পার্সেল, পানীয়, গ্যাজেট, মনিটর এমনকি মানব শিশুসহ যেকোনো কিছু বহনে সক্ষম চার চাকার রোবট নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান হুন্দাই। রোবটটির নাম রাখা হয়েছে মোবাইল ইসেনট্রিক ড্রয়েড (মবইডি)।
মবইডি রোবটটি উচ্চতায় নিচু এবং গঠনে চওড়া হওয়ায় সে সব কাজ সহজেই করতে পারে।
২০২২ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া কনজিউমার ইলেকট্রনিক্স শোতে (সিইএস) এই রোবটটি উন্মোচন করা হবে। যেখানে রোবটটি কৃত্রিম প্রতিকূল পরিবেশে তাকে দেয়া কাজগুলো সম্পাদন করে দেখাবে।
রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক পত্রিকা রবরিপোর্টের প্রতিবেদনে জানা যায়, মবইডিতে সমান্তরাল বোর্ডে ৪টি চাকা লাগানো আছে। ১২ ইঞ্চির এই বায়ুপূর্ণ চাকাগুলোতে তিনটি করে মোটর লাগানো আছে। ফলে রোবটটিকে স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করা যায়। ফলে সহজেই সে ভারসাম্য রক্ষা করতে পারে এবং পথের মধ্যে আসা যেকোনো বাধাকে অতিক্রম করতে পারে। রোবটটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচারও রয়েছে।
হুন্দাইয়ের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হওয়া একটি ভিডিওতে রোবটটিকে বাচ্চা বহন করতে দেখা যায়। পিরামিড আকৃতির শ্যাম্পেনভর্তি গ্লাস নিয়েও চলাফেরা করতে দেখা যায়।
১১০ পাউন্ড ওজন বহনে সক্ষম মবইডি বয়স্ক ও শারীরিকভাবে অক্ষমদের জন্য খুবই সহায়ক একটি যন্ত্র হতে যাচ্ছে- এমনটাই জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই।
তবে এর দাম কত হবে কিংবা কবে নাগাদ বাজারে পাওয়া যাবে, তা জানায়নি হুন্দাই।