দেশে নতুন স্মার্টফোন ভি২৩ই নিয়ে এসেছে ভিভো। ৫০ মেগাপিক্সেলের অটো ফোকাস পোর্ট্রেইট সেলফি ক্যামেরার ফোনটিতে দেয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ।
ফোনটি নিয়ে ভিভো বাংলাদেশের প্রডাক্ট ডিরেক্টর ডেভিড লি জানান, তারা সব সময় গ্রাহক চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়েছে। এখন ব্যবহারকারীরা সেলফিকে প্রাধান্য দেয়, তাই তারাও ফোনটিতে সেলফি ক্যামেরায় প্রাধান্য দিয়েছে।
ভিভো ভি২৩ই ফোনটিতে রয়েছে ৬.৪৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল।
অটোফোকাস প্রযুক্তির পোর্ট্রেইট মোডসহ ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে ডিভাইসটিতে। পোর্ট্রেইট মোডগুলোর মধ্যে রয়েছে এআই এক্সট্রিম নাইট পোর্ট্রেইট এবং মাল্টি স্টাইল পোর্ট্রেইট। ফান শ্যুটের জন্য মাল্টি স্টাইল পোর্ট্রেইট এবং অন্ধকারে পোর্ট্রেইট ছবি তুলতে এআই এক্সট্রিম নাইট পোর্ট্রেইট মোড রয়েছে স্মার্টফোনে। একই সময়ে ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে ডুয়াল ভিউ ভিডিও প্রযুক্তি। ছবিতে ব্যাকগ্রাউন্ড যুক্ত করবে ডাবল এক্সপোজার মোড।
ভি২৩ই স্মার্টফোনটি ৭ দশমিক ৩৬ মিলিমিটার স্লিম। মুনলাইট শ্যাডো সংস্করণে একটি সিরামিক ফিল্ম আবরণ রয়েছে, যা একটি ন্যানোস্কেল প্রসেসিং তৈরি করেছে।
ডিভাইসটিতে রয়েছে অপারেটিং সিস্টেম ১২। ৮ জিবি র্যাম বাড়াতে দেয়া হয়েছে এক্সটেন্ডেড র্যাম ২.০ প্রযুক্তি, ফলে ৪ জিবি বাড়িয়ে ১২ জিবি পর্যন্ত করা যাবে র্যাম।
৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তির কারণে ভি২৩ই স্মার্টফোনটি সাধারণ স্মার্টফোনের চেয়ে ৩৩ শতাংশ বেশি দ্রুত চার্জ হবে। ১৫ মিনিটে ৪০ শতাংশ পর্যন্ত চার্জ হবে ফোনটি।
অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য ভিভো ভি২৩ই পেয়েছে হাই-রেইস সার্টিফিকেশন।
পেছনে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা।
বাংলাদেশে ভিভো ভি২৩ই ফোনটির দাম ২৭ হাজার ৯৯০ টাকা।