চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি সম্প্রতি দেশের বাজারে উন্মোচন করেছে ফ্ল্যাগশিপ ইলেভেন-টি সিরিজের দুটি স্মার্টফোন।
মিড বাজেট সিনেমাটোগ্রাফারদের হাই পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়ে ফোনটি দেশের বাজারে উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
অসাধারণ ডিসপ্লে রিফ্রেশ রেটযুক্ত ফোনটি দীর্ঘস্থায়ী ব্যাটারি দেবে, যাকে প্রতিষ্ঠানটি সব শ্রেণির ব্যবহারকারীদের মিনি স্টুডিও বলছে।
ডিসপ্লে ও সাউন্ড সিস্টেম
কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দিয়ে সুরক্ষিত শাওমি ইলেভেন-টি ফোনে আছে ৬ দশমিক ৬৭ ইঞ্চি ফ্ল্যাট, এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ফোনটি ৬০ হার্টজ/১২০ হার্টজ- দুটি অপশনে ব্যবহার করা যায়।
সরাসরি সূর্যের আলোর মধ্যেও রঙের তারতম্য স্পষ্ট বোঝা যায়, গেমিংয়ের সময়ও দেয় অসাধারণ পারফরমেন্স। এই সুবিধাটি আরও ভালোভাবে পেতে ফোনে রয়েছে অ্যাডাপ্টিভ কালার অ্যাডজাস্টিং অপশন।
স্টেরিও স্পিকার রয়েছে ফোনের সাউন্ড সিস্টেম পরিচালনার জন্য; যার মধ্যে একটি হলো ডলবি এটমস স্পিকার। দুটি স্পিকার ও অসাধারণ এই ডিসপ্লেতে মুভি দেখা একটি অন্য মাত্রার অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীকে।
সিনেমাটিক ক্যামেরা
বিভিন্ন সিনেমাটিক ফিচারের শাওমি ইলেভেন-টি ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যার সাহায্যে সর্বোচ্চ ফোর-কে রেজুলেশনের ভিডিও ৩০ এফপিএসে রেকর্ড ও এডিট করা সম্ভব। এ ছাড়া আছে একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ও আরেকটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।
ক্যামেরার সামনের অংশে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
‘ওয়ান ক্লিক সিনেম্যাজিক’ ফিচার ব্যবহার করে এই ক্যামেরায় সবুজ ব্যাকগ্রাউন্ড ছাড়াই বিভিন্ন সিনেমাটিক শট নেয়া সম্ভব। এ ছাড়া ক্যামেরায় আছে ম্যাজিক জুম টুল, যার সাহায্যে সিনেমাটিক রহস্য তৈরি করা সম্ভব।
সাউন্ড জুমিং ইফেক্টের সাহায্যে ভিডিও রেকর্ডিংয়ের সময় যেকোনো জায়গায় জুম করে ওই জায়গার শব্দে ফোকাস করানো সম্ভব। এক কথায় এই ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করে একজন সিনেমাটোগ্রাফার যেকোনো স্টুডিও লেভেলের ভিডিও তৈরি ও এডিট করতে পারবেন।
সারা দিনের পারফর্মার
শাওমি ইলেভেন-টির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১ ( এমআইইউআই ১২.৫) এবং এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০-এর ৫জি এসওসি।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি রম রয়েছে ফোনটিতে। রয়েছে ৫০০০ এমএএইচ লিথিয়াম-পলিমার ব্যাটারি, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জারের সাহায্যে ৩৬ মিনিটেই সম্পূর্ণ চার্জ করা সম্ভব।
এত বড় ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট হওয়ার পরেও ফোনের ব্যাটারি পারফরমেন্স অসাধারণ। সারা দিনের ছোট, বড়- সব ধরনের কাজ, ভিডিও শুটিং ও ইন্টারনেট সার্ফিংয়ের পরেও এর সাহায্যে একটানা ১৫-১৬ ঘণ্টার ব্যাকআপ পাওয়া সম্ভব।
দাম
মেটিওরাইট গ্রে, মুনলাইট হোয়াইট এবং সেলেস্টিয়াল ব্লু- এই তিন রঙে শাওমি ইলেভেন-টি পাওয়া যাচ্ছে। ৮+১২৮ জিবির দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা এবং ৮+২৫৬ জিবির দাম ৫৩ হাজার ৯৯৯ টাকা।