চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য গ্রীজার পদের পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার পরবর্তী তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।
করোনা পরিস্থিতির অবনতির কারণে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নির্ধারিত নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে। এর মধ্যে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পরিকল্পনা মন্ত্রণালয় ও জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেড।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১৬ এপ্রিল স্টোর কিপার পদের অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেয়া হবে।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য ইলেকট্রিশিয়ান ও কুক পদের ব্যবহারিক পরীক্ষা এবং ১২ এপ্রিল অনুষ্ঠিতব্য ফটোগ্রাফার ও অফিস সহায়ক কাম কম্পিউটার টাইপিস্ট পদের লিখিত পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার পরবর্তী তারিখ পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য গ্রীজার পদের পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার পরবর্তী তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।
পরিকল্পনা মন্ত্রণালয় ৯ এপ্রিল তারিখে অনুষ্ঠিতব্য বিভিন্ন পদের লিখিত পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার পরবর্তী তারিখ পরিকল্পনা বিভাগের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।
জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেড ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
আগ্রহী প্রার্থীকে ১৫ এপ্রিল থেকে ২০ মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ১৫ এপ্রিল থেকে ২০ মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদ, সংখ্যা, বেতনস্কেল
উপসহকারী প্রকেীশলী (পুর) পদে নিয়োগ পাবেন ৪ জন। বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
উপসহকারী প্রকেীশলী (বিদ্যুৎ) পদে নিয়োগ পাবেন ৩ জন। বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
স্টোর কিপার পদে নিয়োগ পাবেন ১ জন। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
সাব স্টেশন অ্যাটেনডেন্ট পদে নিয়োগ পাবেন ৭ জন। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
সার্ভেয়ার পদে নিয়োগ পাবেন ২ জন। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
ড্রাফটসম্যান পদে নিয়োগ পাবেন ২ জন। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
মিটার রিডার পদে নিয়োগ পাবেন ১০ জন। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
ইলেকট্রিক/লাইনম্যান হেলপার পদে নিয়োগ পাবেন ১ জন। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
২০২১ সালের ১ এপ্রিল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি পদের জন্য ৪০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আগ্রহী প্রার্থীকে কম্পিউটার চালনা জানতে হবে। ইংরেজী ও বাংলা বলা ও লেখায় পারদর্শী হতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা আলোক হসপিটাল লিমিটেড, বাসা-১ ও ৩, রোড-২, ব্লক-বি, সেকশন-১০, মিরপুর, ঢাকা।
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ৭ মে’র মধ্যে ডাকে করতে হবে।
ক্যান্টিন ইনচার্জ পদে নিয়োগ পাবেন ১ জন। বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতন নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে। পুরুষ-মহিলা উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন।
ডেপুটি ইনচার্জ (ক্যান্টিন) পদে নিয়োগ পাবেন ১ জন। বয়স সর্বোচ্চ ৩০ বছর। বেতন ১০,০০০-১৫,০০০ টাকা। পুরুষ-মহিলা উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন।
শেফ/কুক পদে নিয়োগ পাবেন ৩ জন। বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতন ৮,০০০-১০,০০০ টাকা। পুরুষ-মহিলা উভয়ে আবেদন করতে পারবেন।
ওয়েটার পদে নিয়োগ সংখ্যা উল্লেখ করা হয়নি। বয়স সর্বোচ্চ ২০ বছর। বেতন ৫,০০০-৭,০০০ টাকা। পুরুষ-মহিলা উভয়ে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীকে কম্পিউটার চালনা জানতে হবে। ইংরেজী ও বাংলা বলা ও লেখায় পারদর্শী হতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা আলোক হসপিটাল লিমিটেড, বাসা-১ ও ৩, রোড-২, ব্লক-বি, সেকশন-১০, মিরপুর, ঢাকা।
আবেদনকৃত প্রার্থীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষা নেয়া হবে। এসব পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেয়া হবে না।
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট অস্থায়ীভাবে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ২৬ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
সহকারী পরিচালক পদে নিয়োগ পাবেন ১ জন। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ পাবেন ১ জন। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পাবেন ১ জন। চাকরির গ্রেড ১৩। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
হিসাব রক্ষক পদে নিয়োগ পাবেন ১ জন। চাকরির গ্রেড ১৪। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পাবেন ১ জন। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২০২১ সালের ১ এপ্রিল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
