চমক দিয়ে এবার আইফোন এসই ৩ উন্মোচন করার কথা জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটি আগামী মঙ্গলবার তাদের সস্তার ফোনটি উন্মোচন করবে।
অ্যাপল বসন্তকালে যে ইভেন্ট করে, তাতে তৃতীয় প্রজন্মের এই ফোন আনার কথা জানিয়েছে। এর আগের ইভেন্টে অ্যাপল তাদের সবশেষ আইফোন ১৩ সিরিজ উন্মোচন করে।
এরইমধ্যে ফোনটি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। তাদের খবরে বলা হচ্ছে, নতুন আইফোন এসই ৩ মডেলে থাকবে বেশ উন্নত ও নতুন সব ফিচার। ফাইভজি দেয়া হতে পারে এতে।
অ্যাপল দুই বছর আগে বাজারে এনেছিল তাদের সস্তার ফোন এসই। দুই বছর পর আনতে যাওয়া এসই ৩ ফোনে থাকতে পারে ৪.৭ ইঞ্চির ডিসপ্লে। প্রসেসর থাকতে পারে অ্যাপলের নিজস্ব এ১৫ বায়োনিক চিপসেট এবং অপারেটিং সিস্টেম থাকতে পারে সবশেষ সংস্করণের আইওএস ১৫।
প্রযুক্তি বিষয়ক অনেক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, নতুন এসই ৩ আইফোনকে এভাবে নাম না দিয়ে অ্যাপল এর নাম দিতে পারে আইফোন এসই প্লাস।
অবশ্য বাজারে না আসা পর্যন্ত নামটিও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
টেকরাডার ডটকমের খবরে বলা হয়, এর আগের আইফোন এসই পাওয়া যাচ্ছিল ৩৯৯ ডলার থেকে। এবারের ফোনটিও তেমন দামেরই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইফোনের সঙ্গে অ্যাপল আগামী ৮ মার্চের ইভেন্টে আইপ্যাডসহ আরও নতুন কয়েকটি পণ্য উন্মোচন করতে পারে।