রিয়েলমি তরুণ গেইমারদের জন্য নিয়ে আসছে শক্তিশালী পারফরম্যান্স ও দুর্দান্ত ডিজাইনের নারজো ৫০ স্মার্টফোন।
আগামী ৩ এপ্রিল ফোনটি উন্মোচন করবে রিয়েলমি। লাইভ উন্মোচনে অংশ নিয়ে জিতে নেয়া যাবে স্মার্টফোনটি।
যারা গেইম খেলতে ভালোবাসেন, নারজো ডিভাইসটি তাদের দেবে দারুন গেইমিংয়ের অভিজ্ঞতা।
রিয়েলমি বিগত দুই বছরে এই সিরিজের চারটি ফোন বাজারে এনেছে গেইমিংয়ের ওপর জোর দিয়ে।
হেলিও জি৯৬ প্রসেসরের ফোনটি স্মুথ ও অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। নারজো ৫০ ফোনে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চির সুবিশাল ফুল এইচডি প্লাস স্ক্রিন।
যার ৯০.৮ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও নিশ্চিত করবে অতুলনীয় গেইমিং এবং বিনোদনের অভিজ্ঞতা। গেইমাররা যাতে তাদের পছন্দের গেইমগুলো নিজেদের স্বাচ্ছন্দ্যনুযায়ী উপভোগ করতে পারেন, এ জন্য এতে রয়েছে রিফ্রেশ রেট অ্যাডজাস্টমেন্টের সুবিধা।
ঘণ্টাব্যাপী নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য ফোনটিতে দেয়া হয়েছে ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি। এমনকি ডিভাইসের চার্জ শেষ হলেও ৩৩ ওয়াট ডার্ট চার্জের সাহায্যে ব্যবহারকারীরা ৭০ মিনিটে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ করতে পারবেন।
যারা ছবি তুলতে ভালোবাসেন, তারা যাতে দুর্দান্ত ছবি তুলতে পারেন এজন্য ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেটআপ।
রেসিং কার থেকে অনুপ্রাণিত হয়ে এই ডিভাইসটি কেভলার স্পিড টেক্সচার ডিজাইনে তৈরি করা হয়েছে। রেসিং কারের টেক্সচার ডিজাইনের এই ফোনটি দুর্দান্ত গতির পারফরম্যান্স দেবে।
দেশে ফোনটির দাম কত হবে সেটি এখনও জানায়নি রিয়েলমি।