বিমাশিল্পে খুব সহজেই চাকরির সুযোগ পেতে এবং পেশাগত দক্ষতা ও জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে অ্যাসোসিয়েটশিপ অফ বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমি (এবিআইএ) ডিপ্লোমা করতে পারেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীনে এই ডিপ্লোমাটি দেয় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমি (বিআইএ)। সরকারি প্রতিষ্ঠান হওয়ায় এ ডিপ্লোমা অর্জনকারীদের চাহিদা এ শিল্পে ক্রমেই বাড়ছে। অ্যাকাডেমির পরিচালক এস এম ইব্রাহিম হোসাইনের সঙ্গে এর বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন ফরহাদ হোসেন।
-
বিমা পেশায় কেন এ ডিপ্লোমা
পরিসংখান অনুযায়ী বর্তমানে সরকারি দুটি বিমা প্রতিষ্ঠান সাধারণ বিমা করপোরেশন, জীবন বিমা করপোরেশনসহ বেসরকারি খাত মোট ৮১টি বিমা প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। এতে ছয় লক্ষাধিক কর্মী নিয়োজিত। প্রতি বছর এ খাতে প্রচুর দক্ষ লোকবলের প্রয়োজন হয়। বিশেষ করে মার্কেটিং এবং অফিশিয়াল- দুই ক্ষেত্রেই দক্ষ লোকবল চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগকারী প্রতিষ্ঠান। ডিপ্লোমাটিতে এমনভাবে শিক্ষা কারিকুলাম সাজানো হয়েছে, যাতে বিমাশিল্পের মৌলিক বিষয়গুলো বাস্তব কাজে প্রয়োগ করা যায়। এতে প্রতিষ্ঠান দক্ষ লোকবল পায়, বৃদ্ধি পায় প্রডাক্টটিভিটি। কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো এসব কারণেই বিআইএর ডিপ্লোমাধারীদের নিয়োগে প্রাধান্য দেয়।
-
লক্ষ্য যাদের বিমাশিল্পে ক্যারিয়ার গড়ার
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্যবসা শাখায় বিমা বিষয়ে পড়ানো হয়। অনেকে তখনই ঠিক করেন এ বিষয়ে ক্যারিয়ার গড়ার। আবার অনেকে এ পেশার ভবিষ্যৎ সমৃদ্ধ জেনেও আসেন। তবে যারা এ পেশায় ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এ ডিপ্লোমা খুবই কাজে দেবে। নতুন বা ফ্রেসারদের বেলায় যেমন এ ডিপ্লোমা চাকরি পেতে সহায়তা করবে, তেমনি যারা এ পেশায় বিভিন্ন লেভেলে কর্মরত অথচ অনেকের চেয়ে পিছিয়ে আছেন তাদেরও কাজের দক্ষতা বাড়াতে সহায়ক হবে। নিজ কর্মক্ষেত্রে পদোন্নতিতেও এ ডিপ্লোমাটি বেশ কাজে দেবে।
-
ভর্তি প্রক্রিয়াও খুব সহজ
এবিআইএ ঢাকার মহাখালীতে নিজস্ব ভবনে ভর্তি, ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করে। ডিপ্লোমা কোর্সটিতে ভর্তি হতে চাইলে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান পাস হতে হবে। বছরে মে ও অক্টোবর সেশনে ভর্তি নেয়া হয়।
মে সেশনে এবার ভর্তির শেষ তারিখ ১৯ জুন। এতে ভর্তি ও পরীক্ষার ফি একসঙ্গে নেয়া হয়। ভর্তি ও রেজিস্ট্রেশন ফি বাবদ দিতে হবে ৬০০ টাকা। রেজিস্ট্রেশনের মেয়াদ ন্যূনতম এক বছর এবং সর্বোচ্চ ১০ বছর।
ডিপ্লোমাটিতে মোট ১০টি বিষয়ে অধ্যয়ন করতে হবে। প্রতি বিষয়ে কাউন্সিলিং ফি ৪৫০ টাকা এবং প্রতি বিষয়ে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা করে ভর্তির সময় জমা দিতে হয়।
নিয়মিত অধ্যয়ন করতে পারলে এতে মোট খরচ হবে মাত্র ১০ হাজার ১০০ টাকা। মে সেশনের কাউন্সিলিং ক্লাস শুরু হবে ২১ জুন থেকে। ভর্তি, পরীক্ষাসহ যাবতীয় তথ্য পাওয়া যাবে অ্যাকাডেমির ওয়েবসাইট থেকে।
-
তরুণরাই আসছে বেশি
বিআইএর ডিপ্লোমা শুরু হয়েছে ১৯৮১ সাল থেকে। দেখা যায় তুলনামূলকভাবে এ ডিপ্লোমা কোর্সে তরুণরাই বেশি আসছে। যারা একেবারেই ফ্রেসার। মূলত এখন যারা নবীন, তারাই আগামীর নেতৃত্ব দেবে। এ শিল্পে তাদের এগিয়ে আসাটা ইতিবাচক। নেতৃত্বের ও দক্ষতার ভিতটা শক্ত হলে ভবিষ্যৎও মজবুত হয়। কাজের বা চাকরির ক্ষেত্রে প্রত্যেক কর্মী এটাই চায়।
ক্ষেত্র যেটাই হোক, কাজের যোগ্যতা ও দক্ষতা বাড়াতে পারলে কাজের অভাব হয় না। আমরা অনেকেই জানি, প্রতিটি খাতেই দক্ষ কর্মীর অভাব রয়েছে। রয়েছে অপ্রতুলতা। আগামীর শক্ত ভিত গড়তে বিমাশিল্পে তরুণদের এগিয়ে আসাটা এ খাতের জন্যই শুভ ফল বয়ে আনবে। অনেকেই এই ডিপ্লোমা নিয়ে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে টপ লেভেলে কাজ করছেন। এন্ট্রি বা মিড লেভেলেও রয়েছে এ ডিপ্লোমাধারী অসংখ্য কর্মী।
যোগাযোগ: বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমি (এবিআইএ), ইন্স্যুরেন্স অ্যাকাডেমি ভবন, ৫৩ মহাখালী বা/এ, ঢাকা।
ফোন : ০২-২২২২৯৯২৯২/৯৩। ই-মেইল : bangladeshinsuranceacademy@gmail.com