বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) স্বল্প খরচে স্লোভেনিয়ায় কিছুসংখ্যক রড বাইন্ডার শ্রমিক নিয়োগ দিতে যাচ্ছে। আগ্রহী প্রার্থীকে ১৭ আগস্টের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
-
পদের নাম: রিইনফোর্সিং আয়রন ওয়ার্কার্স (রড বাইন্ডার)
পদের সংখ্যা: ১০ জন
বেতন: ১০০০ ইউরো
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর
-
যারা এর আগে সিঙ্গাপুর, দুবাই অথবা মধ্যপ্রাচ্যের দেশে কর্মরত ছিলেন তারা অগ্রাধিকার পাবেন।
চাকরির মেয়াদ ৪ বছর। চাকরির মেয়াদ নবায়নযোগ্য।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে দৈনিক ৮ ঘণ্টা, সপ্তাহে ৬ দিন ডিউটি করতে হবে। বছরে ছুটি ১৫ দিন।
প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে।
স্লোভানিয়া যাওয়ার বিমানভাড়া এবং কাজ শেষে দেশে ফেরার বিমানভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে।
অন্যান্য শর্তাবলি স্লোভানিয়ার শ্রম আইন অনুসারে প্রযোজ্য হবে।
নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি দিতে হবে।
আগ্রহী প্রার্থীকে ইংরেজিতে দুই কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, প্রবাসফেরত হলে পাসপোর্টের ডিপার্চার ও অ্যারাইভালের পৃষ্ঠার কপি এবং অন্যান্য তথ্যাদি বোয়েসেলের ফরমে পূরণ করতে হবে।
ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন। ফরম পূরণের সময় আপনার জিমেইল আইটি দিয়ে লগইন করতে হবে।
ফরমে ই-মেইল আইডি, নাম, পিতা-মাতার নাম, জেন্ডার, জন্ম তারিখ, ফোন নম্বর এবং পাসপোর্ট নম্বর লিখতে হবে। এ ছাড়া আবেদনপত্র, পাসপোর্টের প্রয়োজনীয় পাতার ছবি ও অভিজ্ঞতার সর্টিফিকেটের ছবি আপলোড করতে হবে।