× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য শিল্প ইভেন্ট উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন মানসিক স্বাস্থ্য অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ ইউরোপ ব্লকচেইন ভাষান্তর অন্যান্য ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

সারা দেশ
ফুটবল মাঠ কাঁপানো সেই মেয়েদের কাঁধে শ্বশুরবাড়ির জোয়াল
google_news print-icon

ফুটবল মাঠ কাঁপানো সেই মেয়েদের কাঁধে শ্বশুরবাড়ির জোয়াল

ফুটবল-মাঠ-কাঁপানো-সেই-মেয়েদের-কাঁধে-শ্বশুরবাড়ির-জোয়াল
প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশসেরা খুদে ফুটবলারের পুরস্কার নিচ্ছে স্মরলিকা। ছবি: নিউজবাংলা
স্বরলিকা নিউজবাংলাকে বলে, ‘ইচ্ছে ছিল জাতীয় দলে খেলার। কিন্তু এলাকার লোকজন নানা কথা বলত। বলত, মেয়েরা ফুটবল খেললে বিয়ে হবে না, ভালো ছেলে পাওয়া যাবে না।’

বছর তিনেক আগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের সাবেক ছিটমহল দীঘলটারী দক্ষিণ বাঁশজানী গ্রাম পরিচিতি পায় নারী ফুটবলাদের গ্রাম হিসেবে। গ্রামকে এই পরিচিতি এনে দেয় বাঁশজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদল মেয়ে।

২০১৮ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে তৃতীয় হয় দলটি। কাপ না জিতলেও কোয়ার্টার ফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচে হ্যাটট্রিক করে দেশসেরা খুদে ফুটবলার হয় বাঁশজানির স্বরলিকা পারভীন। তার হাতে সেদিন পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সদ্য বিলুপ্ত ছিটমহলে বাংলাদেশিদের পাওয়া প্রথম পুরস্কার স্বরলিকা।

সেই স্বরলিকার এখন ফুটবল মাঠ দাপিয়ে বেড়ানোর কথা থাকলেও স্বামীর সংসারের দায়িত্ব চেপেছে কাঁধে। হাইস্কুলের গণ্ডি না পেরোতেই বিয়ে হয় স্বরলিকার। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে এমন বিয়ের কারণে নিবন্ধনও (রেজিস্ট্রি) করেনি পরিবার। ধর্মীয় রীতিতে ৫ মার্চ মোটর মেকানিক কামরুল ইসলামের সঙ্গে বিয়ে হয় তার।

ফুটবল মাঠ কাঁপানো সেই মেয়েদের কাঁধে শ্বশুরবাড়ির জোয়াল
ফুটবলের মাঠ দাপিয়ে বেড়ানো স্বরলিকা এখন গৃহবধূ। ছবি: নিউজবাংলা

স্বরলিকার মতো তার দলের সাত ফুটবলারও এখন গৃহবধূ। তাদের পরিবারের দাবি, বাল্যবিয়ে দেয়ার পেছনে সবচেয়ে বড় কারণ দারিদ্র্য। সংসারের খরচ কমাতে তারা মেয়েশিশুদের বিয়ে দিয়ে দিচ্ছেন।

স্বরলিকা নিউজবাংলাকে বলে, ‘ইচ্ছে ছিল জাতীয় দলে খেলার। কিন্তু এলাকার লোকজন নানা কথা বলত। বলত, মেয়েরা ফুটবল খেললে বিয়ে হবে না, ভালো ছেলে পাওয়া যাবে না।’

স্বরলিকার বাবা শহিদুল ইসলাম বলেন, কৃষিকাজ করে পাঁচজনের সংসার চালান তিনি।

‘সীমান্ত এলাকা, এডে কোনো কামকাইজ নাই। করোনার জন্য অভাব আরও বেশি হইছে। ভালো ঘর পাইছি। ডিমান্ড ছাড়াই বিয়া দিছি মেয়ের।’

