হুয়াওয়ের সবশেষ মডেলের নোটবুক মেটবুক ডি১৫ এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।
নতুন নোটবুকটিতে ইন্টেলের ১১তম জেনারেশন কোর আই ফাইভ প্রসেসর ব্যবহার করায় আগের যেকোনো প্রজন্মের তুলনায় দেবে শক্তিশালী পারফরম্যান্স।
তরুণ ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে তৈরি হুয়াওয়ে মেটবুক ডি১৫-এ ভার্চুয়াল ক্লাস থেকে শুরু করে মাল্টিমিডিয়ার ব্যবহারসহ সব পরিস্থিতিতেই অসাধারণ পারফরম্যান্স ও অভিজ্ঞতা পাওয়া যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
মেটবুকটিতে রয়েছে নতুন ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স কার্ড। মাল্টি-স্ক্রিন কোলাবোরেশন, ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার, ডুয়েল অ্যান্টেনা ওয়াইফাই ৬ এবং রিভার্স চার্জিংয়ের মতো উদ্ভাবনী সব প্রযুক্তিগুলো।
ভিউয়িংয়ের ক্ষেত্রে সমৃদ্ধ সিনেমাটিক অভিজ্ঞতা দিতে ৮৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ১৬:৯ অ্যাসপেক্ট রেশিওসহ হুয়াওয়ের নতুন মেটবুকটিতে একটি ১৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে দেয়া হয়েছে।
মেটবুকটির ওজন এক কেজি ৫৬০ গ্রাম। দেয়া হয়েছে ১৬ জিবি পর্যন্ত ডিডিআর৪ ডুয়েল চ্যানেল র্যাম। একটি এনভিএমই পিসিআইই-এর উচ্চগতির এসএসডি।
হুয়াওয়ের সুপারচার্জ টিম সমর্থিত মেটবুক ডি১৫-এর এসি অ্যাডাপ্টার ডিভাইসগুলোকে দ্রুত চার্জ করবে। এমনকি মেটবুকটি বন্ধ থাকা অবস্থায়ও রিভার্স চার্জিং সুবিধা পাওয়া যাবে।