বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট প্রতিষ্ঠান স্টারলিংক। এ পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখের মতো স্টারলিংকের বেটা ইউজার সচল আছে। স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহারের ক্ষেত্রে রাউটার ও এন্টেনা কিনতে হয়। আর এই রাউটার এখনও সহজলভ্য নয় বিধায় এর জন্য প্রি-অর্ডারের ব্যবস্থা আছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, ভারত থেকে নেয়া প্রি-অর্ডারের টাকা গ্রাহককে ফেরত দিতে যাচ্ছে স্টারলিংক।
ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে, অনুমোদন ছাড়া ভারতে স্টারলিংক ইন্টারনেট সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে না। স্টারলিংককে জানানো হয়েছে, ইতিমধ্যে যেসব গ্রাহক প্রি-অর্ডারের অর্থ জমা দিয়েছে। তাদের অর্থ যেন ফেরত দেয়া হয়। ভারত সরকারের অনুমোদন নেয়ার পরই পুনরায় প্রি-অর্ডার নিতে পারবে প্রতিষ্ঠানটি।
স্টারলিংক জানিয়েছে, তারা জানুয়ারির শেষদিকে ভারত সরকারের থেকে লাইসেন্স নেয়ার জন্য কাজ শুরু করবে।
তবে ঠিক কবে নাগাদ ভারতে কার্যক্রম শুরু করতে পারবে, তা বলতে পারছে না প্রতিষ্ঠানটি।
স্টারলিংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে যত দ্রুত সম্ভব কার্যক্রম পরিচালনা শুরু করার চেষ্টা করবে তারা।
স্টারলিংক পৃথিবীর দ্রুত বিকাশমান বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর একটি, যাদের লক্ষ্য পৃথিবীর লো- অরবিটে থাকা স্যাটেলাইট থেকে বিশ্বব্যাপী লো লেটেন্সির ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করা। স্টারলিংক তার বিনিয়োগকারীদের জানিয়েছে, খুব শিগগিরই প্রতিষ্ঠানটি ১ ট্রিলিয়ন ডলারের বাজার তৈরিতে সক্ষম হবে।
ভারতে স্টারলিংকের প্রায় ৫ হাজার প্রি-অর্ডার নেয়া হয়েছিল। প্রতিষ্ঠানটির লক্ষ্য ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দেশটিতে প্রায় ২ লাখ গ্রাহক তৈরি করা।