কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের (সিইউবি) দুটি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সামিট ‘ইঞ্জিনিয়ারিং দ্য এডুকেশন ৪.০’। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এই সামিটের উদ্বোধন করেন। শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্ট এবং আরও কিছু শিল্প স্থানে চলে চার দিনের সামিট।
২৪ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের জ্যেষ্ঠ উপদেষ্টা অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। সিইউবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স বিভাগ এই সামিটের আয়োজন করে।
ইউরোপের জেভিই-এর প্রধান সম্পাদক, সুইজারল্যান্ডের ফ্রন্টিয়ার্স-এর সম্পাদক, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইকিউএসি’র পরিচালক, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশনের (সিআরআই) পরিচালক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহরুখ আদনান খান সামিট চেয়ার ছিলেন।
আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ও শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স (এসএমএস) বিভাগের বিভাগীয় প্রধান জাকির হোসেন সামিটের ভাইস চেয়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
করোনা মহামারিকাল পরবর্তী স্মার্ট এডুকেশন ফ্রেমওয়ার্কের আন্তর্জাতিক সেমিনার দিয়ে শুরু হয় সামিট। অধ্যাপক ড. মো. শাহরুখ আদনান খান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সিইউবির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এবং চিফ স্ট্র্যাটেজি অফিসার অধ্যাপক এস এম আরিফুজ্জামান ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়ের ওপর প্রশিক্ষণ ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির অধ্যাপক ক্যাপ্টেন কাজী আলী ইমাম শিপিং ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে ইন্টারেকটিভ সেশন পরিচালনা করেন।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক এবং শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান জাকির হোসেন শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্টে অন্যতম মূল প্রবন্ধ উপস্থাপকদের একজন হিসেবে ফলাফলভিত্তিক শিক্ষার ওপর কর্মশালা পরিচালনা করেন।
এর আগে লিথুয়ানিয়ার কেইউটির অধ্যাপক এবং ইউরোপের ভাইব্রোইঞ্জিনিয়ারিং-এর প্রধান সম্পাদক ড. মাইনভিদাস রাগুলস্কিস তাদের ইন্টারন্যাশনাল পিয়ার রিভিউ জার্নালে সম্মেলনের সম্ভাব্য বিমূর্তটি প্রকাশ করতে সম্মতি দেন।
সামিটে পিএইচডি ক্লিনিকাস এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশনের (সিআরআই) মধ্যে সমঝোতা স্মারক সই হয়। জিয়ামিন ইউনিভার্সিটির ড. ওং জিনি, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ নটিংহামের পোস্ট-ডক্টরাল ফেলো ড. অপুরভ কোয়ান্দে এবং ইউকেএম মালয়েশিয়া উচ্চ শিক্ষার পরামর্শদান কেন্দ্র পিএইচডি ক্লিনিকাসের সহপ্রতিষ্ঠাতা ড. সালেহ সাদমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে (বিটিআরআই) শিল্প পরিদর্শন এবং একটি জাঁকজমকপূর্ণ মধ্যাহ্নভোজের মাধ্যমে সোমবার সামিট শেষ হয়। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দৈনিক বাংলা ও নিউজবাংলা।