বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০ হাজার নতুন কর্মসংস্থানে বিডিজবসের ‘রাইডার মেলা’

  •    
  • ২১ মে, ২০২২ ১৮:২৯

মেলায় ফুডপান্ডা, চালডাল ডটকম, কেএফসি, পিজ্জা হাট, পিকাবু, উবার বাংলাদেশ, যাচাই ডটকম, ডেলিভারি টাইগারসহ ৩০টি কোম্পানি অংশ নেবে।

চাকরির ওয়েবসাইট বিডিজবস রাজধানীর চার স্থানে আয়োজন করছে রাইডার মেলা। যেখান থেকে ২০ হাজার ডেলিভারি রাইডার নিয়োগ দেয়া হবে।

দেশের ই-কমার্স এবং লজিস্টিক খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে বিডিজবস।

দেশের ই-কমার্স ও লজিস্টিক খাতের শীর্ষ কোম্পানিগুলো এই মেলায় আগ্রহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করবে।

আগামী ২৩ মে মিরপুরের সেতারা কনভেনশন হলে অনুষ্ঠিত হবে প্রথম মেলা। এরপর ক্রমান্বয়ে ২৬ মে ধানমন্ডির সেলিব্রেটি কনভেনশন হল, ৬ জুন উত্তর বাড্ডার কামরুল কনভেনশন হল এবং ৮ জুন উত্তরার পলওয়েল কনভেনশন হলে রাইডার মেলাগুলো অনুষ্ঠিত হবে।

মেলায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে (রেজিস্ট্রেশন লিংক www.bdjobs.com/jobfair)। মেলায় গিয়েও রেজিস্ট্রেশন করা যাবে।

বিডিজবস ডটকমের মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী বলেন, ‘করোনাকালীন প্রায় সব খাতেই কর্মী নিয়োগ বন্ধ ছিল। কিন্তু ই-কমার্স এবং লজিস্টিক কোম্পানিগুলো এই সময়ে প্রচুর ডেলিভারি রাইডার নিয়োগ করেছে। অনেক গ্রাজুয়েট চাকরিপ্রার্থী এই সময়ে রাইডার হিসাবে কাজ করে ভালো আয় করেছে।

‘এটা এখন সম্মানজনক পেশায় পরিণত হয়েছে। বর্তমানে দেশে আড়াই লাখের অধিক ডেলিভারি রাইডার বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করছে। আগ্রহীরা চাইলে ফ্রিল্যান্স রাইডার হিসাবেও কাজ করতে পারেন।’

প্রকাশ রায় চৌধুরী আরও বলেন, বর্তমানে উপজেলা পর্যায়েও ডেলিভারি রাইডাররা কাজ করছে। নিজের একটা বাইক কিংবা বাই সাইকেল থাকলেই এ কাজ করে সহজেই মাসে ২৫-৩০ হাজার টাকা আয় করা সম্ভব।

মেলায় ফুডপান্ডা, চালডাল ডটকম, কেএফসি, পিজ্জা হাট, পিকাবু, উবার বাংলাদেশ, যাচাই ডটকম, ডেলিভারি টাইগারসহ ৩০টি কোম্পানি অংশ নেবে।

বৃহস্পতিবার বিস্তারিত জানানোর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডিজবস ডটকমের বিক্রয় বিভাগের ইমরুল কায়েস, এনামুল হাসান, শোয়েব হাসান সবুজ এবং মেলার সমন্বয়ক মোহাম্মদ আলী ফিরোজসহ অন্যরা।

এ বিভাগের আরো খবর