বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশের তিন তরুণের হাতে ইউনিলিভার ফিউচার লিডার্স ট্রফি

  •    
  • ২২ জুলাই, ২০২২ ২২:৪৭

চূড়ান্ত পর্বে ২৩টি দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর আবরার মাহির আহমেদ, আফনান সাইদ এবং রাফসান মাহবুব শামস পুরস্কার জিতেছেন।

ব্যবসা বিষয়ক বৈশ্বিক প্রতিযোগিতা ইউনিলিভার ফিউচার লিডার্স’লিগ (ইউএফএলএল) প্রতিযোগিতার ট্রফি জিতেছে তিন সদস্যের বাংলাদেশ দল।

ইউনিলিভারের এই উদ্যোগ সারা বিশ্বের শিক্ষার্থীদের সংযুক্ত করে থাকে। বাস্তব জীবনের ব্যবসায়িক বাধা মোকাবিলায় তরুণদের দক্ষ ও ক্ষমতায়নের মাধ্যমে অধিকতর ব্যবসার সুযোগ তৈরি ও আরও অগ্রসরমান পৃথিবী গড়ার উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজন করা হয় আন্তর্জাতিকভাবে স্বনামধন্য এই প্রতিযোগিতা।

চলতি বছর বিশ্বের ৪৫টি বিশ্ববিদ্যালয় থেকে ৫৪ হাজারের বেশি আবেদন নেয়া হয় প্রতিযোগিতার জন্য।

চূড়ান্ত পর্বে ২৩টি দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর আবরার মাহির আহমেদ, আফনান সাইদ এবং রাফসান মাহবুব শামস পুরস্কার জিতেছেন।

তাদের তিনজনই এখন ইউনিলিভারের অধীনে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে দায়িত্বরত রয়েছেন।

আবরার এবং আফনান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। রাফসান পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে।

ইউনিলিভার বাংলাদেশের শীর্ষ ব্যবসা বিষয়ক প্রতিযোগিতা ‘বিজমায়েস্ত্রোজ’ এর বিজয়ীরা এই আন্তর্জাতিক ফোরাম এ অংশ নেয়ার সুযোগ পেয়েছেন। প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের প্রায় ৩৪০ জন শিক্ষার্থী বেশ কিছু রাউন্ডে পর্যায়ক্রমে নানাবিধ ব্যবসায়িক সমস্যার সমাধান ও বিভিন্ন কৌশল প্রস্তাব করেন।

এসব রাউন্ডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ম্যানেজারদের কাছ থেকে হাতে-কলমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন; এ ছাড়া ইউনিলিভারের শীর্ষ নেতৃত্ব থেকেও তাদের বাস্তব ব্যবসার প্রকৃত সমস্যা সমাধানে দিক-নির্দেশনা দেয়া হয়।

এই বিজয়ের ফলে ইউনিলিভার ফিউচার লিডার্স’ লিগ-এ বাংলাদেশ দুটি চ্যাম্পিয়নশিপ এবং তিনটি রানার আপ ট্রফি জিতে।

ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল)-এর সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার বলেন, ‘ইউএফএলএল প্রতিযোগিতায় আমাদের মেধাবী দলের এই গৌরবোজ্জ্বল বিজয়ের সাক্ষী হওয়া ইউনিলিভার বাংলাদেশের জন্য গর্বের একটি মুহূর্ত। বাংলাদেশের দলের সদস্যরা আন্তর্জাতিক অঙ্গনে তাদের দক্ষতা ও মেধা প্রতিফলনে সক্ষম হয়েছে ও বাংলাদেশের পতাকা সমুন্নত রেখেছে।’

বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার হিসেবে আগামী ২০৩০ সালের মধ্যে ১০ লাখ তরুণকে ভবিষ্যতের জন্য উপযুক্ত দক্ষতায় প্রশিক্ষিত করে তোলার প্রতিশ্রুতির কথাও জানান তিনি।

এ বিভাগের আরো খবর