স্বরলিকাদের ফুটবল দলের আরেক ফুটবলার লিশামনির জন্য পাত্র খুঁজছে পরিবার।

ফুটবল মাঠ কাঁপানো সেই মেয়েদের কাঁধে শ্বশুরবাড়ির জোয়াল
প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়া এই ফুটবল দলের সাতজনের বাল্যবিয়ে হয়েছে। ছবি: নিউজবাংলা

লিশামনির মা আমিনা বেগম বলেন, ‘এই তিন বছর থাকি কেউ খোঁজ নেয়নি। স্কুল বন্ধ, পড়াশুনা নাই, মেয়েরা বসি থাকে। ভালো ছেলে পাইছে স্বরলিকার বিয়ে দিছে ওর বাপ-মা। আমিও ভালো ছেলে পাইলে আমার মেয়েকেও বিয়ে দেমো। হামারতো সামর্ত (সামর্থ্য) নাই যে, মেয়েকে পড়াশুনা করামো আর খেলোয়াড় বানামো।’

বাঁশজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দলটিকে প্রশিক্ষণ দেন আতিকুর রহমান খোকন।

আক্ষেপভরা কণ্ঠে নিউজবাংলাকে তিনি বলেন, ‘আমাদের অগোচরেই মেয়েদের বিয়ে দিচ্ছে তাদের পরিবার। এখন তাদের খেলার মাঠে থাকার কথা। অথচ অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে সংসারের হাল ধরতে হয়েছে। ওদের কারও মুখের দিকে তাকানো যায় না। কতগুলো সম্ভাবনা চোখের সামনেই শেষ।’

বাঁশজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার আলী বলেন, ‘করোনার সময় স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের খোঁজখবর তেমন নেয়া সম্ভব হয়নি। অনেকের বিয়ের খবর পরে জানতে পেরেছি। বিয়ের সময় জানতে পারলেও বিয়ে আটকানো যেত। আসলে বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের কিছু করার থাকে না।’

ফুটবল মাঠ কাঁপানো সেই মেয়েদের কাঁধে শ্বশুরবাড়ির জোয়াল
মেডেলগুলোর মতোই এখন বাক্সবন্দি স্বরলিকার ফুটবলার হওয়ার স্বপ্ন। ছবি: নিউজাবাংলা

জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্তঘেঁষা বাগবান্ধা গ্রামেও ঘটছে এমন বাল্যবিয়ের ঘটনা।

গ্রামের এক বাড়িতে পাওয়া গেল ১৩ বছরের রূপালী খাতুনকে। শ্বশুরবাড়ির মাটির চুলোয় মাছ ভাজতে ভাজতে সে কথা বলে নিউজবাংলার সঙ্গে।

রূপালী জানায়, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় গেল ডিসেম্বরে বিয়ে হয়েছে। তার স্বামী বাসের হেলপার।

দিনমজুর হেলাল উদ্দিনের মেজো মেয়ে রূপালী। তার বড় বোন সোনালীর বিয়ে হয় ১২ বছর বয়সে।

সদর ইউনিয়নের চাকতাবাড়ি গ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কের পাশে সরকারি একটি আশ্রয়কেন্দ্রে বসবাস করেন তাদের বাবা-মা ও আরও পাঁচ ভাইবোন।

রূপালী বলে, ‘আমার বাবা-মায়ের থাকার জমি নেই। অভাবে পড়েই বিয়ে দিছে। স্কুলও বন্ধ। খাবারের সমস্যা। এ জন্যই বিয়ে দিছে।’

ফুটবল মাঠ কাঁপানো সেই মেয়েদের কাঁধে শ্বশুরবাড়ির জোয়াল
কুড়িগ্রামে করোনাকালে বেড়েছে বাল্যবিয়ে। ছবি: নিউজবাংলা


