বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরকারি ব্যবস্থাপনায় ২৪৪ নার্স নেবে কুয়েত

  • ফরহাদ হোসেন   
  • ২৮ মে, ২০২২ ১০:৩৬

শুধু নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সরকার স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে নার্সিং বিষয়ে বিএসসি বা ডিপ্লোমা পাস। বয়স সর্বোচ্চ ৪০ বছর।

সরকারি ব্যবস্থাপনায় এবং নামমাত্র খরচে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নার্স পাঠানো হচ্ছে। অ্যাডভান্স টেকনোলজি কোম্পানির মাধ্যমে ২৪৪ জন নারী নার্স পাঠাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। নার্সিং বিষয়ে বিএসসি অথবা ডিপ্লোমা পাসসহ ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকলেই করা যাবে আবেদন। সুযোগ মিললে মাসিক বেতন হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ হাজার টাকা। ওভারটাইম মিলিয়ে সেটা এক লাখ টাকার বেশি দাঁড়াবে। আছে বার্ষিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য সুবিধাও। বোয়েসেলের সহকারী মহাব্যবস্থাপক (ব্যবসা উন্নয়ন) জনাব নোমান চৌধুরীর সঙ্গে কথা বলে লিখেছেন ফরহাদ হোসেন।

-

যারা আবেদনের যোগ্য

শুধু নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সরকার স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে নার্সিং বিষয়ে বিএসসি বা ডিপ্লোমা পাস। বয়স সর্বোচ্চ ৪০ বছর। যেকোনো সরকারি, আধাসরকারি বা বেসরকারি মেডিক্যাল কলেজ বা হাসপাতাল বা প্রতিষ্ঠানে নার্স হিসেবে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে ২ বছর ৬ মাস। সরকারি প্রতিষ্ঠানে নার্স হিসেবে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। তবে বেসরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত নার্সদের অগ্রাধিকার দেয়া হবে।

-

আবেদন যোগ্যতা ও পদ্ধত্তি

বাংলাদেশের যেকোনো জেলার নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে ১ কপি পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতার সনদ, এনআইডি অথবা জন্মনিবন্ধন সনদ ও প্রয়োজনীয় অন্যান্য সনদসহ অনলাইনে ফরম পূরণের মধ্যেমে আবেদন করতে হবে।

আবেদন করার জন্য এই লিংকে ক্লিক করুন।

আবেদনের সময় সব সনদের পিডিএফ কপি আলাদাভাবে আপলোড করতে হবে। প্রতিটি পিডিএফ আকারে এক মেগাবাইটের চেয়ে কম হতে হবে। আবেদন করার শেষ সময় ৯ জুন ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত।

-

সাক্ষাৎ ও বাছাই পদ্ধতি

নোমান চৌধুরী জানান, ‘মোট দুটি ধাপে কর্মী বাছাই করা হবে। প্রাপ্ত আবেদনপত্র প্রাথমিকভাবে বাছাই করে যোগ্য প্রার্থীদের ডাকা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য। প্রথমে লিখিত পরীক্ষা নেয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের একই দিনে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় কাজের দক্ষতা, সাধারণ জ্ঞানসহ অন্যান্য বিষয় দেখা হবে। পাশাপাশি বিদেশে কাজে যাওয়ার আগ্রহ, স্বাস্থ্যগতভাবে সক্ষম ও পরিবারের সম্মতি আছে কিনা ইত্যাদি বিষয় দেখা হবে।

লিখিত পরীক্ষায় ডাক পাওয়া প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে দেয়া সব ধরনের সনদের মূলকপি এবং দুই সেট ফটোকপি সঙ্গে রাখতে হবে।

-

খরচ কেমন

বোয়েসেল কর্তৃপক্ষ জানান, চূড়ান্তভাবে নির্বাচিতদের কুয়েতে যাবার এবং চাকরি শেষে ফিরে আসার বিমানভাড়া কর্তৃপক্ষ বহন করবে। মনোনীতদের শুধু সরকারি সার্ভিস চার্জ বোয়েসেল কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এ ছাড়া চূড়ান্তভাবে নির্বাচিতদের মেডিক্যাল ফি, ফিঙ্গার প্রিন্টের ফি এবং অঙ্গীকারনামার স্ট্যাম্প বাবদ বোয়েসেলের নির্ধারিত ফি দিতে হবে।

কুয়েত যাবার প্রয়োজনীয় সব লেনদেন করতে হবে বোয়েসেলের মনোনীতি ব্যক্তি বা নির্ধারিত ব্যাংকের মাধ্যমে। এদের ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের লেনদেন করা যাবে না।

-

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা

চাকরিতে যোগ দেয়ার পর ৩ মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। স্থায়ী হওয়ার পর একজন কর্মীর মাসিক বেতন হবে বাংলাদেশি টাকায় ওভারটাইমসহ প্রায় ১ লাখ টাকা। এ ছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট হবে ১০ কুয়েতি দিনার। একজন কর্মীকে প্রতিদিন আট ঘণ্টা করে সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। ১ দিন মিলবে সাপ্তাহিক বিরতি। বছরে ছুটি পাওয়া যাবে ৩০ দিন।

প্রাথমিক পর্যায়ে চাকরির মেয়াদ হবে তিন বছর। ভালো পারফরম্যান্স দেখাতে পারলে মেয়াদ বাড়ার সুযোগ রয়েছে। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্মীদের আসবাবপত্রসহ বাসস্থান, খাওয়া, চিকিৎসা ও কাজে যাবার যাতাযাত খরচ বহন করবে। এ ছাড়া অন্যান্য সুবিধাদি ও শর্তাবলি কুয়েতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

-

যোগাযোগ

বোয়েসেলের ওয়েবসাইটে পাওয়া যাবে যাবতীয় দরকারি সব তথ্য। এ ছাড়া যোগাযোগ করা যাবে বোয়েসেলের মনোনীত ব্যক্তির সঙ্গেও। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।

ফোন ০২-৯৩৩৬৫০৮, ০২-৪৮৩১৯১২৫।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

এ বিভাগের আরো খবর