এতিম শিশুদের ঈদকে আনন্দময় করে তুলতে প্রতি বছরের মতো এবারও ইফতার সামগ্রীর পাশাপাশি জামা বিতরণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাব।
বুধবার ঢাকার মিরপুরে নূরানী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় অবস্থানরত সুবিধাবঞ্চিত ও অনাথ শিশুদের মধ্যে ইফতার বিতরণ করে ক্লাবটি।
ইফতার বিতরণ শেষে সেই শিশুদের হাতে নতুন ৪০০ প্যাকেট ঈদবস্ত্র তুলে দেয়া হয়। এ ছাড়াও সেখানে শিশুদের জন্য কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
রমজান মাসে এমন উদ্যোগ গ্ৰহণের বিষয়ে ক্লাবটির প্রেসিডেন্ট কৌশিক মাহমুদ বলেন, ‘আমাদের দেশে অনেক অনাথ শিশু রয়েছে, যাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয় না। ঈদের আনন্দ থেকে তারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। সেই সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আমেজ বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই বিশেষ উদ্যোগ।
‘ইফতার সামগ্রী এবং ঈদের জন্য নতুন পোশাক পেয়ে সবার মুখে যে দৃশ্যমান অমূল্য হাসি আমরা দেখতে পেয়েছি, সেই হাসির জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।’