৫৮তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স / সিগন্যালস / ইএমই / এইসি) এবং ৫১তম ডিএসএসসি (আরভিঅ্যান্ডএফসি) কোর্সে অংশ নেবার জন্য বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আগ্রহী প্রার্থীকে ২৭ আগস্টের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
-
১. ইঞ্জিনিয়ার্স কোর (পুরুষ / মহিলা)
যোগ্যতা: এসএসসি ও এইচএসসিসহ বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি।
-
২. সিগনালস কোর (পুরুষ / মহিলা)
যোগ্যতা: এসএসসি ও এইচএসসিসহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি।
-
৩. ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর (পুরুষ / মহিলা)
যোগ্যতা: এসএসসি ও এইচএসসিসহ নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এবং অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি।
-
৪. আর্মি এডুকেশন কোর (পুরুষ / মহিলা)
যোগ্যতা: এসএসসি ও এইচএসসিসহ গণিতে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি।
-
৫. রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (পুরুষ)
যোগ্যতা: এসএসসি ও এইচএসসিসহ বিএসসি (ভেট অ্যান্ড এএইচ/ডিভিএম ডিগ্রি।
-
পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন ৫৭ কেজি। বুক স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারণ ৩২ ইঞ্চি।
নারী প্রার্থীর উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। ওজন ৪৯ কেজি। বুক স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারণ ৩০ ইঞ্চি।
প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে।
-
প্রার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।
ফরম পূরণের সময় নির্ধারিত মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি দিতে হবে।
প্রয়োজনে ফোন করুন: ০১৭১৩১৬১৯৭৯
সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদের বিএমএতে যোগদানের আগে সাঁতার শিখতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।