রূপালীর বাবা হেলালকে পাওয়া গেল ওই আশ্রয়কেন্দ্রে। তিনি বলেন, ‘কাজকর্ম নাই। মেয়েকে যত বড় করমো, ততই ডিমান্ড বাড়বে। এখন স্কুলও বন্ধ। অভাবের মধ্যে খরচ বেশি হয়। সে জন্য মেয়েকে কম বয়সেই বিয়ে দিয়েছি। যৌতুক ৩০ হাজার টাকার মধ্যে নগদে ১৫ হাজার টাকা দিয়া বেটি পার করছি। বাকি টাকা আস্তে আস্তে দেমো।’

প্রশাসনের নজর এড়িয়ে এসব বাল্যবিয়ে কীভাবে হচ্ছে, জানতে চাইলে স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, পরিবারগুলো তথ্য গোপন করে অন্য উপজেলায় গিয়ে বিয়ে দেয়। ভুয়া জন্মসনদ বানিয়ে নেয় অনেকে। এ জন্য পরে বিপদেও পড়তে হয়। কোনো কারণে বিয়েবিচ্ছেদ করতে হলে কাগজপত্রের অভাবে আইনি পদক্ষেপ নিতে পারে না অভিভাবকরা।

রৌমারীর যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী নিউজবাংলাকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কয়েক মাসে বাল্যবিয়ে বেড়েছে। লুকিয়ে অন্য উপজেলায় নিয়ে বিয়ে দেয়া হচ্ছে। আবার দেখা যায়, শুধু হুজুর ডেকেই কলেমা পড়িয়ে বিয়ে দেয়া হচ্ছে।

ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরফান আলী মনে করছেন সীমান্তবর্তী এই এলাকার বাসিন্দাদের অর্থনৈতিক সচ্ছলতা বাড়ানো গেলে বাল্যবিয়ে কমে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মাও বললেন, বেশির ভাগ ক্ষেত্রেই বিয়ে হওয়ার পর তারা খবর পান না। বিয়ের সাক্ষী বা প্রমাণ পাওয়া যায় না বলে আইনি ব্যবস্থাও নেয়া যায় না।

ভূরুঙ্গামারী উপজেলার বাল্যবিয়ে ঠেকাতে কড়া নজর রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

ফুটবল মাঠ কাঁপানো সেই মেয়েদের কাঁধে শ্বশুরবাড়ির জোয়াল
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জরিপে উঠে আসে কুড়িগ্রামে বাল্যবিবাহের এই হিসাব। ছবি: নিউজবাংলা

বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কুড়িগ্রাম অফিসের হিসাবে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০-এর ডিসেম্বর পর্যন্ত কুড়িগ্রামে বাল্যবিয়ে হয়েছে ২ হাজার ৭৬১টি।

এর মধ্যে কুড়িগ্রাম সদরে ৬৪২টি, রাজারহাটে ৭২টি, উলিপুরে ২২৫টি, চিলমারীতে ১৩৮টি, রৌমারীতে ৮০টি, রাজিবপুরে ৪৭টি, নাগেশ্বরীতে ১০৭৮টি, ফুলবাড়ীতে ২৮২টি ও ভূরুঙ্গামারীতে ১৯৭টি বাল্যবিয়ে হয়। এর মধ্যে ১ হাজার ৪৭টি বিয়ে ঠেকানো গেছে প্রশাসনের হস্তক্ষেপে।

সংস্থাটির কুড়িগ্রাম কার্যালয়ের ‘বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস’ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম চৌধুরী জানান, করোনা পরিস্থিতিতে জরিপ ব্যাহত হওয়ায় জেলায় বাল্যবিয়ের সব হিসাব রাখা যায়নি। বাস্তবে আরও বেশি বাল্যবিবাহ হয়েছে।

করোনাকালে কুড়িগ্রামে বাল্যবিয়ে বাড়ার কথা স্বীকার করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনও।

কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনের এই সংসদ সদস্য নিউজবাংলাকে বলেন, ‘আর যাতে বাল্যবিয়ে না হয় সে জন্য ইউএনও ও চেয়ারম্যানরা সজাগ আছেন। আর কোনো বাল্যবিয়ে হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন:
হাতির পিঠে চড়ে বাল্যবিয়ে, পুলিশ আসার খবরে চম্পট 
রাতে বাল্যবিয়ের আয়োজন থামাল প্রশাসন
বাল্যবিয়ে: কাজির সহযোগী নারী গ্রেপ্তার
বিয়ে বাড়িতে হাজির ইউএনও, শিক্ষক বর জেলে
বাল্যবিয়ের চেষ্টা: কনের বোনের জরিমানা, বরের মামার জেল

মন্তব্য

আরও পড়ুন

সারা দেশ
A 20 member squad for the Under 20 Womens Clear Championship

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা

বাংলাদেশে আগামী ১১ জুলাই থেকে মাঠে গড়াবে নারীদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, চলবে ২১ জুলাই পর্যন্ত। ঘরের মাঠে আয়োজিত চার দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘোষিত দলে বেশিরভাগ খেলোয়াড়েরই জাতীয় দলে অভিষেক হয়েছে। তবে দলে এমন কিছু অভিজ্ঞ মুখও রয়েছেন, যারা জাতীয় দলের হয়ে ইতোমধ্যেই একাধিক ম্যাচ খেলেছেন।

এই টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আফঈদা খন্দকার প্রান্তি। চলতি বছর থেকেই তিনি জাতীয় দলেরও অধিনায়কত্ব করছেন।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রত্যেকটি ম্যাচই গড়াবে বসুন্ধরা স্পোর্টস অ্যারেনায়। বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ দল- স্বর্ণা রানি মণ্ডল, নবিরন খাতুন, জয়নব বিবি, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, রানি বাহাদুর, স্বপ্না রানি, ঐশী খাতুন, তৃষ্ণা রানি, মোছা. সাগরিকা, উমেলা মারমা, বালা মাহাতো, রুপা আক্তার, বন্না খাতুন, মুঙ্কি আখতার, কানম আক্তার, রুমা আক্তার, পুজা দাস, সিনহা জাহান, শান্তি মারদি, নাদিয়া আক্তার, মিলি আক্তার ও ফেরদৌসি আক্তার।

মন্তব্য

পাঁচ পা-ওয়ালা গরুর বাছুর দেখতে ভিড়

পাঁচ পা-ওয়ালা গরুর বাছুর দেখতে ভিড়

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় জন্ম নিয়েছে এক বিস্ময়কর আকৃতির গরুর বাছুর যার রয়েছে পাঁচটি পা! উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গারালিয়া পাড়া গ্রামের কৃষক মো. শাহিন মিয়ার বাড়িতে গত শনিবার (০৫ জুলাই) সন্ধ্যায় এ ব্যতিক্রমী বাছুরটির জন্ম হয়।

কৃষক শাহিন মিয়া জানান, তার গাভীটি স্বাভাবিকভাবেই বাছুর প্রসব করে। তবে কিছুক্ষণ পর তিনি দেখতে পান, বাছুরটির সামনের অংশে রয়েছে একটি অতিরিক্ত পা। বাছুরটি তিনটি পায়ের ওপর ভর দিয়ে স্বাভাবিকভাবেই চলাফেরা করছে, যা পরিবার ও এলাকাবাসীর জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে।

অদ্ভুত গঠনের এই বাছুরটিকে এক নজর দেখতে ইতোমধ্যে আশপাশের গ্রামের মানুষ ভিড় করছেন শাহিন মিয়ার বাড়িতে। কেউ কেউ মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। রুবেল মিয়া নামে একজন বলেন, এলাকায় এধরনের কোন ঘটনা আগে দেখি নাই, আমরা এই গরুর ঘটনা দেখে হতভম্ব।

