বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে নারী গার্মেন্টস কর্মী নিয়োগ দিতে যাচ্ছে। আগ্রহী প্রার্থীকে নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকার দেয়ার জন্য নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে।
-
পদের নাম: মেশিন অপারেটর
পদের সংখ্যা: ৩০০টি
মূল বেতন: ১২৫ জর্ডানি দিনার
বয়স: ১৮ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
-
নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম জিআইএ অ্যাপারেল। শুধু নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
চাকরির মেয়াদ ৩ বছর।
নির্বাচিত প্রার্থীর থাকা-খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। পাশাপাশি জর্ডানে যাওয়ার বিমানভাড়া এবং কাজ শেষে দেশে ফেরার বিমানভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে।
চুক্তি শেষ হওয়ার আগে দেশে ফিরতে চাইলে জর্ডানের শ্রম আইন প্রযোজ্য হবে।
যাদের বিরুদ্ধে দেশে অথবা জর্ডানে মামলা আছে, তারা নিয়োগের জন্য বিবেচিত হবেন না।
নির্বাচিত প্রার্থীদের সার্ভিস চার্জ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। প্রার্থীকে মেডিক্যাল ফি বাবদ ১০০০ টাকা, ফিঙ্গার প্রিন্ট বাবদ ২২০ টাকা এবং জীবন বীমা বাবদ ৫০০ টাকা ব্যয় হবে। এ ছাড়া আর কোনো খরচ নেই।
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকারের সময় ৪ কপি পাসপোর্ট আকারের ছবি, মূল পাসপোর্ট এবং পাসপোর্টের ১০ সেট রঙিন ফটোকপি, অভিজ্ঞতার সনদ ও আইডি কার্ড, কলম ও কাগজ আনতে হবে।
এ ছাড়া নিজ মোবাইল ফোন নম্বরসহ অভিভাবকের দুটি মোবাইল নম্বর কাগজে লিখে আনতে হবে।
সাক্ষাৎকারের সময়: সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের প্রতি শুক্রবার। সময় সকাল ৮টা।
স্থান: বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুর-২, ঢাকা।
প্রয়োজনে যোগাযোগ: ০২৪৮৩১৯১২৫ অথবা ০২৪৮৩১৭৫১৫
বোয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো অর্থ প্রদান করবেন না।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।