অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এসডিএফ
পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে এবং কমপক্ষে দুটি পরীক্ষায় প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে।
অভিজ্ঞতা: সরকারি/স্বায়ত্তশাসিত/স্বনামধন্য বেসরকারি সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে শীর্ষ ব্যবস্থাপনিক পদে বা শীর্ষপদের এক ধাপ বা দুই ধাপ নিচের পদে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ২৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ঋণদাতা সংস্থার (বিশ্বব্যাংক/এডিবি/জাইকা/ইউএনডিপিসহ বিভিন্ন সংস্থা) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক
বয়স: ৫৫ থেকে ৬০ বছর
বেতন: ১ লাখ ৫১ হাজার ২৫০ থেকে ২ লাখ ৫১ হাজার ২৫০ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: সার্বক্ষণিক ব্যবহারের জন্য গাড়ি, মোবাইল বিল, বাড়িভাড়া ভাতা, দুটি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, আপ্যায়ন ভাতা, চিকিৎসা ভাতাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা দেয়া হবে।
কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা
আবেদনের নিয়ম: আবেদনকারীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ফোন/ মোবাইল নম্বর, ই-মেইল, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পদের নামসহ কর্মদক্ষতার পূর্ণাঙ্গ বিবরণ উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। এরপর আবেদনপত্রের সফট কপি ইমেইলে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর, ২০২৩
সূত্র: এসডিএফ