করা হচ্ছে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘সাধারণত জাহাজে দুই ধরনের খাবার থাকে। এগুলো হচ্ছে, হিমায়িত খাবার ও শুকনো খাবার। যাত্রাপথের সময় অনুযায়ী জাহাজে খাবার মজুত রাখা হয়। তবে শুকনো খাবার অনেক দিনের জন্য মজুত থাকে।’

তিনি বলেন, ‘জাহাজ জিম্মি করলে জলদস্যুরা সাধারণত খাবার সরবরাহ করে। তবে সুপেয় পানি নিয়ে সমস্যা হয়। সেক্ষেত্রে রেশনিং করে পরিস্থিতি সামাল দিতে হয়।’

তিনি আরও জানান, জলদস্যুরা সম্প্রতি জাহাজের বাইরে থেকে খাবার আনছে- এরকম খবর তারা পেয়েছেন।

জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘খাবার এখনও শেষ হয়নি, তবে কমে আসছে। জলদস্যুরা তাদের নিজেদের জন্য বাইরে থেকে খাবার এনেছে বলে আমরা জেনেছি।’

তিনি বলেন, ‘আটক জাহাজ এবং জিম্মি ২৩ নাবিককে দ্রুত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

‘এমভি আবদুল্লাহকে জিম্মি করার সময় জাহাজটিতে নাবিকদের জন্য ২৫ দিনের খাবার ও ২০০ টন বিশুদ্ধ পানি ছিল। এই পানি দিয়ে এক মাস পর্যন্ত চালানো যাবে বলে তখন নাবিকরা জানিয়েছিলেন। তারা বলেছিলেন, তবে রেশনিং করলে অনেক দিন চালানো যাবে। পানি বাঁচাতে এখন শুধু রান্না ও খাবারের জন্য বিশুদ্ধ পানি ব্যবহার করছেন তারা।’

১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ জন বাংলাদেশি নাবিকসহ এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালি দস্যুরা। পরে তারা জাহাজটিকে সোমালিয়া উপকূলের কাছে নিয়ে যায়। চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানাধীন জাহাজটি বর্তমানে সোমালিয়ার গদভজিরান জেলার জিফল উপকূল থেকে দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করে আছে।

প্রায় ১৩ বছর আগে ২০১০ সালের ৫ ডিসেম্বর এমভি জাহান মণি নামের একই গ্রুপের মালিকানাধীন একটি জাহাজ জিম্মি করেছিল সোমালি জলদস্যুরা। জাহাজটি ১০০ দিন পর সব নাবিকসহ উদ্ধার করা হয়েছিল।

অপরদিকে, জলদস্যুদের কবল থেকে জিম্মি ২৩ নাবিককে উদ্ধার ও জাহাজ এমভি আবদুল্লাহ ফেরত আনার বিষয়ে আলোচনা অনেকদূর এগিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদও।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা যোগাযোগের মধ্যে আছি। আমাদের উদ্দেশ্য হলো, নাবিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করা। একইসঙ্গে জিম্মি জাহাজটি উদ্ধার করাও আমাদের উদ্দেশ্য। শুধু এতটুকু বলতে চাই, আমরা অনেক দূর এগিয়েছি।’

জাহাজে খাবার সংকটের বিষয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘অতীতে যখন জাহাজ অপহরণ হয়েছে, কখনও খাবারের সংকট হয়নি। তিন বছর ছিল, তখনও হয়নি; ১০০ দিন ছিল, তখনও হয়নি। আশা করি, এক্ষেত্রেও হবে না।’

আরও পড়ুন:
জিম্মি নাবিকদের সঙ্গে স্বজনের যোগাযোগ, আলোচনা চলছে
এমভি আবদুল্লাহর কাছাকাছি ইইউর যুদ্ধজাহাজ, অভিযানে ‘না’ মালিকপক্ষের
সোমালি দস্যুদের সঙ্গে যোগাযোগ হয়েছে জাহাজের মালিকপক্ষের
জিম্মি এমভি আব্দুল্লাহতে যেকোনো সময় বিস্ফোরণের শঙ্কা
জলদস্যুদের নতুন দল ‘এমভি আব্দুল্লাহ’র নিয়ন্ত্রণ নিয়েছে

