বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিইউবির আনুশা পেলেন ডায়ানা অ্যাওয়ার্ড

  •    
  • ২ জুলাই, ২০২২ ১৫:২৮

অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে আনুশা চৌধুরী বলেন, ‘বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পারাটা অনেক সম্মানের। আমি খুবই আনন্দিত। কানাডিয়ান ইউনিভার্সিটিতে আমার যারা শিক্ষক, সহকর্মী তাদের কাছেও আমি কৃতজ্ঞ।’

মানুষের জীবনমান উন্নত করতে যেসব তরুণ-তরুণী কাজ করেন, তাদের সম্মানিত করা হয় ডায়ানা অ্যাওয়ার্ডের মাধ্যমে।

এ বছর এমন আট বাংলাদেশিকে দেয়া হয়েছে এ সম্মাননা। তাদের একজন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের (সিইউবি) এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ডিরেক্টর আনুশা চৌধুরী।

‘লেটস টক মেন্টাল হেলথ’ নামের একটি সেবাদাতা প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা আনুশা। মানসিক সমস্যাসংক্রান্ত সেবা দেয়ায় তার হাতে উঠেছে এ পুরস্কার।

আনুশার এ অর্জনের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছে সিইউবি কর্তৃপক্ষ।

সিইউবির ক্যাম্পাসে শনিবার দুপুরে আনুশার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউবির উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হকসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে আনুশা চৌধুরী বলেন, ‘বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পারাটা অনেক সম্মানের। আমি খুবই আনন্দিত। কানাডিয়ান ইউনিভার্সিটিতে আমার যারা শিক্ষক, সহকর্মী তাদের কাছেও আমি কৃতজ্ঞ।

‘মানসিক স্বাস্থ্য খুবই জরুরি একটা বিষয়, কিন্তু দেশে এটা নিয়ে তেমন কথা হয় না। আমার ইচ্ছা, মানসিক স্বাস্থ্য নিয়ে আরও অনেক কাজ করার।’

প্রিন্সেস অফ ওয়েলস, ডায়ানার নামানুসারে ‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড’ ১৯৯৯ সাল থেকে দেয়া হচ্ছে। এর সভাপতি গর্ডন ব্রাউন।

বাংলাদেশ থেকে আরও যারা ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন, তারা হলেন নাফিরা আহমদ (প্রতিষ্ঠাতা, অ্যামপ্লিটিউড), মুরাদ আনসারি (প্রতিষ্ঠাতা, সাইকিউর), ফায়েজউদ্দিন বেলাল (নির্বাহী পরিচালক, বরিশাল ইয়ুথ সোসাইটি), মো. আমিনুল ইসলাম খান (জ্যেষ্ঠ আঞ্চলিক কর্মকর্তা, অ্যাওয়ারনেস ৩৬০), শামিম আহমেদ মৃধা (প্রতিষ্ঠাতা, ইকো নেটওয়ার্ক), মনিষা মিম নিপুন হিজরা (পথচলা ফাউন্ডেশন), দীপ্র প্রত্যয় (প্রতিষ্ঠাতা, ডিপি টিউটোরিয়াল)।

এ বিভাগের আরো খবর