আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়াটারএইড বাংলাদেশ
পদের নাম: প্রজেক্ট কোঅর্ডিনেটর-ইউনিভার্সেল অ্যাকসেস প্রোগ্রাম
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে ভালো ফলাফল ও চাকরিজীবনে ভালো রেকর্ড থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা: প্রজেক্ট সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে প্রজেক্ট ম্যানেজমেন্টে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক সার্ভিস প্রোভাইডার, প্রাইভেট সেক্টর ও সিটি করপোরেশনে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, জীবন বিমা, কর্মী, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য স্বাস্থ্য বিমা, আনুষঙ্গিক ভাতা, মোবাইল বিলসহ সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
প্রার্থীর ধরন: নির্ধারিত নয়
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: কান্ট্রি অফিস, ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডিজবস-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৯ আগস্ট, ২০২৩
সূত্র: বিডিজবস ডটকম