বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি তরুণ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ জুলাই, ২০২২ ১৯:৩২

আন্তর্জাতিক যুব-নেতৃত্বাধীন অলাভজনক প্রতিষ্ঠান অ্যাওয়ারনেস ৩৬০-এ সিনিয়র রিজিওনাল অফিসার পদে কর্মরত আমিমুল এহসান খান। তিনি সংগঠনটির প্রজেক্ট ম্যানেজমেন্ট ও মিডিয়া অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের নেতৃত্ব দিচ্ছেন।

আন্তর্জাতিক সম্মাননা ‘ডায়ানা অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশি তরুণ মো. আমিমুল এহসান খান। ৪০টিরও বেশি দেশের তরুণ-তরুণীদের ক্ষমতায়ন এবং মাসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা প্রকল্প ও লিঙ্গ সমতা নিয়ে কাজ করার জন্য তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য ৯ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের এই সম্মাননা দেয়া হয়ে থাকে। সামাজিক কর্মকাণ্ডের জন্য দেয়া সবচেয়ে সম্মানজনক পুরস্কার এটি।

আন্তর্জাতিক যুব-নেতৃত্বাধীন অলাভজনক প্রতিষ্ঠান অ্যাওয়ারনেস ৩৬০-এ সিনিয়ির রিজিওনাল অফিসার পদে কর্মরত আমিমুল এহসান খান। তিনি সংগঠনটির প্রজেক্ট ম্যানেজমেন্ট ও মিডিয়া অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের নেতৃত্ব দিচ্ছেন।

আমিমুল ২০১৮ সালে অ্যাওয়ারনেস ৩৬০-এ যোগদান করেন। ওই সময় তিনি বাংলাদেশের বিভিন্ন সুবিধাবঞ্চিত এলাকায় পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) প্রজেক্টের আয়োজন করতেন। সেখানে তিনি ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে হাত ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা এবং পানিবাহিত রোগ থেকে সুরক্ষার বিষয়ে সচেতন করতেন।

এ ছাড়া প্রত্যন্ত অঞ্চলে মা ও স্কুলপড়ুয়া মেয়েদের ঘরে বসেই কীভাবে স্বাস্থ্যসম্মত পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন বানানো যায় তা শেখাতেন। মাসিক নিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার দূরীকরণেও কাজ করতেন তিনি।

আমিমুল ৩০টিরও বেশি নারী ক্ষমতায়ন কর্মশালা ও ওয়াশ প্রকল্প আয়োজন করেছেন। এর মাধ্যমে আড়াই হাজারের বেশি মানুষ সরাসরি উপকৃত হয়েছেন।

কাজের স্বীকৃতি হিসেবে আমিমুলকে ২০১৮ সালের অ্যাওয়ারনেস ৩৬০-এর মেম্বার অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়। এর মাধ্যমে তিনি মালয়েশিয়ায় গিয়ে ইউনিভার্সিটি পুত্রমালয়েশিয়ার টিইডি-এক্স ইভেন্টে বাংলাদেশ ও অ্যাওয়ারনেস ৩৬০-এর পক্ষে প্রতিনিধিত্ব করার সুযোগ পান।

লেখাপড়ার জন্য ২০২০ সালে জাপানে যাওয়ার পর আমিমুল পদোন্নতি লাভ করেন। এ পর্যায়ে বিভিন্ন দেশের তরুণদের প্রশিক্ষণ দেয়া শুরু করেন। তরুণরা নিজ নিজ দেশে কীভাবে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে এবং জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কীভাবে ভূমিকা রাখতে পারে তা-ই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।

বর্তমানে তিনি অ্যাওয়ারনেস ৩৬০-এর মাধ্যমে ৪০টিরও বেশি দেশের পাঁচ শতাধিক তরুণ-তরুণীকে ক্ষমতায়নে তিনি ভূমিকা রাখছেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে আমিমুল বলেন, ‘সমাজকল্যাণে আমার অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে দেখে খুব ভালো লাগছে। এই সম্মাননা আমাকে সামনে এগিয়ে যেতে, দেশ-বিদেশে সামাজিক উন্নয়নে অবদান রাখতে আরও অনুপ্রাণিত করবে।

‘শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য অনেক দেশেও এখনো মাসিক নিয়ে অবহেলা ও কুসংস্কার রয়েছে। মাসিক স্বাস্থ্য নিয়ে অবহেলার কারণে অনেকেই লিঙ্গ বৈষম্যের শিকার হচ্ছেন। দেখা দিচ্ছে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। আমি চাই সমাজে সব শ্রেণি-পেশার, সব লিঙ্গের মানুষ সুস্থ ও নিরাপদভাবে সমান অধিকার নিয়ে বসবাস করুক।’

আমিমুল বর্তমানে জাপানের টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে লেখাপড়া করছেন।

এ বিভাগের আরো খবর