× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বাংলাদেশ
এক সপ্তাহেও জমেনি বইমেলা
google_news print-icon

এক সপ্তাহেও জমেনি বইমেলা

এক-সপ্তাহেও-জমেনি-বইমেলা
শিশুদের উপস্থিতি নেই বইমেলার শিশু চত্বর। ছবি: নিউজবাংলা
বিক্রি কেমন জানতে চাইলে আব্দুল জলিল বলেন, ‘কেমন অবস্থা তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। বইমেলা শুরুর পরেই যে শুক্রবার পড়েছিল, সেদিন একটু ভিড় ছিল, এরপর আর নেই। অন্য বছর এ সময় হলে কথা বলারও সময় পেতাম না।’

করোনাভাইরাসের কারণে এবার ভাষার মাসে শুরু হয়নি অমর একুশে গ্রন্থমেলা। নির্ধারিত সময়ের দেড় মাস পর ১৮ মার্চ শুরু হয় বইমেলা। তারপর এক সপ্তাহ পেরিয়ে গেছে। তবে চৈত্রের প্রখর তাপ আর করোনা নিয়ে নতুন করে যে শঙ্কা দেখা দিয়েছে, তা যেন জমতে দিচ্ছে না বইমেলা।

বইমেলায় স্বাস্থ্যবিধি

প্রতিদিনের মতো বুধবারও মেলার প্রবেশপথ খোলে বেলা ৩টায়। সাড়ে ৩টার দিকে মেলায় প্রবেশ করতে গিয়ে কোনো ভিড় পাওয়া যায়নি।

প্রবেশপথে তাপমাত্রা মাপলেন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা। হ্যান্ড স্যানিটাইজার লাগানোর আহ্বানও জানান তারা। মেলার প্রবেশের একটু পরেই কানে এলো মাইকের ঘোষণা। বলা হচ্ছিল, যারা মাস্ক ছাড়া ঘুরছেন তারা যেন মাস্ক পরিধান করেন। কিছুক্ষণ পরপরই সেই ঘোষণা দেয়া হয় বইমেলায়।

কয়েকজন দর্শনার্থী ও বিক্রয়কর্মী নিউজবাংলাকে জানান, মাইকে এমন ঘোষণা দেয়া হলেও গরমের কারণে মেলায় প্রবেশের পর অনেকেই মাস্ক খুলে ফেলেন।

বিকেলে ফাঁকা, সন্ধ্যায় ভিড়

বুধবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বইমেলা বেশ ফাঁকা ছিল। তারপর লোকজন বাড়তে শুরু করে। শিশু-কিশোরদের প্রকাশনী ‘ঝিঙেফুল’-এর বিক্রয়কর্মী শাহিন আলম বলেন, ‘বইমেলা শুরুর পর থেকেই এ অবস্থা। এই গরমের মধ্যে মানুষ কীভাবে আসবে, সন্ধ্যার দিকে মানুষজন আসেন। বিকেল গড়াতে গড়াতে মেলার ভিড় বাড়ে।’

কেমন চলছে বেচাবিক্রি

বিকেলেই কথা হয় কয়েকটি প্রকাশনীর কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে। প্রতিবছর দেখা যায় শিশু চত্বরে সবচেয়ে বেশি ভিড় থাকে সিসিমপুরের প্যাভিলিয়নে, এবার নেই সেই ভিড়। এবারই সবচেয়ে ছোট করে বানানো হয়েছে সিসিমপুরের প্যাভিলিয়ন।

এসব নিয়েই সিসিমপুরের প্যাভিলিয়নের কর্মকর্তা ইমরান হোসেনের সঙ্গে কথা হয় নিউজবাংলার।

তিনি বলেন, ‘অন্যান্যবারের তুলনায় এবার এখন পর্যন্ত আমাদের বিক্রি খুবই কম। সেটা হয়তো আমাদের স্টল দেখেই বুঝতে পারছেন। মেলা ধরে এবার আমাদের নতুন প্রকাশনা নেই। আগের দু-একটি বইয়ের রিপ্রিন্ট করা হয়েছে।’

