বিশ্বের শীর্ষস্থানীয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের অভিযোগে ৯ কোটির বেশি ভিডিও সরিয়ে ফেলেছে।
সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ৯১ মিলিয়নেরও বেশি ভিডিও মুছে ফেলা হয়েছে, এটি মোট আপলোড করা ভিডিওর প্রায় ১ শতাংশ।
এসব ভিডিওর মধ্যে ৭৩ দশমিক ৯ শতাংশ হয়রানি এবং ৭২ দশমিক ৪ শতাংশ প্রতিহিংসামূলক ভিডিও।
ভিডিওগুলো রিপোর্ট করেই সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে টিকটক।
এ ক্ষেত্রে একটি ভিডিওকে কেউ রিপোর্ট করার আগেই চিহ্নিত করার পাশাপাশি সরিয়ে ফেলা হয় স্বয়ংক্রিয় অপসারণ পদ্ধতিতে।
টিকটক প্ল্যাটফর্মে পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যেও কিছু ভিডিওটি সরিয়ে ফেলা হয়।
যুক্তরাষ্ট্রে ১ কোটি ৪০ লাখ, রাশিয়ায় ৭০ লাখের বেশি ভিডিও সরানো হয়েছে বলে প্রতিবেদনে বলেছে টিকটক।
শুধু তা-ই নয়, মিলিয়ন মিলিয়ন স্প্যাম অ্যাকাউন্টের সঙ্গে জাল সম্পৃক্ততা রোধ করার জন্য কঠোর পদক্ষেপের অংশ হিসেবে টিকটক প্ল্যাটফর্ম থেকে কয়েক শ কোটি ফেইক লাইক, ফলোয়ার এবং ফলো রিকুইয়েস্ট স্থায়ীভাবে সরিয়ে দেয়া হয়েছে।
তৃতীয় প্রান্তিকে কোভিড-১৯ সংবলিত ৪৬ হাজারেরও বেশি ভুল তথ্যের ভিডিওসহ ৮২ দশমিক ৮৬ শতাংশ ভিডিও সক্রিয়ভাবে প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে।
প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানায়, তারা এসব ভিডিও সরানোর সিস্টেমকে আরও উন্নত করেছে, ফলে আপলোডের সময় নির্দিষ্ট কিছু ক্যাটাগরিকে শনাক্ত করে এগুলো অপসারণ করে দেয়। যার মধ্যে নগ্নতা এবং যৌন কার্যকলাপ, শিশু নিরাপত্তা-অবৈধ কার্যকলাপ এবং নিয়ন্ত্রিত পণ্য অন্যতম।
ফলে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যা টিকটকের সামগ্রিক নিরাপত্তাকে উন্নত করছে এবং ঘৃণাত্মক বক্তব্য, প্রতিহিংসামূলক কনটেন্ট, হয়রানি, ভুল তথ্যের মতো প্রাসঙ্গিক বা সূক্ষ্ম বিষয়বস্তু পর্যালোচনায় আরও বেশি সময় ফোকাস করতে সক্ষম হয়ে উঠেছে।