বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাংকে চাকরি পেতে দরকার সঠিক প্রস্তুতি

  • হাবিবুর রাকিব   
  • ২৫ আগস্ট, ২০২২ ১৫:৪০

ব্যাংকের লিখিত পরীক্ষায় বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসে। বাংলা ব্যাকরণে ভালো করতে চাইলে নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই বেশ কাজের। এর পাশাপাশি বাংলা এমপিথ্রি গাইড ফলো করা যেতে পারে।

ব্যাংকে অফিসার কিংবা সিনিয়র অফিসার পদে চাকরি সব সময়ই আকর্ষণীয়। স্মার্ট বেতন, উজ্জ্বল ক্যারিয়ারের কারণে সব ধরনের ছেলেমেয়ের পছন্দ ব্যাংকের চাকরি। তবে চাইলেই তো হবে না। সে জন্য নিতে হবে পর্যাপ্ত প্রস্তুতি। তবে প্রস্তুতি পর্বটা সারতে হবে বুঝে-শুনে। পরিকল্পিত ও গোছালো প্রস্তুতির জন্য শুরুতেই পরিকল্পনা করবেন কী কী পড়তে হবে, কতটুকু পড়তে হবে। চলুন দেখে নেই, ব্যাংকে চাকরি পেতে চাইলে কোন বিষয়গুলো পড়তে হবে।

-

গণিত

ব্যাংকে চাকরি পাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে চাইলে গণিতে ভালো করার বিকল্প নেই। তাই শুরু থেকেই গণিতে জোর দিতে হবে। শুরুটা করতে হবে বেসিক লেভেল থেকে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণির গণিত বই সমাধান করতে হবে।

বাজারে চাকরি পরীক্ষার জন্য নানা ধরনের গণিত বই পাওয়া যায়। সেসব বইয়ের দুই-একটা সমাধান করতে পারলে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন।

ভারতীয় কিছু ওয়েবসাইট আছে, যেগুলো চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ভালো। সেখানে দেয়া গণিতের সমস্যাগুলো সমাধান করে রাখতে পারেন। ওয়েবসাইটগুলোর মধ্যে আছে সাওয়াল ডটকম, এক্সামভেদা ডটকম ইত্যাদি।

-

ইংরেজি

ইংরেজিতে ভালো করতে হলে ব্যাকরণে শক্ত দখল থাকা চাই। নিয়োগ পরীক্ষায় সাধারণত Synonyms, Antonyms, Analogy, Fill in the blanks, Sentence correction, Sentence convert/change ইত্যাদি টপিক থেকে প্রশ্ন থাকে। এসব বিষয় চর্চার জন্য ইতোমধ্যে বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষায় যেসব প্রশ্ন এসেছে, সেগুলো ভালোভাবে পড়তে হবে।

ইংরেজি শব্দ রপ্ত করার জন্য নিয়মিত ইংরেজি পত্রিকা অথবা গল্পের বই পড়তে হবে। ইংরেজি মুভি দেখেও নতুন নতুন শব্দ শেখা সম্ভব। নতুন কিংবা অপরিচিত কোনো শব্দ চোখে পড়লে অভিধান দেখে অর্থ জেনে নিতে হবে। সম্ভব হলে খাতায় তুলে রাখতে হবে। অবসর সময়ে শব্দগুলোতে চোখ বুলালে মনে রাখতে সমস্যা হবে না।

-

বাংলা

ব্যাংকের লিখিত পরীক্ষায় বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসে। বাংলা ব্যাকরণে ভালো করতে চাইলে নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই বেশ কাজের। এর পাশাপাশি বাংলা এমপিথ্রি গাইড ফলো করা যেতে পারে। বিগত দিনে ব্যাংকের লিখিত পরীক্ষায় বাংলা অংশের সমাধান আগে থেকে করে রাখলে বাংলায় ভালো করা সম্ভব।

-

আইসিটি

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে গতানুগতিক ও সাধারণ প্রশ্নই থাকে। ‘ইজি কম্পিউটার’ গাইড বই পড়তে পারেন। সঙ্গে বিভিন্ন ব্যাংকের বিগত পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালোভাবে পড়ুন। আরো ভালো প্রস্তুতির জন্য এক্সামভেডা ওয়েবসাইট দেখতে পারেন।

-

সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞানে ভালো করতে হলে সমসাময়িক বিষয়গুলো জানা থাকতে হবে। দৈনিক পত্রিকায় নিয়মিত চোখ বোলাতে হবে। পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স-বিষয়ক ম্যাগাজিনগুলোও পড়তে হবে।

এ বিভাগের আরো খবর