মন্তব্য

সারা দেশ
Son binds father to burial for land in Nilphamari

কবরে শুয়ে বাবার দাফনে ছেলের বাঁধা

কবরে শুয়ে বাবার দাফনে ছেলের বাঁধা ছবি: নিউজবাংলা
মজিবুর রহমানের মৃত্যু হয় শুক্রবার দিবাগত রাতে। জমি রেজিস্ট্রির করার আগে বাবার মৃত্যুবরণ হওয়ায় ছেলে নওশাদ আলী বাবার দাফনে বাঁধা দেয়।

নীলফামারীতে জমির জন্য বাবাকে দাফন করতে বাঁধা দিয়েছে ছেলে। বাবার কবরে ছেলে নিজে শুয়ে কবর দিতে বাধা প্রদান করে। পরে পুলিশের হস্তক্ষেপে দাফনকার্য সম্পন্ন হয়।

শুক্রবার নীলফামারী সদর উপজেলার চাপড়া ইউনিয়নের যাদুরহাট বাটুল টারিতে এই ঘটনা ঘটে।

ওই এলাকার বাবা মজিবুর রহমানের মৃত্যু হয় শুক্রবার দিবাগত রাতে। জমি রেজিস্ট্রির করার আগে বাবার মৃত্যুবরণ হওয়ায় ছেলে নওশাদ আলী বাবার দাফনে বাঁধা দেয়।

স্থানীয়রা জানান, 'মৃত মুজিবুর রহমানের দুই স্ত্রী রয়েছে। মৃত্যুর আগে দ্বিতীয় স্ত্রীকে ২ শতাংশ ও ছোট ছেলেকে ৫ শতাংশ জমি লিখে দেন তিনি। প্রথম স্ত্রীর তিন ছেলের মধ্যে ওয়াজেদ আলী, খয়রাত আলী ও নওশাদ আলীকে মৌখিকভাবে ৩ শতাংশ জমি প্রদান করেন বাবা মজিবুর রহমান। কিন্তু মৃত্যুর আগে তিন ছেলেকে দেওয়া জমি রেজিস্ট্রি করে না দেয়ায় কবরে শুয়ে পড়ে বাবাকে কবর দিতে বাধা প্রদান করে ছেলে নওশাদ আলী।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাপড়া ইউনিয়নের পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মাহাবুল ইসলাম বলেন, 'জমি লিখে না দেয়ায় বাবাকে কবর দিতে বাধা প্রদানের ঘটনাটি আসলেই দুঃখজনক। পুলিশের হস্তক্ষেপে তার দাফনকার্যে সম্পন্ন হয়েছে।'

আরও পড়ুন:
সিরাজগঞ্জে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দাফন
ফাঁসির মরদেহ দাফনে সমাজপতিদের বাধা
রাষ্ট্রীয় মর্যাদায় ফায়ার ফাইটার রানার বিদায়

মন্তব্য

সারা দেশ
Driver killed in Mahendra Khad carrying cargo

সাজেকে পণ্যবাহী মাহেন্দ্র খাদে, চালক নিহত

সাজেকে পণ্যবাহী মাহেন্দ্র খাদে, চালক নিহত ছবি: নিউজবাংলা
গাড়িটি নিয়ন্ত্রণ হারালে প্রাণ কোম্পানির ২ প্রতিনিধি লাফ দিয়ে নেমে গেলেও রক্ষা হয়নি চালকের। অন্তত ১৫০ ফুট পাহাড়ের নিচে পড়ে গাছের সঙ্গে আটকে যায় গাড়িটি। এতে মাথা ফেটে মগজ বের হয়ে ঘটনাস্থলেই নিহত হন চাঁন মিয়া।

