বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) স্বল্প খরচে জর্ডানে এইচআর অফিসার নিয়োগ দিতে যাচ্ছে। আগ্রহী প্রার্থীকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে।
-
পদের নাম এইচআর অফিসার।
নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম মাস অ্যাক্টিভ আল-শাফি।
পদের সংখ্যা মোট ৩টি।
শুধু নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্ত প্রার্থী প্রতি মাসে বেতন বাবদ ২২০ থেকে ২৫০ জর্ডান দিনার পাবেন।
প্রার্থীকে কমপক্ষে স্নাতক / স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে।
প্রার্থীকে ইংরেজি, বাংলা, হিন্দি ও শ্রীলঙ্কান ভাষায় কথা বলায় পারদর্শী হতে হবে। পাশাপাশি ইংরেজি ও বাংলা লেখায় পারদর্শী হতে হবে।
কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এর মধ্যে মাইক্রোসফট এক্সেল / ওয়ার্ড এবং ই-মেইলে পারদর্শী হতে হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে সপ্তাহে ৬ দিন দৈনিক ৮ ঘণ্টা ডিউটি করতে হবে।
চাকরির মেয়াদ ৩ বছর।
প্রার্থীর থাকা-খাওয়া এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। পাশাপাশি জর্ডানে যাওয়ার বিমানভাড়া এবং কাজ শেষে দেশে ফেরার বিমানভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে।
আগ্রহী প্রার্থীকে ইংরেজিতে লেখা ২ কপি জীবনবৃত্তান্ত, পাসপোর্টের কপি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপিসহ আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।