পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী এবার ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে ও ৬৪২ জনকে নন–ক্যাডারে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
৪৩তম বিসিএসের প্রকাশ করা হয়েছে। এতে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে এ ফল প্রকাশ করা হয়।
পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী এবার ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে ও ৬৪২ জনকে নন–ক্যাডারে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় যাতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। গত মাসে এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয়া শেষ করে তারা।