নিহত শাহাদাৎ হোসেন। ছবি: নিউজবাংলা
মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাটোরের লালপুরে আলাদা এলাকা থেকে এক অজ্ঞাতনামা তরুণী ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এর মধ্যে জেলার চোষাডাঙ্গা বিলের পাশে বুধবার সকালে শাহাদাৎ হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে লালপুর থানা পুলিশ।
শাহাদাৎ হোসেনের বাড়ি জেলার বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামে।
নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা জানান, সকালে স্থানীয় কৃষকরা বিলের মাঠে গমের জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে তার স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করে।
এসপি আরও জানান, সকালে লালপুর উপজেলার পাটিকাবাড়ি এলাকার রেল লাইনের পাশে এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। মরদেহের চোখে আঘাতের চিহ্ন ও গলায় ওড়না প্যাঁচানো ছিল। তার পরিচয় পাওয়া যায়নি।
দুই জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
নিহত তরুণীর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য