নানা আয়োজনে বান্দরবানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ পালিত হয়েছে।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’।
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান সহকারী পরিচালক মতিয়ার রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। মানুষকে আরও সচেতন হতে হবে। রান্নার পর চুলার আগুন ও গ্যাস সিলিন্ডার ভালোভাবে বন্ধ করতে হবে। প্রতি বছর বিদ্যুতের লাইন চেকিং করতে হবে। কারণ অনেক সময় শর্টসার্কিট থেকেও বড় ধরনের আগুন লাগার ঘটনাসহ মানুষের প্রাণহানি হতে পারে।’
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ফরাজী বলেন, ‘ফায়ার সার্ভিস আগের তুলনায় অনেক সক্ষমতা বাড়িয়েছে। মানুষের বিপদে আপদে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করে থাকে।’
অনুষ্ঠান শেষে এলাকাবাসীর সচেতনতা সৃষ্টিতে বান্দরবান শহরে মহড়া দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
গুজব ও ভুয়া তথ্য যাচাই করে সঠিক তথ্য জেনে সংবাদ পরিবেশন করাই একজন সংবাদকর্মীর দায়িত্ব।
রোববার রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালায় এমনটি বলেছেন বক্তারা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের ‘গুজব, ভুয়া সংবাদ ও তথ্য যাচাই’ বিষয়ক ওই প্রশিক্ষণের আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।
ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন সিনিয়র সাংবাদিক ও গবেষক এম আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক,
পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) মো. মারুফ নাওয়াজ, উপপরিচালক মো. আবুজার গাফফার, সহকারী পরিচালক মোল্লা ইফতেখার আহমেদ।
কর্মশালা সমন্বয় করেন ডিআরইউর তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।
কর্মশালায় বক্তারা বলেন, গুজব ও ভুয়া সংবাদ পরিবেশনে সবাইকে সতর্ক হতে হবে। ভুয়া তথ্য পেলে সঙ্গে সঙ্গে সেটি নিউজ আকারে প্রকাশ না করে ফ্যাক্ট চেক করে সংবাদ প্রকাশ করা উচিত। অনেক ক্ষেত্রে জাতীয় গণমাধ্যমও প্রতিযোগিতার জন্য এটি করে থাকে। কিন্তু এ ধরনের গুজব ও ভুয়া সংবাদে কোনো সম্প্রদায় বা গোষ্ঠীর অনেক বড় ক্ষতি হয়ে যায়। এ জন্য গুজব এবং ভুয়া তথ্য যাচাই করাই একজন গণমাধ্যমকর্মীর অন্যতম দায়িত্ব।
বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫০ জন ডিআরইউ সদস্য এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
আগামী দিনেও সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধি করতে সময় উপযোগী আরও বিভিন্ন বিষয় নিয়ে ডিআরইউ ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কাজ করবে বলে জানান তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।
আরও পড়ুন:সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব।
আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষ্যে গত বৃহস্পতিবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব ঢাকার বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে এই ঈদ উপহার বিতরণ করে।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উপদেষ্টারা।
এ ছাড়া স্কুল অফ বিজনেসের সহযোগী অধ্যাপক রফিকুল হক এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসাইন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান, ক্লাব সদস্য ও ছাত্র-ছাত্রীরা।
কক্সবাজারে মুজিববর্ষ উপলক্ষে অসহায় রোগীদের মাঝে এক লাখ ১৩ হাজার ব্যাগ রক্তদান করেছে ‘কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব’।
এ সংগঠনের সদস্য ও ডোনাররা ক্যানসার বা অন্য কোনো জটিল রোগে আক্রান্তদের জন্য অস্ত্রোপচার, সন্তান প্রসব বেদনায় ভুগতে থাকা মায়েদের জন্য রক্ত দিয়ে পাশে ছিল। এর পাশাপাশি লকডাউনের সময়ে অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার সামগ্রী উপহার, নিম্নবিত্ত পরিবারকে আর্থিক সহায়তা, রক্তদানভিত্তিক অ্যাপস সেবা চালুসহ রক্তদানে উদ্বুদ্ধ করতে নানা ক্যাম্পেইনে অংশ নেয় সংগঠনটি।
শহরের বাস-টার্মিনাল এলাকায় শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির পঞ্চম বর্ষপূর্তি উদযাপন ও ইফতার পার্টিতে এসব তথ্য জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম। অনুষ্ঠানটি তার সভাপতিতত্বে সঞ্চালনা করেন শামসুল আলম শ্রাবণ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।
তিনি বলেন, ‘মানুষকে ভালোবেসে যত কাজ করা যায়, তার অন্যতম হলো রক্তদান। অন্যকে রক্ত দেয়ার মাধ্যমে যেমন তার জীবন বাঁচানো যায়, তেমনি রক্তদান করলে রক্তদাতার নিজের শরীরেরও উপকার হয়। এ ছাড়া অসহায় মানুষের পাশে থাকা সোয়াবের কাজ।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আশিকুর রহমান, সিনিয়র আইনজীবী আবু হেনা মোস্তফা কামাল, সদর হাসপাতাল ব্লাড ব্যাংকের ইনচার্জ আবু তাহের টিপু, হেলাল উদ্দিন, সোহেল রানা ও নুরুল হকসহ অনেকে।
আরও পড়ুন:রমজান উপলক্ষে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সব মসজিদের খতিব ও ইমামদের রমজানের বাজার ও উপহার সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