করোনা আর অসময়ে বইমেলা হওয়ায় বিক্রিতে মন্দা দেখা দিয়েছে বলে মনে করেন তিনি। বলেন, ‘এবার তো শিশুদের প্লে-গ্রাউন্ডও বানানো হয়নি। প্রতিবছর এটা ঘিরেও ভিড় থাকত স্টলগুলোতে।’

বিকেল সাড়ে ৪টার দিকে কথা হয় সময় প্রকাশনীর বিক্রয়কর্মী আব্দুল জলিলের সঙ্গে। গত কয়েক বছর মেলা ধরে এই প্রকাশনীতে কাজ করছেন তিনি।

বিক্রি কেমন জানতে চাইলে আব্দুল জলিল বলেন, ‘কেমন অবস্থা তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। বইমেলা শুরুর পরই যে শুক্রবার পড়েছিল, সেদিন একটু ভিড় ছিল, এরপর আর নেই। অন্য বছর এ সময় হলে কথা বলারও সময় পেতাম না।’

এক সপ্তাহেও জমেনি বইমেলা

অনেকটা একই অনুভূতির কথা জানান অনুপম প্রকাশনীর ম্যানেজার মো. শাহিন। বলেন, ‘আমাদের টুকটাক বিক্রি হচ্ছে। এই সময়টা ক্রেতা একটু কম থাকে। সন্ধ্যার দিকে বাড়ে, তখন কিছুটা বিক্রি হয়।’

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কথা হয় কাকলী প্রকাশনীর বিক্রয়কর্মী রাকিবের সঙ্গে। তিনি বলেন, ‘আজ এখন পর্যন্ত মাত্র দুটি বই বিক্রি হয়েছে। কয়েক বছর হলো আমি এখানে কাজ করি। এ অবস্থা কখনও দেখিনি।

এবারের বইমেলা কীভাবে দেখছেন লেখকরা

এবারের মেলাকে একটু ভিন্নভাবে দেখছেন লেখকরা। সন্ধ্যায় কথা হয় কথাসাহিত্যিক স্বকৃত নোমানের সঙ্গে।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘সংশয় ছিল করোনার কারণে এবার বইমেলা জমবে না। কিন্তু আশা জাগানিয়া বিষয় হচ্ছে, প্রথম দিন থেকেই বইমেলা জমেছে। বইমেলার প্রথম দিনে বিধিনিষেধ থাকে প্রধানমন্ত্রী আসেন বলে। সে কারণে অনেক পাঠক সেদিন আসেন না।

‘কিন্তু এবার ব্যতিক্রম। প্রধানমন্ত্রী আসেননি প্রথম দিন। সেদিন থেকেই অনেক পাঠক-দর্শনার্থী এসেছেন মেলায়। এবং তারা বই কিনেছেনও। আমি ব্যক্তিগতভাবে দেখেছি আমার বইও প্রথম দিনে চার-পাঁচ কপি বিক্রি হয়েছে।’

মেলায় করোনা তেমন প্রভাব ফেলেনি মন্তব্য করে স্বকৃত নোমান বলেন, ‘প্রথম দিনের পরে শুক্র-শনিবার অনেক মানুষ হয়েছিল বইমেলায়। সবকিছুই তো খোলা। আমার আশা, আগামীতে আরও মানুষ বাড়বে বইমেলায়।’

এক সপ্তাহেও জমেনি বইমেলা

তবে এবারের মেলায় করোনার একটা বড় প্রভাব আছে বলে মনে করেন লেখক ও পার্ল পাবলিকেশন্সের প্রকাশক হাসান জায়েদী।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘বইমেলা হচ্ছে- এটাই আমাদের জন্য বড় ব্যাপার। সন্ধ্যার পর মানুষ বাড়ে। কিন্তু বিক্রি নেই। মানুষের তো যাওয়ারও জায়গা নেই। এখানে তো খোলামেলা জায়গা আছে, তাই মানুষ আছে। করোনা তো একটা বড় প্রভাব পড়েছে বিক্রিতে।’

