সেলফি প্রেমীদের জন্য দেশের বাজারে নতুন ফোন আনার ঘোষণা দিয়েছে ভিভো। ব্র্যান্ডটি চলতি মাসেই তাদের ফ্ল্যাগশিপ ভি২৩ই উন্মোচন করবে।
বিশ্ববাজারে ফোনটি গত নভেম্বরে উন্মোচন করা হলেও দেশে এখনও ফোনটি আনেনি ভিভো।
ফোনটির সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এ ছাড়া পেছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। যার একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ও আরেকটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স।
ডিভাইসটিতে রয়েছে ৬.৪৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি ৯৬ প্রসেসর।
৪৪ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ফোনটিতে রয়েছে ৪০৫০ এমএএইচ ব্যাটারি। যাতে ৩০ মিনিটে ৬৯ শতাংশ চার্জ করা যাবে।
ফোনটির দাম বিশ্ববাজারে ৩৩০ ইউরো। বাংলাদেশে এর দাম কত হবে সেটি এখনও জানা যায়নি।