ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত চারটি ব্যাংকে সিনিয়র অফিসার (আইটি) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহী প্রার্থীকে ৩০ জানুয়ারির মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম সিনিয়র অফিসার (আইটি)।
পদের সংখ্যা ২২২টি।
এর মধ্যে জনতা ব্যাংকে ১১৪, অগ্রণী ব্যাংকে ১০০, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকে ১ এবং কৃষি ব্যাংকে ৭ জন নিয়োগ পাবেন।
নিয়োগপ্রাপ্ত প্রার্থী জাতীয় বেতন স্কেল ২০১৫-এর টাকা ২২০০০-৫৩০৬০ স্কেলে বেতন পাবেন।
প্রার্থীকে কম্পিউটার বিজ্ঞান / কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল / ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি / ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক / স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
প্রার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।
আবেদন ফরম পূরণের পর পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা রকেট মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।