বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিএমএসএস এনজিওতে যোগ দিতে চাইলে যা করবেন

  • ফরহাদ হোসেন   
  • ২১ মে, ২০২২ ১১:১৩

ভাইভাতে মূলত এনজিওর বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হয়। মাঠপর্যায়ের ঋণ নিয়ে কাজ করতে হবে বিধায় এ বিষয়েই বেশি প্রশ্ন করেন নিয়োগকারীরা। বিশেষ করে ঋণ বিতরণ, সঞ্চয় আদায়, সমিতি গঠন ইত্যাদি বিষয়ে বেশি গুরুত্ব দেয়।

ক্ষুদ্রঋণ কর্মসূচিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস। এতে দুই পদে মোট ৩ হাজার ১০০ জন নিয়োগ পাবেন। নির্ধারিত ঠিকানায় আবেদন পাঠানো যাবে ১৬ জুন ২০২২ পর্যন্ত। প্রাথমিক বাছাইয়ে যোগ্যদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগে পরিচালক শাহাজাদী বেগমের সঙ্গে কথা বলে নিয়োগের বিভিন্ন বিষয় সম্পর্কে লিখেছেন ফরহাদ হোসেন।

-

যোগ্যতা যা থাকতে হবে

সিনিয়র ফিল্ড সুপারভাইজার পদে কাজের সুযোগ পাবেন ৬০০ জন। এ পদটিতে ফ্রেসার আবেদনকারীর যোগ্যতা হতে হবে ন্যূনতম স্নাতক বা সমমান। স্নাতকোত্তর বা সমমান পাসকৃতরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে বয়স থাকতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। একই পদে অভিজ্ঞদের বেলায় স্নাতক বা সমমান পাস থাকতে হবে। মাঠপর্যায়ে কাজের ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা লাগবে। বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।

ফিল্ড সুপারভাইজার পদে সুযোগ পাবেন দুই হাজার ৫০০ জন। এ পদটির জন্য ফ্রেসারদের এইচএসসি বা সমমান পাস হলেই চলবে। বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে এমন ব্যক্তিরাই আবেদনের সুযোগ পাবেন। একই পদে অভিজ্ঞদের বেলায় এইচএসসি বা সমমান পাস এবং মাঠপর্যায়ের কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ১৮ থেকে ৪০ বছর।

-

আবেদন যেভাবে

পরিচালকএইচআরএম অ্যান্ড অ্যাডমিন, টিএমএসএস বরাবরে আবেদনপত্র লিখতে হবে। সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানাসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। নির্বাচনী পরীক্ষার ফি বাবদ সব পদের জন্য ২০০ টাকা জমা দিতে হবে। ১০ টাকার মানি রসিদ সংস্থার যেকোনো শাখা থেকে তুলে এই টাকা জমা দেয়া যাবে।

চাইলে তফসিলভুক্ত যেকোনো ব্যাংক থেকে টিএমএসএস শিরোনামে পে-অর্ডার করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানাসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও এ-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

-

পরীক্ষার বিষয়াদি

সিনিয়র ফিল্ড সুপারভাইজার এবং ফিল্ড সুপারভাইজার পদে শুধু ৫০ নম্বরের মৌখিক পরীক্ষা নেয়া হয়। এ দুটি পদে একেবারে মাঠপর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে কাজ করতে হয় বিধায় মৌখিক পরীক্ষায় নানা বিষয় জানতে চাওয়া হবে। এর মধ্যে আছে ক্ষুদ্রঋণ কার্যক্রম, মাইক্রো ফিন্যান্স, ক্ষুদ্রঋণ ও উন্নয়ন, উন্নয়ন কার্যক্রম, এনজিও নীতিমালা, বৈশিষ্ট্য, ঋণ আদায়, বিতরণ, সাধারণ জ্ঞান, হিসাবসংক্রান্ত প্রাথমিক বিষয় ইত্যাদি।

-

সম্ভাব্য প্রার্থীর পরীক্ষার প্রস্তুতি

টিএমএসএসের বিভিন্ন শাখায় সিনিয়র ফিল্ড সুপারভাইজার এবং ফিল্ড সুপারভাইজার পদে কর্মরত বেশ কয়েকজন কর্মী থেকে জানা যায়, ভাইভাতে মূলত এনজিওর বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হয়। মাঠপর্যায়ের ঋণ নিয়ে কাজ করতে হবে বিধায় এ বিষয়েই বেশি প্রশ্ন করেন নিয়োগকারীরা। বিশেষ করে ঋণ বিতরণ, সঞ্চয় আদায়, সমিতি গঠন ইত্যাদি বিষয়ে বেশি গুরুত্ব দেয়। এ ছাড়া প্রতিষ্ঠান সম্পর্কে শিক্ষাগত যোগ্যতা, পড়ার বিষয়, কেন আসতে চান এ কাজে-এসব জানতে চাওয়া হয়। হিসাব বিষয়ে ধারণা যাচাইয়ের জন্য সাধারণ গণিত সম্পর্কে প্রশ্ন থাকে। সমসাময়িক ঘটনা সম্পর্কে ধারণা পেতে সাধারণ জ্ঞানের নানা বিষয়ে জানতে চাওয়া হয়। দেখা হয় কাজের আগ্রহ ও দৃঢ়তা কতটুকু। এসব বিষয় মাথায় রেখেই সম্ভাব্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।

-

যোগদানের আগে করণীয়

ঋণ কার্যক্রমে টিএমএসএস সব সময় দক্ষ কর্মী নিয়োগ দেয়। এখানে যেমন খুব সহজে কর্মী নিয়োগ পাওয়া যায়, তেমনি নিয়োগ পাওয়ার পর কঠিন চ্যালেঞ্জ দেখে ড্রপ আউটও হয় অনেক বেশি। যারা এনজিতে কাজ করতে চান, তাদের জন্য পরামর্শ হলো, আগে কাজের পুরো বিষয়টি জানুন, তারপর এখানে আসুন। কারণ এখানে বেশ চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হয়। দৃঢ় মনোবল না থাকলে এখানে টিকে থাকা খুব কঠিন।

-

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা

সব পদেই প্রার্থীকে ছয় মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। সিনিয়র ফিল্ড সুপারভাইজারকে শিক্ষানবিশকালে (৬ মাস) মাসিক ভাতা দেয়া হবে ২১,১৬০ টাকা। ছয় মাস পর মূল্যায়ন করে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন পাওয়া যাবে ২৭,২৩২ টাকা।

ফিল্ড সুপারভাইজার পদে শিক্ষানবিশকালে (৬ মাস) মাসিক ভাতা পাবেন ১৮,৬৩০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ২৩, ৯৭৬ টাকা। মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়মানুসারে উৎসব ভাতা, সিটি করপোরেশনের ক্ষেত্রে বিধি অনুসারে সিটি ভাতা, জীবন বীমা ভাতা দেয়া হবে। এ ছাড়া ঋণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কর্মীদের লোড অ্যালাউন্স, ক্রেডিট অ্যালাউন্স, ব্যাংকার অ্যালাউন্স, হাইপারফরম্যান্স বোনাসসহ বেশ কিছু সুবিধা পাবেন।

এ বিভাগের আরো খবর