জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ৩০ জানুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
.
১. পদের নাম: ইনভেস্টিগেটর / লিস্টার / অবজারভার
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: সর্বসাকুল্যে ১৯৮২৫ টাকা
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির মেয়াদ: ১ থেকে ৪ মাস
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার
.
২. পদের নাম: এডিটর / কোডার
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: সর্বসাকুল্যে ১৯৮২৫ টাকা
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির মেয়াদ: ১ থেকে ৪ মাস
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার
.
৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: সর্বসাকুল্যে ১৯৮২৫ টাকা
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির মেয়াদ: ১ থেকে ৪ মাস
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ১ বছর
.
৪. পদের নাম: সুপারভাইজার
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: সর্বসাকুল্যে ২৪৭০০ টাকা
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির মেয়াদ: ১ থেকে ৪ মাস
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ১ বছর
.
৫. পদের নাম: কোয়ালিটি কন্ট্রোল অফিসার / ট্রান্সলেটর
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: সর্বসাকুল্যে ২৪৭০০ টাকা
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির মেয়াদ: ১ থেকে ৪ মাস
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ১ বছর
.
৬. পদের নাম: ডাটা অ্যানালিস্ট
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: প্রতিদিন সম্মানী ৩০০০ টাকা
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির মেয়াদ: ১ থেকে ৪ মাস
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স
অভিজ্ঞতা: ৫ বছর
.
৭. পদের নাম: রিভিউয়ার
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: প্রতিদিন সম্মানী ৩০০০ টাকা
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির মেয়াদ: ১ থেকে ৪ মাস
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স
অভিজ্ঞতা: ৫ বছর
.
৮. পদের নাম: প্রতিবেদন সম্পাদক
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: প্রতিদিন সম্মানী ৩০০০ টাকা
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির মেয়াদ: ১ থেকে ৪ মাস
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স
অভিজ্ঞতা: ৫ বছর
.
প্রার্থীকে সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কপি এবং দুই কপি ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
সাক্ষাৎকারের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং অভিজ্ঞতার মূল সনদ দেখাতে হবে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ / ডিএ দেয়া হবে না।
খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।