রাঙামাটির সাজেক উপত্যকায় পণ্য পরিবহনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে এক মাহেন্দ্র চালক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে সাজেকের কংলাক পাহাড়ে যাওয়ার সময় প্রাণ কোম্পানির পণ্যবাহী মাহেন্দ্রটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩৫ বছর বয়সী চাঁন মিয়া দীঘিনালা উপজেলার উত্তর রশিক নগর এলাকার তৈয়ব আলীর ছেলে।

জানা যায়, গাড়িটি নিয়ন্ত্রণ হারালে প্রাণ কোম্পানির ২ প্রতিনিধি লাফ দিয়ে নেমে গেলেও রক্ষা হয়নি চালকের। অন্তত ১৫০ ফুট পাহাড়ের নিচে পড়ে গাছের সঙ্গে আটকে যায় গাড়িটি। এতে মাথা ফেটে মগজ বের হয়ে ঘটনাস্থলেই নিহত হন চাঁন মিয়া।

সাজেক থানার ওসি আবুল হাসান খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য

সারা দেশ
After the jellyfish two dead turtles floated into the water

জেলিফিশের পর কুয়াকাটায় ভেসে এলো দুটি মৃত কচ্ছপ

জেলিফিশের পর কুয়াকাটায় ভেসে এলো দুটি মৃত কচ্ছপ ছবি: নিউজবাংলা
ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘মূলত কদিন ধরে সমুদ্রে জেলিফিশের আধিক্য বেড়ে যাওয়ার কারণে কচ্ছপ দুটি তীরে আসতে পারে। কারণ এই কচ্ছপগুলো জেলিফিশ খেতে পছন্দ করে।’

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গত এক মাসেরও বেশি সময় ধরে হাজার হাজার মৃত জেলিফিশের পর এবার ভেসে এলো দুটি মৃত কচ্ছপ। এদের একটির ওজন প্রায় ৪০ কেজি, অন্যটির ৩৫ কেজি।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্টের পশ্চিম দিকে কচ্ছপ দুটিকে দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু। পরবর্তীতে সেগুলোকে মাটিচাপা দেয়া হয় বলে নিশ্চিত করেন তিনি।

বাচ্চুর ধারণা, ডিম ছাড়তে কচ্ছপগুলো উপকুলে এসেছিল। তবে শক্ত কোনো কিছুর সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে এগুলো মারা গিয়েছে।

কচ্ছপ দুটির মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির এ সদস্য।

এ বিষয়ে ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘মূলত কদিন ধরে সমুদ্রে জেলিফিশের আধিক্য বেড়ে যাওয়ার কারণে কচ্ছপ দুটি তীরে আসতে পারে। কারণ এই কচ্ছপগুলো জেলিফিশ খেতে পছন্দ করে।’

তিনি জানান, যে দুটি কচ্ছপ এসেছে, এদের বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিস ওলিভেসিয়া (Lepidochelys Olivacea)। এরা সাধারণত ৫০ বছরের বেশি বেঁচে থাকে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, ‘একটি কচ্ছপের লেজে আঘাতের চিহ্ন ছিল এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। সম্ভবত, কোনো কিছুর সঙ্গে আটকে তাদের মৃত্যু হয়েছে।’

তিনি জানান, এর আগে ২০২৩ সালের মাঝামাঝি বেশকিছু কচ্ছপের দেখা মিলছিল এই সৈকতে। তবে ২০২৪ সালে এই প্রথম মৃত কচ্ছপ এসেছে কুয়াকাটায়। এসব সামুদ্রিক প্রাণীর মৃত্যু সমুদ্রের পরিবেশের জন্য হুমকিস্বরূপ বলে জানান রাজু।

কলাপাড়া উপজেলার বনবিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ নিউজবাংলাকে বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে দ্রুত চলে আসি। মৃত কচ্ছপ থেকে দূর্গন্ধ ছড়ানোর কারণে তাৎক্ষণিক সেগুলোকে মাটিচাপা দেয়ার ব্যবস্থা করেছি।’