দর্শনার্থীদের মধ্যে থাকা স্থানীয় বাসিন্দা মো. মুক্তার হোসেন বলেন, আমি জীবনে কখনও এমন কিছু দেখিনি। বিষয়টা একেবারেই অবিশ্বাস্য।

এ বিষয়ে গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোর্শেদ জানান, এটি সম্ভবত জেনেটিক মিউটেশনের ফল। যদিও ঘটনাটি অত্যন্ত বিরল, তবে যদি বাছুরটির অন্য কোনো শারীরিক জটিলতা না থাকে, তাহলে অতিরিক্ত পা তার স্বাভাবিক স্বাস্থ্যের বড় কোনো ক্ষতি করবে না।

টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.শহিদুল ইসলাম বলেন, এই গরুটির ক্ষেত্রে জেনেটিক মিউটেশনের ফল। তবে বাছুরটি স্বাভাবিক ভাবে বড় হলে কোন সমস্যা দেখা দিবেনা। এই ধরনের ঘটনা বিরল।

মন্তব্য

সারা দেশ
It costs Tk 2 lakh to pay a bouquet of flowers in the deep night

গভীর রাতে ঋতুপর্ণাদের ফুলের তোড়া দিতে ২০ লাখ টাকা খরচ

গভীর রাতে ঋতুপর্ণাদের ফুলের তোড়া দিতে ২০ লাখ টাকা খরচ

মিয়ানমারের মাটিতে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরেছেন নারী ফুটবলাররা। ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। এই ইতিহাস সারা জীবন গৌরব করার মতো। মিয়ানমার থেকে বাংলাদেশ নারী ফুটবল দল গত শনিবার গভীর রাতে ঢাকায় ফিরে। ওই রাতেই আড়াটায় হাতিরঝিলে এম্পিথিয়েটারে নিয়ে গিয়ে সংবর্ধনা দিয়েছে বাফুফে।

সবার ধারণা ছিল, বাফুফে নারী ফুটবলারদের জন্য সারপ্রাইজ রেখেছে। টানা তিনটা কঠিন ম্যাচ খেলেছেন ফুটবলাররা, ক্লান্ত ছিলেন তারা। তার ওপর ভ্রমণ ক্লান্তি খেলোয়াড়দের চেপে ধরেছিল। কিন্তু খেলোয়াড়দের মনের মধ্যে একটা আশা তৈরি হয়েছিল-বাফুফে বড় কোনো ঘোষণা দেবে। কিন্তু তা না করে একটা ফুলের তোড়া তুলে দিয়েছে। খেলোয়াড়রা হতাশ হয়েছেন।

প্রকাশ না করলেও তারা নানাভাবে ইনিয়ে বিনিয়ে বলেই দিয়েছেন ‘একটা ফুলের তোড়া দেওয়ার জন্য রাতের ঘুমটা নষ্ট না করলে কী হতো। ফুলের তোড়া বাফুফে ভবনেও দেওয়া যেত। আমরা শুনেছিলাম আমাদের সারপ্রাইজ দেবে। আমরা সারপ্রাইজ হয়েছি ফুলের তোড়া পেয়ে। বাফুফে আমাদের কিছু দিতে চায়; সেটিও ঘোষণা করেনি। তাহলে এত রাতে আমাদের খালপাড়ে (হাতিরঝিল) নেওয়ার দরকার কী ছিল।’

