ব্র্যাক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্র্যাক বাংলাদেশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। এটি বর্তমান বিশ্বের অন্যতম বৃহত্তম উন্নয়নমূলক সংস্থা। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ সংস্থাটি প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশের ৬৪টি জেলা ছাড়াও এশিয়া, আফ্রিকা ও আমেরিকার ১৩টি দেশে এর কার্যক্রম রয়েছে। ব্র্যাকের দাবি অনুযায়ী, বর্তমান এতে প্রায় ১ লাখ কর্মী কাজ করে থাকেন এবং এদের মধ্যে ৭০ ভাগই নারী।
ব্র্যাকের পরিষেবার আওতায় আছে ১২ কোটি ৬০ লাখ মানুষ। ব্র্যাক দুগ্ধ, খাদ্য, কৃষি, গবাদি পশুর খামার ও হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের প্রকল্প পরিচালনা করে থাকে।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: শাখা হিসাব কর্মকর্তা
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাস, তবে ন্যূনতম সেকেন্ড ক্লাস থাকতে হবে।
অভিজ্ঞতা: নিষ্প্রয়োজন
বেতন: নীতিমালা অনুযায়ী
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়
অন্যান্য সুবিধা:
- উৎসব ভাতা
- আনুতোষিক
- স্বাস্থ্য ও জীবনবিমা
- অন্যান্য সুবিধা
আবেদনের নিয়ম: আগ্রহীরা ব্র্যাকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৭ মার্চ ২০২৩
তথ্যসূত্র: ব্র্যাক