ফিরছে লিটলম্যাগ

বাংলা একাডেমির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে ২১ মার্চ সব স্টল বন্ধ করে ধর্মঘট শুরু করেন লিটলম্যাগ কর্মী-সম্পাদকরা। তাদের দাবি ছিল, লিটলম্যাগের স্টল আগের জায়গায় ফিরিয়ে দেয়ার। দাবি আদায়ে লিটলম্যাগ কর্মী-সম্পাদকরা বইমেলায় মিছিলও করেন।

বুধবার সন্ধ্যার পর দেখা যায়, লিটলম্যাগকর্মীদের দাবি অনুযায়ী আগের জায়গায়ই তাদের জন্য নতুন করে সাজানো হয়েছে স্টল।

সেখানে উপস্থিত বাংলা একাডেমির উপপরিচালক ও লিটলম্যাগ ‘অমিত্রাক্ষর’-এর সম্পাদক আমিনুর রহমান সুলতান বলেন, ‘আর কোনো সমস্যা নেই। তাদের সব দাবিদাওয়া মেনে নিয়েছে বাংলা একাডেমি। আর আমিও তো একটা ছোট কাগজ চালাই। সুতরাং সবার দাবি আমি বুঝি। আশা করছি, আগামীকাল থেকে সবাই বসবে।’

আরও পড়ুন:
বইমেলায় এই প্রথম জাতীয় প্রেসক্লাব
বইমেলায় ধর্মঘট, মিছিল
বইমেলায় গিয়েছো?
বইমেলায় নতুন বই
খুলনায় মুজিববর্ষ একুশে বইমেলা শুরু

মন্তব্য

আরও পড়ুন

বাংলাদেশ
Death of traffic inspector while on duty at Sonamsjid land port

সোনামসজিদ স্থলবন্দরে দ্বায়িত্ব পালনকালে ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে দ্বায়িত্ব পালনকালে ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
সোনা মসজিদ স্থল বন্দর। ছবি: সংগৃহীত
মাহমুদুর রশিদ বলেন, এখন যেহেতু প্রচণ্ড গরম চলছে তাই এটার প্রভাব থাকতেও পারে। সেই সাথে তার আগের অন্য কোনো রোগের ইতিহাসও আমাদের জানা নাই। তাই হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে, এ সিদ্ধান্ত এখনই নেয়া যাবে না।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে দ্বায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মারা যাওয়া ওই ট্রাফিক ইন্সপেক্টরের নাম রুহুল আমিন। যশোরের বেলাপোল পৌরসভার শর্শার কোরবান আলীর ছেলে তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন জানান, সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের মধ্যে ট্রাক পরিদর্শন শেষে দুপুর পৌনে ১টার দিকে নিজ অফিস কক্ষে ফিরে অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন। এ সময় তাকে তার সহকর্মীরা দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন এসএম মাহমুদুর রশিদ জানান, ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে যখন নিয়ে আসা হয়, তার আগেই তার মৃত্য হয়েছে।

তিনি বলেন, হাসপাতালে যারা নিয়ে এসেছিলেন তারা বলেছেন তিনি তৃষ্ণার্ত ছিলেন, পানি খেতে চেয়ে ছিলেন। তবে তার মৃত্যু যে হিট স্ট্রোকে হয়েছে এটা নিশ্চিত করে এখনই বলা যাবে না।

মাহমুদুর রশিদ বলেন, এখন যেহেতু প্রচণ্ড গরম চলছে তাই এটার প্রভাব থাকতেও পারে। সেই সাথে তার আগের অন্য কোনো রোগের ইতিহাসও আমাদের জানা নাই। তাই হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে, এ সিদ্ধান্ত এখনই নেয়া যাবে না।