অনলাইনে আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার পদের জন্য ৫৬০ টাকা এবং অন্যান্য পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনকৃত প্রার্থীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষা নেয়া হবে। এসব পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেয়া হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আগ্রহী প্রার্থীকে নির্ধারিত চাকরির আবেদন ফরম স্বহস্তে পূরণ করে আবেদন করতে হবে। ৩০ এপ্রিলের মধ্যে জেলা প্রশাসক, ঝালকাঠি-ঠিকানায় ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। কেবল ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন।
লাইব্রেরি সহকারী পদে নিয়োগ পাবেন ১ জন। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
হিসাব সহকারী পদে নিয়োগ পাবেন ৪ জন। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
অফিস সহায়ক পদে নিয়োগ পাবেন ১৬ জন। চাকরির গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
নিরাপত্তাপ্রহরী পদে নিয়োগ পাবেন ২ জন। চাকরির গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ পাবেন ৪ জন। চাকরির গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
বেয়ারার পদে নিয়োগ পাবেন ১ জন। চাকরির গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
সহকারী বাবুর্চি পদে নিয়োগ পাবেন ১ জন। চাকরির গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
মালি পদে নিয়োগ পাবেন ১ জন। চাকরির গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
আগ্রহী প্রার্থীকে নির্ধারিত চাকরির আবেদন ফরম স্বহস্তে পূরণ করে আবেদন করতে হবে।
৩০ এপ্রিলের মধ্যে জেলা প্রশাসক, ঝালকাঠি-ঠিকানায় ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
লাইব্রেরি সহকারী ও হিসাব সহকারী পদের জন্য ১০০ টাকা এবং অন্যান্য পদের জন্য ৫০ টাকা পরীক্ষার ফি বাবদ সরকারি কোষাগারে জমা দিতে হবে।
২০২১ সালের ৩০ এপ্রিল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ৭ মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পাবেন ১ জন। চাকরির গ্রেড ১৩। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
অফিস সহায়ক পদে নিয়োগ পাবেন ৬ জন। চাকরির গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২০২১ সালের ৮ এপ্রিল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনপত্রের সঙ্গে প্রথম তিনটি পদের জন্য ৫০০ টাকা ও অবশিষ্ট পদের জন্য ৩০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার সংযুক্ত করতে হবে। যোগ্য ও নির্বাচিত প্রার্থীদের এসএমএসের মাধ্যমে লিখিত পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে।
শূন্য ও সৃষ্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আগ্রহী প্রার্থীকে ২৯ এপ্রিলের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
প্রভাষক পদে নিয়োগ পাবেন ১ জন। বিষয় ইংরেজি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩৫ বছর।
সহকারী শিক্ষক পদে নিয়োগ পাবেন ৩ জন। এদের মধ্যে বাংলায় ১, রসায়নে ১ ও ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিভাগে ১ জন যোগ দেবেন । যাদের বিএড করা আছে তাদের চাকরির গ্রেড ১০। বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
যাদের বিএড করা নেই তাদের চাকরির গ্রেড ১১। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩৫ বছর।
নার্স (মহিলা) পদে নিয়োগ পাবেন ১ জন। চাকরির গ্রেড ১০। বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩৫ বছর।
প্রধান করণিক পদে নিয়োগ পাবেন ১ জন। চাকরির গ্রেড ১২। বেতন স্কেল ১১,৩০০-২৭,৩০০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৪০ বছর।
ড্রাইভার পদে নিয়োগ পাবেন ২ জন। চাকরির গ্রেড ১৫। বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।
ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ পাবেন ১ জন। চাকরির গ্রেড ১৮। বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অধ্যক্ষ ও সদস্যসচিব, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকা।
আবেদনপত্রের সঙ্গে প্রথম তিনটি পদের জন্য ৫০০ টাকা ও অবশিষ্ট পদের জন্য ৩০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
যোগ্য ও নির্বাচিত প্রার্থীদের এসএমএসের মাধ্যমে লিখিত পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) ও মাস্টার্স উভয় পরীক্ষায় নূনতম সিজিপিএ ৩.৫০ (৪.০০ স্কেলে) থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেকোন একটি পরীক্ষার ফলাফলে সিজিপিএ এর শর্ত শিথিলযোগ্য। তবে তা সিজিপিএ ৩.২৫ এর নিচে গ্রহণযোগ্য হবে না।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রভাষক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ২৬ এপ্রিলের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম প্রভাষক। বিভাগ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। পদের সংখ্যা একটি। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। চাকরির ধরন স্থায়ী। বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স কত হবে তা উল্লেখ করা হয়নি।
প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ (৪.০০ স্কেলে) থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেকোনো একটি পরীক্ষার ফলাফলে সিজিপিএ এর শর্ত শিথিলযোগ্য। তবে তা সিজিপিএ ৩.২৫ এর নিচে গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীকে ৮ সেট আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
পাঠানোর ঠিকানা রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
মন্তব্য