ঢাকায় ফিরে খেলোয়াড়রা বিভিন্ন বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে আফসোসের কথা প্রকাশ করেছেন। হতাশ হয়েছেন। কবে দেবে তার কোনো ঠিক নেই। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর ৯ মাস পেরিয়ে গেলেও বাফুফের ঘোষিত দেড় কোটি টাকা আজও পায়নি। বাফুফে ঘোষণা দিয়েছিল তারা নিজেরা পুরস্কার দেবে। হয়নি। এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করার পর সময় নিয়ে, পরিকল্পনা করে সংবর্ধনা দেওয়া যেত। সরকারের সঙ্গে কথা বলে বড় পরিসরে সংবর্ধনার আয়োজন করা যেত। তা না করে তড়িঘড়ি করে সংবর্ধনার আয়োজন। ফুটবলারদের ঢাকায় ১ ঘণ্টার মধ্যে সংবর্ধনা দেওয়া কতটা জরুরি ছিল। একটা ফুলের তোড়া তুলে দিতে গিয়ে বাফুফেকে এখন ২০ লাখ টাকা গুনতে হচ্ছে বলে বাফুফে সূত্রে জানা গেছে। বাফুফের একটি সূত্রের দাবি, হাইভোল্টেজ এবং কে-স্পোর্টস নামের প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিল বাফুফে। ২০ লাখ টাকার বিল পেয়ে বাফুফে চুপ মেরে যায়। পরশু বেতন দেওয়া হয়েছে ফুটবলারদের।

মন্তব্য

সারা দেশ
The new record of the pair Messi Macharano said the best in history

জোড়া গোলে নতুন রেকর্ড মেসির, মাচেরানো বললেন, ইতিহাসেই সেরা

জোড়া গোলে নতুন রেকর্ড মেসির, মাচেরানো বললেন, ইতিহাসেই সেরা

এমএলএসে দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। টানা চার ম্যাচে করলেন দুটি করে গোল। তার জোড়া গোলে জিতেছে ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারে (এমএলএস) সেরা ছন্দে আছেন লিওনেল মেসি। সর্বশেষ তিন ম্যাচে জোড়া গোলের পর নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষেও জোড়া গোল করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ইন্টার মায়ামির ২-১ গোলে জয়ের এই ম্যাচে রেকর্ডও গড়েছেন মেসি।

এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করলেন মেসি। গত মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে শুরু হয় মেসির গোলের এই যাত্রা। এরপর কলম্বাস, আবার মন্ট্রিয়ল এবং সর্বশেষ নিউ ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করলেন। তাতে লিগে টানা পাঁচ ম্যাচে অপরাজিত মেসির দল। জয় চারটিতে, ড্র একটি।

মন্ট্রিয়ল ও কলম্বাসের বিপক্ষে ম্যাচের পর মেসিরা ক্লাব বিশ্বকাপে অংশ নেন। যেখানে মেসি চার ম্যাচে একটি গোল করলেও পিএসজির বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় তার দল ইন্টার মায়ামি।

এমএলএসে মেসির গোল সংখ্যা ১৫ ম্যাচে ১৪টি। গোলদাতাদের তালিকায় দ্বিতীয় মেসি ন্যাশভিলের স্যাম সারিজের চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে। যদিও সারিজ মেসির চেয়ে ৬ ম্যাচ বেশি খেলেছেন। দুটি গোলই করেছেন ম্যাচের প্রথমার্ধে। জিলেট স্টেডিয়ামে ম্যাচের ২৭তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বাঁপায়ের শটে প্রথম গোলটি করেন। এরপর ৩৮তম মিনিটে সের্হিও বুসকেটসের লম্বা পাস ধরে দারুণ এক শটে নিজের দ্বিতীয় গোলটি পেয়েছেন।

ইন্টার মায়ামির অভিজ্ঞ গোলরক্ষক অস্কার উস্তারিও এদিন জয়ে বড় ভূমিকা রেখেছেন। ৬টি গুরুত্বপূর্ণ সেভ করেছেন এই গোলরক্ষক। তবে নিউ ইংল্যান্ডের স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস গিল ৭৯তম মিনিটে একটি গোল শোধ করেন।

এই জয়ে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থান থেকে পঞ্চম স্থানে ওঠে এসেছে। তাদের পয়েন্ট ৩৫, শীর্ষে থাকা সিনসিনাটির চেয়ে ৭ পয়েন্ট কম। তবে মায়ামি তাদের চেয়ে তিন ম্যাচ কম খেলেছে।

