বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আমি প্রবাসী অ্যাপে’ যুক্ত হলো প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ জুলাই, ২০২২ ২১:২৩

অ্যাপটি ডাউনলোড করতে নিচের ঠিকানায় ক্লিক করতে হবে- গুগল প্লে স্টোর: cutt.ly/MToskR3, আইওএস অ্যাপ স্টোর: cutt.ly/GLP3bG2।

প্রবাসী কর্মীদের বাধ্যতামূলক কাজগুলো সহজে পরিচালিত করার জন্য ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। আর এই প্রক্রিয়ার একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ অংশ হলো ‘আমি প্রবাসী অ্যাপ’। এবার এই প্রক্রিয়ায় যুক্ত হলো প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) সেশনের বুকিং, যা সহজ কিছু ধাপ অনুসরণ করেই ‘আমি প্রবাসী অ্যাপ’-এর মাধ্যমে সম্পন্ন করা যাচ্ছে।

এর জন্য আমি প্রবাসী অ্যাপে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন সিলেক্ট করতে হবে। এরপর গন্তব্য দেশ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), তারিখ ও সময় সিলেক্ট করতে হবে।

পেমেন্টের পর কিউআর কোড-সংবলিত এনরোলমেন্ট কার্ড দেয়া হবে। এনরোলমেন্ট কার্ডে ছবি যোগ করে পিডিও ক্লাসে উপস্থিতি দিতে কার্ডটি স্ক্যান করতে হবে।

ট্রেনিং শেষে কিউআর কোড-সংবলিত সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। বিদেশে যেতে এই সার্টিফিকেট আবশ্যক।

অ্যাপটি ডাউনলোড করতে নিচের ঠিকানায় ক্লিক করতে হবে- গুগল প্লে স্টোর: cutt.ly/MToskR3, আইওএস অ্যাপ স্টোর: cutt.ly/GLP3bG2।

এ বিভাগের আরো খবর