বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) জরুরি ভিত্তিতে কুয়েতে নার্স নিয়োগ দিতে যাচ্ছে। ৩০৪টি পদের মধ্যে নারী নার্স নিয়োগ দেয়া হবে ২৪৪ জন এবং পুরুষ নার্স নিয়োগ দেয়া হবে ৬০ জন। আগ্রহী প্রার্থীকে ২০ জুলাইয়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
-
পদের নাম ডিপ্লোমা নার্স। পদের সংখ্যা মোট ৩০৪টি।
নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোন নার্সিং ইনস্টিটিউট হতে বিএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
যেকোনো সরকারি, আধাসরকারি বা বেসরকারি মেডিক্যাল কলেজ অথবা হাসপাতালে নার্স হিসেবে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স ৪০ বছরের নিচে হতে হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থী প্রতি মাসে ৮০ হাজার টাকা বেতন পাবেন। ওভারটাইম করলে বেতনের সঙ্গে ওভারটাইম বিলও যোগ হবে। বছরে ১০ কুয়েতি দিনার ইনক্রিমেন্ট দেয়া হবে।
চাকরির মেয়াদ ৩ বছর। তবে শিক্ষানবিশকাল ৩ মাস। চাকরির মেয়াদ নবায়নযোগ্য।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে সপ্তাহে ৬ দিন দৈনিক ৮ ঘণ্টা ডিউটি করতে হবে। বছরে ছুটি থাকবে ৩০ দিন।
প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা-খাওয়া এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। পাশাপাশি কুয়েতে যাওয়ার বিমানভাড়া এবং কাজ শেষে দেশে ফেরার বিমানভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান দিবে।
অন্যান্য শর্তাবলী কুয়েতের শ্রম আইন অনুসারে প্রযোজ্য হবে।
নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে।
আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে দুই কপি জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট এবং অন্যান্য তথ্য পূরণ করে বোয়েসেলের দেয়া লিংকে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ ২০ জুলাই।
লিখিত ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের কোনো প্রকার টিএ, ডিএ দেয়া হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।