ম্যাচ জেতানো ৩৮ বছর বয়সি মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ হাভিয়ের মাচেরানো। ম্যাচ শেষে বলেছেন, ‘আমি সব সময়ই বলি, লিওনেল (মেসি) বিশেষ খেলোয়াড়। আমার দৃষ্টিতে ফুটবলের ইতিহাসেই সেরা। এই বয়সেও ও যেভাবে খেলছে, সেটা অবিশ্বাস্য। অনেক বছর আগে যা কল্পনাও করা যেত না, আজ সে মাঠে সেটা করে দেখাচ্ছে। আমরা ভাগ্যবান, মেসিকে আমাদের দলে পেয়েছি।’

মন্তব্য

সারা দেশ
Sanjidara enrolled in the coaching course

কোচিং কোর্সে নাম লেখালেন সানজিদারা

কোচিং কোর্সে নাম লেখালেন সানজিদারা

দুটি সাফজয়ী দলের সদস্য অ্যাটাকিং মিডফিল্ডার সানজিদা আক্তার কোচিং কোর্স করছেন। মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) শুরু হয়েছে এএফসি বি-কোচেস লাইসেন্স কোচিং।

এতে অংশ নিচ্ছেন সানজিদা, শিউলি আজিমসহ পাঁচ নারী ফুটবলার। সব মিলিয়ে ২৪ জন কোচ কোর্সে অংশ নিচ্ছেন।

ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে জাতীয় দলের বাইরে রয়েছেন সানজিদা। খেলছেন ভুটান নারী লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে।

এখন খেলা নেই। তাই কোচিং কোর্স করছেন। সানজিদার কথা, ‘ভুটানে আমার খেলায় দীর্ঘ বিরতি। বাফুফের সঙ্গে যোগাযোগ করেছি কোর্স করার জন্য। আমাকে অনুমোদন দেওয়ায় কোর্সটি করতে এসেছি।’

এই মিডফিল্ডার জানালেন, খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে আসতে চান। সে কারণেই এই কোর্সে আসা। তিনি যোগ করেন, ‘কতদিন আর খেলব। তাই কোর্স করে রাখছি। সামনে কোচিং পেশায় আসতে পারি। তখন এই কোর্স কাজে দেবে।’

২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন দলের সদস্য সানজিদা ২০২২-২৪ দুই সাফ চ্যাম্পিয়ন দলে ছিলেন। ভারতের ইস্টবেঙ্গলের হয়েও খেলেছেন। বি-লাইসেন্স কোচিং কোর্সের ফি ৫০ হাজার টাকা।

নারী ফুটবলারদের কোচিংয়ে উৎসাহিত করতে তাদের কাছ থেকে অর্ধেক ফি নেওয়া হয়েছে। এবারের বি-লাইসেন্সের প্রথম অংশ ৭-১৭ জুলাই ও দ্বিতীয় অংশ ১৯-২৭ আগস্টে অনুষ্ঠিত হবে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু ইনস্ট্রাক্টর হিসেবে কোর্স পরিচালনা করছেন।

মন্তব্য

সারা দেশ
The maximum price of IPL has risen to 5 billion brand value Bengalurur

১৮.৫ বিলিয়ন ব্র্যান্ড ভ্যালু বেড়েছে আইপিএলের সর্বোচ্চ দাম বেঙ্গালুরুর

১৮.৫ বিলিয়ন ব্র্যান্ড ভ্যালু বেড়েছে আইপিএলের সর্বোচ্চ দাম বেঙ্গালুরুর

ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মধ্যে সামনের সারিতেই থাকবে আইপিএল। অর্থবিত্ত, ব্র্যান্ড ভ্যালু ও নানা সুযোগ-সুবিধা মিলিয়ে ভারতীয় এই প্রতিযোগিতার ধারেকাছে নেই অন্য কোনো লিগ। দিন দিন আইপিএলের সেই অর্থমূল্য আরও বেড়েই চলেছে। টুর্নামেন্টটির ব্যবসায়িক মূল্য ১২.৯ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ব্যাংক হুলিহান লোকি। যা পৌঁছেছে ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলারে।

