বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশি স্টার্টআপ হোমফেকশনারী জিতল আন্তর্জাতিক পুরস্কার

  •    
  • ১২ জুন, ২০২২ ০১:৫০

‘সামাজিক উদ্যোক্তা চ্যালেঞ্জ-২০২২’ একটি সম্মিলিত উদ্যোগ, যা পরিচালিত হয় ইউরোক্লিয়ার, ক্লোজ দ্য গ্যাপ এবং বেলজিয়াম ইমপ্যাক্টের যৌথ সহায়তায়।

বেলজিয়ামের শীর্ষ বিশ্ববিদ্যালয়, ভ্রিজ ইউনিভার্সিটি ব্রাসেল (ভিইউবি)-এর আয়োজনে ‘সামাজিক উদ্যোক্তা চ্যালেঞ্জ-২০২২’ পুরস্কার জিতেছে বাংলাদেশের উদ্যোগ হোমফেকশনারী।

বিশ্বের ১৩ দেশ থেকে ৪৫ জন উদ্যোক্তা এই চ্যালেঞ্জে অংশ নেন। সেখানে প্রথম হয় বাংলাদেশের তরুণ উদ্যোক্তা উমায়ের ইসলামের হোমফেকশনারী।

‘সামাজিক উদ্যোক্তা চ্যালেঞ্জ-২০২২’ একটি সম্মিলিত উদ্যোগ, যা পরিচালিত হয় ইউরোক্লিয়ার, ক্লোজ দ্য গ্যাপ এবং বেলজিয়াম ইমপ্যাক্টের যৌথ সহায়তায়।

নতুন সামাজিক ব্যবসাগুলোকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতেই প্রতি বছর আয়োজন করা হয় এই অনুষ্ঠান ।

শীর্ষ ১১টি দল চূড়ান্ত আসরে অংশ নেয়। যেখানে দলগুলো তাদের ব্যবসাকে সাধারণ দর্শক, বিনিয়োগকারী, শিক্ষাবিদ এবং প্রোগ্রামের অংশীদারদের কাছে উপস্থাপন করে।

সম্প্রতি চূড়ান্ত আসরে তাদের সামাজিক উদ্যোগ উপস্থাপন করার পর ভোটের মাধ্যমে ৩টি উদ্যোগকে পুরস্কৃত করা হয়।

চ্যালেঞ্জে দ্বিতীয় হয় ডায়নালিম্ব প্রস্থেটিক্স (নাইজেরিয়া) এবং তৃতীয় হয় সালেহ সাজ্জাদ প্রতিষ্ঠিত ক্রি-শপ (বাংলাদেশ)।

হোমফেকশনারী লিমিটেড ২০২১ সালে যাত্রা শুরু করে ঘরে রান্না করা খাবারের অনলাইন বাজার, স্কিল ডেভেলপমেন্ট এবং রান্নার কাঁচামাল ও সরঞ্জামগুলোর জন্য একটি হাইব্রিড প্ল্যাটফর্ম হিসেবে। তারা প্রযুক্তির সাহায্যে বেকারত্ব এবং খাদ্য এই দুটি দৈনন্দিন সমস্যার সমাধান করছে।

২০২৭ সালের মধ্যে দেশে বেশ কিছু নারীকে ক্ষমতায়নের মাধ্যমে তারা গড়ে তুলতে চায় বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান হিসেবে।

এ বিভাগের আরো খবর