ইন্টারনেট ছাড়া এখন সময় কল্পনা করা যায় না। র্ভাচুয়াল এই দুনিয়ায় প্রতি মিনিটে অসংখ্য কিছু ঘটে, যার সঠিক হিসাব রাখতেও হিমশিম খেতে হয়।
২০২১ সালে ইন্টারনেটে প্রতি মিনিটে ঘটেছে এমনই অসংখ্য ঘটনা। সেসব ঘটনার একটি পরিসংখ্যার প্রকাশ করেছে গবেষণা সংস্থা স্ট্যাটিস্টা।
প্রতিষ্ঠানটি দেখিয়েছে, বিদায় হওয়া বছরে প্রতি মিনিটে সম্ভাব্য ২৮ হাজার সাবস্ক্রাইবার দেখেছেন জনপ্রিয় স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সে ভিডিও কনটেন্ট।
প্রতি মিনিটে ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে ৬ লাখ ৯৫ হাজার স্টোরিজ।
২০২১ সালে প্রতি মিনিটে ইন্টারনেটে যা ঘটেছে। ছবি: স্ট্যাটিসটা
মানুষ দেখেছে প্রতি মিনিটে ২০ লাখ মেসেজ। আর লিঙ্কডইনে একে অন্যের সঙ্গে যুক্ত হয়েছে ৯ হাজার ১৩২ জন।
গত বছর প্রতি মিনিটে ইন্টারনেটে শুধু ম্যাসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে ৬ কোটি ৯০ লাখ।
৫ হাজার করে প্রতি মিনিটে টিকটক অ্যাপ ডাউনলোড হয়েছে বিগত বছর।
সবচেয়ে বেশি হয়েছে ইমেইল চালাচালি। ২০২১ সালে ইন্টারনেটে মিনিটে ১৬ কোটি ৭৬ লাখ করে ইমেইল পাঠানো হয়েছে।
জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে মিনিটে আপলোড করা হয়েছে ৫০০ ঘণ্টার ভিডিও।
শুধু তাই নয়, অনলাইন বা ইন্টারনেটে বিগত বছর প্রতি মিনিট খরচ করা হয়েছে ১৬ লাখ ডলার করে।