বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেড এবং বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জন্য জনবল নিতে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। আগ্রহী প্রার্থীকে নির্ধারিত তারিখ ও সময়ে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে।
১. পদের নাম: ইলেক্ট্রিশিয়ান / সি. ইলেক্ট্রিশিয়ান
বিভাগ: ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্ট
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি / ট্রেড কোর্স পাস
অভিজ্ঞতা: ৪ বছর
২. পদের নাম: ইলেক্ট্রিশিয়ান / সি. ইলেক্ট্রিশিয়ান
বিভাগ: সাবস্টেশন
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি / ট্রেড কোর্স পাস
অভিজ্ঞতা: ৩-৫ বছর
৩. পদের নাম: ইমাম
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: ফাজিল / দাওরায়ে হাদিস
অভিজ্ঞতা: ৮-১০ বছর
৪. পদের নাম: মুয়াজ্জিন
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: দাখিল / সমমান
অভিজ্ঞতা: ৪-৫ বছর
সাক্ষাৎকারের স্থান ও তারিখ
স্থান: বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেড, জোন-১৫, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মীরসরাই, চট্টগ্রাম।
তারিখ: ২৯ ডিসেম্বর, বুধবার
১. পদের নাম: হাইড্রোলিক মেকানিক (হেভি ইকুইপমেন্ট) / হেলপার
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: মেকানিকদের অষ্টম শ্রেণি, হেলপারদের পঞ্চম শ্রেণি
অভিজ্ঞতা: মেকানিকদের ৫-৮ বছর, হেলপারদের ২-৫ বছর
২. পদের নাম: ইঞ্জিন মেকানিক (হেভি ইকুইপমেন্ট / ড্রাম ট্রাক)
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
অভিজ্ঞতা: ৫-৮ বছর
৩. পদের নাম: মেকানিক / হেলপার
বিভাগ: টায়ার ভলকানাইজিং
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
অভিজ্ঞতা: মেকানিকদের ৫-৮ বছর, হেলপারদের ২-৫ বছর
৪. পদের নাম: ড্রাইভার (স্টাফবাস / মাইক্রোবাস)
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
অভিজ্ঞতা: ৫-৮ বছর
৫. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (স্টোর)
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি / এইচএসসি
অভিজ্ঞতা: ৩-৪ বছর
সাক্ষাৎকারের স্থান ও তারিখ
স্থান: বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেড, জোন-১৫, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মীরসরাই, চট্টগ্রাম।
তারিখ: ২৭ ডিসেম্বর, সোমবার
আগ্রহী প্রার্থীকে ছবিসংবলিত জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপিসহ সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে উপস্থিত হতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।