বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নবনির্বাচিত প্রেসিডেন্ট রাসেল টি আহমেদকে শুভেচ্ছা জানিয়েছে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে কর্মরতদের অন্যতম বড় সংগঠন বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব (বিআইটিপিএফসি)।
রাজধানীর কারওয়ান বাজারে শনিবার বিকেল ৫টার দিকে বেসিস কার্যালয়ে গিয়ে রাসেলকে শুভেচ্ছা জানানো হয়।
ওই সময় বিআইটিপিএফসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সালেহ মোবিন, ভাইস প্রেসিডেন্ট ফারুক আজম এরশাদ এবং নাহিদা আক্তার, সাজ্জাদ হোসেন, রাজিব হাসান, মনোয়ার হোসেন, জুয়েল রানা ও মুকিদুর রহমান তনয়।
শুভেচ্ছাসিক্ত রাসেল টি আহমেদ বিআইটিপিএফসির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বেসিসের পক্ষ থেকে সংগঠনটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
আইটি খাতের কর্মীদের সক্রিয় সংগঠন বিআইটিপিএফসির সাড়ে ৭ হাজারের বেশি সদস্য রয়েছে। এ সংগঠনের প্রধান উদ্দেশ্য বাংলাদেশের আইটি সেক্টরকে এগিয়ে নেয়া এবং পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে আইটি শিল্পে দক্ষ জনবল তৈরি।
এ লক্ষ্য পূরণে নতুন নতুন প্রযুক্তি নিয়ে ওয়ার্কশপ, ওয়েবিনার, সেমিনার করে থাকে সংগঠনটি। এর মাধ্যমে চাকরির সুযোগ তৈরি হচ্ছে।
সংগঠনটি ১০০ জনকে ইন্টার্নশিপ করানোসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করেছে।