মন্তব্য

বাংলাদেশ
Accused of raping the young woman for a month after keeping her at home

তরুণীকে বাসায় আটকে এক মাস ধরে ধর্ষণের অভিযোগ

তরুণীকে বাসায় আটকে এক মাস ধরে ধর্ষণের অভিযোগ প্রতীকী ছবি
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মুখপাত্র রফিকুল আলম জানান, মেয়েটার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে। আটক তরুণের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহীর বাগমারায় ভাড়া বাসায় আটকে রেখে এক মাস ধরে এক তরুণীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে।

বুধবার রাতে উপজেলার তাহেরপুর পৌর এলাকার হরিফলার মোড়ের একটি বাসা থেকে ওই তরুণীকে উদ্ধার ও এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।

আটক রাজু হোসেন (২৫) পেশায় চা দোকানি। তিনি তাহেরপুর পৌরসভার হরিফলা মহল্লার আবদুর রাজ্জাক শাহের ছেলে।

পুলিশ জানায়, অসুস্থ অবস্থায় তরুণীকে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, ওই তরুণীর বাড়ি ফরিদপুর জেলায়। ফোনে রাজুর সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৪ মার্চ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফোনে ভুক্তভোগী তরুণীকে তাহেরপুরে নিয়ে আসেন রাজু। পরে তাকে নিয়ে ভাড়া বাসায় ওঠেন রাজু। সেখানে আটকে রেখে এক মাস ধরে রাজু ওই তরুণীকে ভয় দেখিয়ে ও মারধর করে ধর্ষণ করেন।

এক পর্যায়ে নির্যাতনের শিকার তরুণী অসুস্থ হয়ে পড়লে পাশের বাড়ির লোকজন টের পেয়ে স্থানীয় কাউন্সিলরকে জানান। তিনি থানায় খবর দিলে বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ওই বাসা থেকে তরুণীকে উদ্ধার করে। পরে ওই এলাকা থেকে রাজুকে আটক করে পুলিশ। রাতেই তরুণী বাদী হয়ে অপহরণ, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মুখপাত্র রফিকুল আলম জানান, মেয়েটার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে। আটক তরুণের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

বাংলাদেশ
3 new judges of the Appellate Division took oath

শপথ নিলেন আপিল বিভাগের নতুন ৩ বিচারক

শপথ নিলেন আপিল বিভাগের নতুন ৩ বিচারক শপথ নিলেন আপিল বিভাগের নতুন ৩ বিচারক। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথ পাঠ করান।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন তিন বিচারক শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথ পাঠ করান। খবর বাসসের

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, শপথ পাঠকারী তিন বিচারপতির পরিবারের সদস্য, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক শাহ মঞ্জুরুল হক এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের তিন বিচারক ১) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ২) বিচারপতি মো. শাহিনুর ইসলাম ৩) বিচারপতি কাশেফা হোসেনকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেন।

মন্তব্য

বাংলাদেশ
Two dredgers seized in Padma illegally extracting sand in the dark of night

রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন, পদ্মায় দুই ড্রেজার জব্দ

রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন, পদ্মায় দুই ড্রেজার জব্দ পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বুধবার গভীর রাতে দুটি ড্রেজার জব্দ করে নৌ-পুলিশ। ছবি: নিউজবাংলা
মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান বৃহস্পতিবার দুপুরে জানান, রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের যশিলদিয়ায় বুধবার রাত দেড়টার দিকে পদ্মা নদীতে অভিযান চালানো হয়। ওই সময় নিয়ম অমান্য করে বালু উত্তোলন করায় ওই দুটি ড্রেজার জব্দ করা হয়।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে বুধবার রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করেছে নৌ-পুলিশ।

মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের যশিলদিয়ায় বুধবার রাত দেড়টার দিকে পদ্মা নদীতে অভিযান চালানো হয়। ওই সময় নিয়ম অমান্য করে বালু উত্তোলন করায় ওই দুটি ড্রেজার জব্দ করা হয়।

