দেশের বাজারে নতুন গেইমিং স্মার্টফোন এনেছে রিয়েলমি। নারজো ৫০ মডেলের ফোনটি রোববার উন্মোচন করা হয়েছে।
যারা গেইম খেলতে ভালোবাসেন, তাদের জন্য নারজো ৫০ রিয়েলমির নারজো সিরিজের সর্বশেষ ফোন।
ফোনটিতে রয়েছে হেলিও জি৯৬ প্রসেসর ও ১২০ হার্টজ ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
আগের ফোনগুলো থেকে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী প্রসেসর, যা ৪২ শতাংশ উন্নত পারফরম্যান্স দেবে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চির এফএইচডি+ স্ক্রিন।
ফোনটিতে ৫,০০০ এমএএইচ বিশাল ব্যাটারিও রয়েছে, যা ঘণ্টাব্যাপী নিরবচ্ছিন্ন ব্যবহার এবং গেইমিং নিশ্চিত করবে। ফোনের চার্জ শেষ হয়ে গেলে এর ৩৩ ওয়াটের ডার্ট চার্জারের সাহায্যে ব্যবহারকারীরা ৭০ মিনিটে ফোনটিকে ০ থেকে ১০০ শতাংশ চার্জ করতে পারবেন।
নারজো ৫০ ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেটআপ। ঝকঝকে ও উজ্জ্বল ছবির জন্য ৫০ মেগাপিক্সেলের (এফ/১.৮) মেইন ক্যামেরায় বিশাল অ্যাপারচার এবং দূর থেকে পরিষ্কার ছবি তুলতে ৪এক্স ম্যাক্স ডিজিটাল জুম রয়েছে।
ডায়নামিক র্যাম এক্সপানশান প্রযুক্তি যুক্ত নারজো ৫০ ফোনটি ৪/৬৪ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
স্পিড ব্লু এবং স্পিড ব্ল্যাকে পাওয়া যাচ্ছে ফোনটি। এর দাম ১৬ হাজার ৪৯৯ টাকা।