প্রসঙ্গত, গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে কুয়াকাটা সৈকতজুড়ে হাজার হাজার মৃত জেলিফিশের কারণে পর্যটকসহ জেলেদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত এক যুগের তুলনায় এ বছর অস্বাভাবিক হারে মৃত জেলিফিশ সৈকতে ভেসে আসছে।

কেন প্রতি বছর ঠিক এই সময়টাতেই সৈকতে মৃত জেলিফিশের আবির্ভাব ঘটে, সেটি নিয়ে বিভিন্ন দপ্তর গবেষণা করলেও আজ অবধি এর সদুত্তর মেলেনি।

আরও পড়ুন:
সৈকতে এ সময়টাতেই কেন জেলি ফিশের বিচরণ
সৈকতে ভেসে এল ইরাবতী ডলফিনের মরদেহ
সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

মন্তব্য

সারা দেশ
Chhatra League leader Shakil arrested in case of torture while detained in Libya

লিবিয়ায় আটকে রেখে নির্যাতনের ঘটনায় মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লিবিয়ায় আটকে রেখে নির্যাতনের ঘটনায় মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার লিবিয়ায় নিয়ে আটকে রেখে নির্যাতনের মামলায় আসামি শাকিলকে শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ। ছবি: নিউজবাংলা
থানার ওসি ফায়েজুর রহমান বলেন, ‘মুক্তিপণের দাবিতে লিবিয়ায় ভিকটিম শাকিলকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এ ঘটনায় শাকিলের বাবা বৃহস্পতিবার মানবপাচার দমন আইনে ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর শুক্রবার আসামি শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনেক তথ্য দিয়েছেন।’

ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় আটকে রেখে অমানবিক নির্যাতন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবির আলোচিত ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। মামলার পর মানবপাচার দলের প্রধান মুকুল ঠাকুরের মেয়ে-জামাতা ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম শাকিল হোসাইনকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া এসএম শাকিল হোসাইন উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের মৃত নওফেল মাতুব্বরের ছেলে। বর্তমানে তিনি সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। কয়েক মাস আগে তিনি বিয়ে করেন পার্শ্ববর্তী রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মুকুল ঠাকুর নামক এক ব্যক্তির মেয়েকে।

শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ওসি মোহাম্মাদ ফায়েজুর রহমান।

তিনি বলেন, ‘মুক্তিপণের দাবিতে লিবিয়ায় ভিকটিম শাকিলকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এ ঘটনায় শাকিলের বাবা টিটুল মিয়া প্রথমে মামলা করতে চাননি। অবশেষে বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে মানবপাচার দমন আইনে ৭ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।’

ওসি বলেন, ‘মামলার পর শুক্রবার সকালে আসামি শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার প্রধান আসামি মুকুল ঠাকুরের মেয়ে-জামাতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল অনেক তথ্য দিয়েছেন।’

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) মো. আছাদুজ্জামান বলেন, ‘লিবিয়ায় শাকিলের ওপর নির্মম নির্যাতন ও মুক্তিপণের বিষয়টি প্রথম থেকেই আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছি। এ ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ভিকটিমকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, অভাবের সংসারে পরিবারের মুখে একটু হাসি ফোটাতে লেখাপড়া বাদ দিয়ে চার মাস আগে প্রতিবেশী মুকুল ঠাকুর নামের এক দালালের মাধ্যমে ১২ লাখ টাকার বিনিময়ে ইতালির উদ্দেশ্য রওয়ানা হন শাকিল মিয়া। কিন্তু দালালরা তাকে ইতালির বদলে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে আটকে রেখে দালালরা আরও ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একইসঙ্গে শাকিলের ওপর চলতে থাকে নির্মম নির্যাতন।

আরও পড়ুন:
ধর্ষণ-মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ৩
মানব পাচার মামলায় দম্পতির ফাঁসি
ভারতে পাচারের জন্য চুরি করা হয় শিশুটিকে
সৌদি পাঠানোর কথা বলে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ৪
মালয়েশিয়ার কথা বলে সেন্টমার্টিনে ‘পাচার’, গ্রেপ্তার ৫