সিরাজগঞ্জ সদর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে বুধবার সদর উপজেলার প্রায় ৮০০ ইমামকে রমজানের উপহার সামগ্রী দেয়া হয়। অনুষ্ঠানে রমজান মাসের তাৎপর্যও আলোচনা করা হয়।
সিরাজগঞ্জ ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দীন, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দীন, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাংবাদিকসহ অনেকে।
ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক বলেন, ‘এমপি হাবিবে মিল্লাত প্রতি বছরই মাহে রমজানে প্রতি মসজিদের ইমামদের উপহার দিয়ে থাকেন। তিনি কোনো ত্রাণ দেননি; বরং রমজানের উপহার সামগ্রী দিয়েছেন।
‘তিনি নিজ থেকে আমাকে ফোন করে এই উদ্যোগের কথা জানান। এ রকম একজন এমপি আমাদের আসনে আছে বলেই ধর্মীয় সংস্কৃতির শুদ্ধ চর্চা হচ্ছে।’
প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিবে মিল্লাত বলেন, ‘শুরুতে ইচ্ছা ছিল ইফতার সামগ্রী দেয়ার, তবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় নিজ থেকেই সংসদীয় আসনের সকল মসজিদের ইমামদের রমজানের বাজার দেয়ার পরিকল্পনা করি। এ ছাড়া আমার পক্ষ থেকে সামান্য রমজানের উপহার সামগ্রী দিয়েছি।’
আরও পড়ুন:ময়মনসিংহে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় শনিবার সকালে শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে র্যালি শুরু করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে র্যালি শেষ হয়।
‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ ছিল র্যালির প্রতিপাদ্য।
এরপর জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এনামুল হক।
সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আবদুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ও সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক তাহমিনা আক্তার।
উৎসবমুখর আয়োজনে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের (ডিইউসিএস) বসন্ত উদযাপন ও নবীনবরণ অনুষ্ঠান উচ্ছ্বাস বরণ। একই সঙ্গে যাত্রা শুরু করেছে ডিইউসিএসের নতুন কার্যনির্বাহী কমিটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে মঙ্গলবার দুপুর ৩টার দিকে এ আয়োজন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদা মল্লিক জলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গীতিকার, নাট্যকার, ঔপন্যাসিক ও গল্পকার অনুরূপ আইচ, সংগীত শিল্পী ও গণমাধ্যম ব্যক্তিত্ব নবনীতা চৌধুরী এবং টিএসসির পরিচালক সৈয়দ আলী আকবর।
ডিইউসিএসের মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরীর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে সাদিয়া আশরাফী থিজবী ও সাধারণ সম্পাদক হিসেবে জয় দাস দায়িত্ব গ্রহণ করেন।
এই আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল এই সংগঠনের নবীন সদস্যদের সাংস্কৃতিক পরিবেশনা।
ওয়াহিদা মল্লিক জলি সবাইকে সততা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার আহ্বান জানান।
সংস্কৃতি চর্চার সঙ্গে ধর্মচর্চার কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেন অনুরূপ আইচ। সংস্কৃতি চর্চার আনন্দকে নবীনদের হাত ধরে সব জায়গায় ছড়িয়ে দেয়ার প্রত্যাশা জানান নবনীতা চৌধুরী।
সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে ২০১৫ সালে যাত্রা শুরু করে ডিইউসিএস। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের সাংস্কৃতিক আয়োজনে কৃতিত্বের সঙ্গে নিজেদের পরিবেশনা উপস্থাপন করেছে।
বসন্ত উদযাপন ও নবীনবরণ অনুষ্ঠানে সাবরিনা সুলতানা চৌধুরী বলেন, ‘সুস্থ সংস্কৃতি যে কোনো নেতিবাচক বিষয়কে রুখে দেয়ার ক্ষমতা রাখে।’
তিনি সবাইকে সুস্থ সংস্কৃতি চর্চার আহ্বান জানান।
নাটোরে ‘সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা’ স্লোগানে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের একটি রেস্তোরাঁয় মঙ্গলবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ‘৭১ কোনো সিনেমা বা উপন্যাস নয়; এটি একটি মহাকাব্য। সেই মহাকাব্যের নির্যাস আমরা সত্যি সত্যি অন্তরে ধারণ করতে না পারলে, ৭১ নিয়ে কথা বলা শুধু কথার কথা হবে।
‘সত্যিকারের চেতনাকে আমরা অন্যের মধ্যে দিতে পারব না। অনেক কিছু ছাড় দিয়ে আমরা ৭১ এর যে চেতনা, বঙ্গবন্ধুর যে আদর্শ ধারণ করেছি, সেটি হচ্ছে অসাম্প্রদায়িকতার চেতনা।’
সমাবেশে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আলো জ্বালা সম্প্রীতির পথে তার কন্যা শেখ হাসিনা আমাদের সাফল্যের মশাল হাতে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন, আমাদের নেতৃত্ব দিচ্ছেন।
‘আমরা তার পেছনে আছি, বাংলাদেশ তার পেছনে আছে। সম্প্রীতি বাংলাদেশ সংগঠনটি বাংলার সম্প্রীতি ও সামাজিক দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে চলছে।’
এ সময় উপস্থিত ছিলেন, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, রাজশাহী বিশ্ববিদ্যালেয় শিক্ষক ড. আনিসুজ্জামান, নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সংগঠনের জেলা আহ্বায়ক আব্দুস সালাম ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ অনেকে।
আরও পড়ুন:
মন্তব্য