বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফাইবারগ্লাস লেদার ডিজাইনের অপো এফ২১ প্রো

  •    
  • ১ এপ্রিল, ২০২২ ১৯:২২

৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৬ ন্যানোমিটার প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৬৮০ ফোরজি অক্টা-কোর প্রসেসর। রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে চীনা স্মার্টফোন ব্র্যান্ড অপো নান্দনিক ডিজাইন ও রঙের এফ সিরিজের নতুন ফোন এফ২১ প্রো উন্মোচন করতে যাচ্ছে।

অরেঞ্জ সানসেট কালারের ফোনটি আগামী ১০ এ্রপ্রিল থেকে দেশের ক্রেতারা কিনতে পারবেন।

এফ২১ প্রো ডিভাইসটি সেল্ফ-ডেভেলপড ফাইবারগ্লাস-লেদার ডিজাইন ও অরবিট লাইট ডিজাইনের মাধ্যমে তৈরি। স্প্লাইসড ক্যামেরা ডিজাইন এবং পাতলা ও হালকা বডির সমন্বয়ে তৈরি ডিভাইসটি দেখতে বেশ আকর্ষণীয়।

ডিভাইসটিতে আইএসও সার্টিফাইড ফাইবারগ্লাস-লেদার ডিজাইন ও এর ‘ফ্রেমলেস ব্যাটারি কাভার’ থাকায় ফোনটিতে কোন প্লাস্টিক মিড-ফ্রেম ব্যবহারের প্রয়োজন হয়নি। ফলে, ব্যবহারকারীরা পাবেন এজলেস পারফরমেন্স ও খুব সহজেই হাতে রেখে ফোনটি ব্যবহার করা যাবে। ডিভাইসটি পানিপ্রতিরোধক ও ওয়্যার রেজিস্ট্যান্ট।

সানসেট অরেঞ্জ রঙের ফোনটির পেছনে ম্যাট টেক্সচারড ঝলমলে কাভার আছে, ফলে ফোনটিতে কোনো আঁচড় পড়লেও দাগ হবে না।

৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৬ ন্যানোমিটার প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৬৮০ ফোরজি অক্টা-কোর প্রসেসর। রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

৩৩ ওয়াটের ফাস্ট চার্জিংসহ রয়েছে ৪৫০০ এমএএইচের ব্যাটারি। দেশে ফোনটির দাম কত হবে এখনও জানায়নি অপো।

এ বিভাগের আরো খবর