মন্তব্য

সারা দেশ
Nations liberation only if Awami League boycotts Indian products party Gayeshwar

আওয়ামী লীগ ভারতীয় পণ্য, দলটিকে বর্জন করলেই জাতির মুক্তি: গয়েশ্বর

আওয়ামী লীগ ভারতীয় পণ্য, দলটিকে বর্জন করলেই জাতির মুক্তি: গয়েশ্বর জাতীয় প্রেসক্লাবে শুক্রবার আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন, ‘আজকে সবাই পণ্য বর্জনের কথা বলছে। ভারতের সবচেয়ে বড় পণ্য হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। এই একটা পণ্য বর্জন করলেই তো জাতি মুক্ত হয়, সব পণ্য বর্জনের প্রয়োজন হয় না।’

আওয়ামী লীগকে ভারতীয় পণ্য উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এই দলকে বর্জন করলেই জাতির মুক্তি মিলবে। সব পণ্য বর্জনের প্রয়োজন হয় না।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। ‘মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ‘অন্তরে মম শহীদ জিয়া’ নামের একটি সংগঠন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে গয়েশ্বর রায় বলেন, ‘আপনি তো ভেজাল লাগালেন! বললেন, সারা বিশ্বের গণতান্ত্রিক দেশের লোক আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। ভারত পাশে না থাকলে ৭ জানুয়ারির নির্বাচন সম্পন্ন করতে পারতাম না।

‘এখানে কী বুঝব? আজকে সবাই পণ্য বর্জনের কথা বলছে। তাহলে ভারতের সবচেয়ে বড় পণ্য হচ্ছে আওয়ামী লীগ (সরকার), শেখ হাসিনা (প্রধানমন্ত্রী)। এই সরকারকে বর্জন তো করছেই, এটা ফেলে দিলেই শেষ। এই একটা পণ্য বর্জন করলেই তো জাতি মুক্ত হয়, সব পণ্য বর্জনের প্রয়োজন হয় না।’

বিএনপির এই নেতা বলেন, ‘চিকিৎসাসহ নানা কারণে প্রতিদিন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে দশ হাজার মানুষ পাসপোর্ট জমা দেন। গড়ে ৮’শ টাকা করে হলেও প্রতিদিন ৮০ কোটি টাকা লাগে এ জন্য। একটা মানুষের সীমান্ত অতিক্রম করতে প্রতিদিন খরচ গড়ে ৫ হাজার টাকা। আসার সময় আবার ৫০ হাজার টাকার বাজার করেও আনে।’

প্রশ্ন রেখে তিনি বলেন, ‘তাহলে পণ্য বর্জন কিসের? বাংলাদেশের মানুষ যদি বলে যে কাল থেকে ভারতে যাব না, তাহলে দিল্লি বলবে- শেখ হাসিনা তোমাকে রাখতে গেলে আমরা বাঁচতে পারব না।’

গয়েশ্বর রায় বলেন, ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা ও থিংকট্যাংক আগামী এক’শ বছর পর দেশের কী হবে তা নিয়ে হিসাব কষে। তারা দেশের মধ্যে মাতব্বরি করে না। আর আমাদের দেশের গোয়েন্দা সংস্থা আমাদের (বিরোধী দল) পেছনে লেগে আছে। তারা দেশের জন্য কাজ করতে পারে না।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

আরও পড়ুন:
বিদেশিদের স্বার্থ দেখা ছাড়া সরকারের বিকল্প পথ নেই: গয়েশ্বর
‘জনগণ ভোট দিতে পারলে সেলফির ভরসায় বাঁচতে পারবেন না’
ডিএজির যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া নিয়ে নিন্দার কিছু নেই: গয়েশ্বর
পুলিশ হামলা চালালে বলি, দরকার হলে আমাকে গুলি করো: গয়েশ্বর
‘এ যুদ্ধ জয় করলে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিতে হবে’

মন্তব্য

p
উপরে