তিনি আরও জানান, ড্রেজার জব্দ করার সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ড্রেজার দুটির বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন:
২৪ ঘণ্টায় প্রায় ৫ কোটি টাকা টোল তুলেছে পদ্মা সেতু
পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় পৌনে দুই কোটি টাকা টোল আদায়
একীভূত হতে পদ্মা ও এক্সিম ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই
এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক
পদ্মা ব্যাংকের আরও এক ঋণখেলাপি গ্রেপ্তার

মন্তব্য

বাংলাদেশ
Farmer dies due to electrocution while switching irrigation pump

সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি
বামন্দী পুলিশ ক‍্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদুৎস্পৃষ্টে মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শেষ করেছি। বতর্মানে মরদেহটি পরিবারের কাছে রয়েছে।’

মেহেরপুরের গাংনীতে সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে আবদুল হান্নান (৭৫) নামের কৃষকের মৃত্যু হয়েছে।

উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর দক্ষিণপাড়ায় বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রাণ হারানো আবদুল হান্নান দেবীপুর দক্ষিণপাড়ার খোদা বক্সের ছেলে।

এসব তথ‍্য নিশ্চিত করে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস‍্য হিরোক আহমেদ বলেন, ‘আজ সকালে আবদুল হান্নান নিজ গ্রামের মাঠে অবস্থিত সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিজ বাড়ি দেবীপুরে নিয়ে আসে।’

বামন্দী পুলিশ ক‍্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদুৎস্পৃষ্টে মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শেষ করেছি। বতর্মানে মরদেহটি পরিবারের কাছে রয়েছে।’

আরও পড়ুন:
সিঙ্গাপুরে রড চাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
হিট স্ট্রোকে তিন জেলায় তিনজনের মৃত্যু
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্তে কমিটি
নওগাঁয় গৃহবধূ হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

মন্তব্য

বাংলাদেশ
Democracy established on January 7 will fail if upazila elections fail CEC

উপজেলা নির্বাচন ব্যর্থ হলে ৭ জানুয়ারি প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে: সিইসি

উপজেলা নির্বাচন ব্যর্থ হলে ৭ জানুয়ারি প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে: সিইসি সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি
সিইসি বলেন, ‘দেশের নির্বাচনে আবেগ-অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে।’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন উপজেলা নির্বাচন ব্যর্থ হলে ৭ জানুয়ারি (দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন) যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেটি ব্যর্থ হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয় সভায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘দেশের নির্বাচনে আবেগ-অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে। এই নির্বাচনে ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে, তা ক্ষুণ্ন হতে পারে। বাংলাদেশে গণতন্ত্র আছে, তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে।’

সভায় দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
দুই সিটিসহ স্থানীয় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: সিইসি
এনআইডি জালিয়াতিতে জড়িত কর্মকর্তাদের সিইসির হুঁশিয়ারি
পাকিস্তানে সাড়া জাগানো নির্বাচন হয়েছে: সিইসি
প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করতে রাশিয়া যাচ্ছেন সিইসি
নির্বাচন সুসম্পন্ন, মহাসুসম্পন্ন বলব না: সিইসি

মন্তব্য

বাংলাদেশ
Van driver killed by truck in Natore

নাটোরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

নাটোরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত প্রতীকী ছবি
বনপাড়া হাইওয়ে থানার এসআই আলীমুল ইসলাম জানান, মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক মোজাহার মারা যান।

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আগ্রান ঈদগাহ মাঠ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের এই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই ভ্যানের এক যাত্রী।

নিহত মোজাহার আলী একই উপজেলার পারকোল গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলীমুল ইসলাম জানান, মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক মোজাহার মারা যান। সেই সাথে ভানযাত্রী মিজান শেখ আহত হন।

তিনি বলেন, পরে স্থানীয়রা আহত মিজানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য

p
উপরে