বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফাইভজি স্মার্টফোন তৈরিতে রিয়েলমির চমক

  •    
  • ১৬ মার্চ, ২০২২ ২০:৪৯

বাজার গবেষণা কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে বছর প্রতি ১৬৫ শতাংশ প্রবৃদ্ধির সঙ্গে রিয়েলমির ফাইভজি শিপমেন্ট সবচেয়ে বেশি প্রবৃদ্ধি করেছে।

বিশ্ব বাজারে ফাইভজি স্মার্টফোন আনার ক্ষেত্রে চমক দিয়েছে চীনা ব্র্যান্ড রিয়েলমি। ব্র্যান্ডটি দ্রুত বর্ধনশীল ফাইভজি স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে।

পাশাপাশি, রিয়েলমি প্রবৃদ্ধির দিক থেকে বিশ্বের ২০টি বাজারে ফাইভজি স্মার্টফোন শিপমেন্টের ক্ষেত্রে শীর্ষ পাঁচে অবস্থান করছে।

বাজার গবেষণা কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে বছর প্রতি ১৬৫ শতাংশ প্রবৃদ্ধির সঙ্গে রিয়েলমির ফাইভজি শিপমেন্ট সবচেয়ে বেশি প্রবৃদ্ধি করেছে।

ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ডের মতো পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে সম্প্রসারণের কারণে ব্র্যান্ডটির দ্রুত প্রবৃদ্ধি ঘটেছে।

বিশেষ করে, রিয়েলমি ৮ ফাইভজি ও জিটি সিরিজের জন্য এই প্রত্যেকটি দেশে রিয়েলমি এখন সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড।

গত বছরের চতুর্থ প্রান্তিকে ৫০ লাখ বা তার বেশি ইউনিট ফাইভজি শিপমেন্ট করা ব্র্যান্ডগুলোকে প্রধান ফাইভজি ব্র্যান্ড হিসেবে বিবেচনা করা হয়।

রিয়েলমির ফাইভজি ডিভাইসগুলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এবং এশিয়া প্যাসিফিকের মতো অঞ্চলগুলোতেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। এসব অঞ্চলেই রয়েছে রিয়েলমির বাংলাদেশ, ভারতসহ ২০টি বাজারে স্মার্টফোন শিপমেন্টে শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে।

রিয়েলমির প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি বলেন, ‘এটি ফাইভজি স্মার্টফোন সবার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্য পূরণে আমাদের নিরলস কাজ করার প্রতিফলন। একটি উদীয়মান টেক ব্র্যান্ড হিসেবে, রিয়েলমি সর্বদা বিশ্বব্যাপী তরুণ ব্যবহারকারীদের ফাইভজির মতো সর্বাধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা গ্রহণে উত্সাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সারা বিশ্বের ফ্যানদের কাছে আমরা আকর্ষণীয় এবং ভবিষ্যৎ উপযোগী ডিভাইস সরবরাহ অব্যাহত রাখব।’

এ বিভাগের আরো খবর