এছাড়া টাটা গ্রুপ আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে তাদের চুক্তি ২০২৮ পর্যন্ত বাড়িয়েছে- ৫ বছরের এই চুক্তির মূল্য ৩০০ মিলিয়ন ডলার (ভারতীয় মূল্যে যা প্রায় ২ হাজার ৫০০ কোটি রুপি)। ২০২৫ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল বিরাট কোহলি-রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বভাবতই তাই বেঙ্গালুরু ব্র্যান্ড ভ্যালুতেও শীর্ষে ওঠে গেছে। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড ভ্যালু ২৬৯ মিলিয়ন ডলার, যা গত বছর ছিল ২২৭ মিলিয়ন ডলার।

ব্যবসায়িক মূল্যের দিক থেকে বেঙ্গালুরুর পরেই অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্সের। দুইয়ে থাকা হার্দিক-রোহিতদের দলটি গত বছরের ২০৪ মিলিয়ন ডলার থেকে বেড়ে এবার হয়েছে ২৪২ মিলিয়ন ডলার। এবার চেন্নাই সুপার কিংসের অবস্থান তিনে নেমে গেছে, তাদের বাজার মূল্য ২৩৫ মিলিয়ন ডলার। এক বছরের মধ্যে সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু বেড়েছে পাঞ্জাব কিংসের। সর্বশেষ আসরে দারুণ ফর্মে থাকা দলটি যদিও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। শ্রেয়াস আইয়ারের এই দলের ব্র্যান্ড ভ্যালু ৩৯.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪১ মিলিয়ন ডলারে।

মন্তব্য

সারা দেশ
Bangladesh match schedule in Top and Twenty20

টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ম্যাচের সূচি প্রকাশ

টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ম্যাচের সূচি প্রকাশ

অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে গত আসরে ফাইনাল খেললেও শিরোপা ছুঁতে পারেনি বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। এ বছরে হাই পারফরম্যান্সের জায়গায় ‘এ’ দলকে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী আগস্টে ১১ দল নিয়ে আয়োজিত হতে যাওয়া টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নর্দার্ন টেরিটরির আঞ্চলিক ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে খেলবে পাকিস্তান শাহীনস, নেপাল, অ্যাসিটি কমেট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, দ্য কিংসমেন, হোবার্ট হারিকেন্স, মেলবোর্ন রেনেগেডস, পার্থ স্কোচার্স ও মেলবোর্ন স্টারস। যদিও সবার সঙ্গে সবার খেলার সুযোগ নেই। গ্রুপ পর্বে প্রতিটি দলই ছয়টি করে ম্যাচ খেলবে।

পাকিস্তান শাহীনস, নেপাল, পার্থ স্কচার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টারস এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে বিসিবির প্রতিনিধিরা। আগামী ১৪ আগস্টে পর্দা উঠবে টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই মাঠে নামবে পাকিস্তান শাহীনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।

আগামী ১৬ আগস্ট বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ নেপাল। পরদিন অর্থাৎ ১৭ আগস্ট বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ বিগ ব্যাশের পার্থ স্কচার্স। ১৯ আগস্ট বাংলাদেশের ম্যাচ স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের সঙ্গে। ২১ আগস্ট প্রতিপক্ষ বিগ ব্যাশের আরেক দল মেলবোর্ন স্টারস। বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা)।

গ্রুপ পর্বে শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে লড়বে বাংলাদেশের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় দুপুর ‍২টায় খেলতে নামবে তারা। পয়েন্ট টেবিলের সেরা চার দল সুযোগ পাবে সেমিফাইনালে। সেরা চার পেরিয়ে আসা সেরা দুই দল ফাইনাল খেলবে আহামী ২৪ আগস্ট।

মন্তব্য

p
উপরে