বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ৩১ ডিসেম্বরের মধ্যে ডাকে অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে।
পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ: অ্যানিম্যাল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স
পদের সংখ্যা: ১টি
বেতন গ্রেড: ৪
বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা
প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরম পেতে এখানে ক্লিক করুন।
মোট ১০ সেট আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র, বিএস / সমমান এবং এমএস / সমমানের মেধাক্রমের প্রমাণক যাতে মেধাক্রম এবং অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা উল্লেখ থাকতে হবে, প্রথম শ্রেণির কর্মকর্তার দেয়া চারিত্রিক সনদপত্র, ইউপি চেয়ারম্যান / সিটি করপোরেশন কাউন্সিলর / পৌরসভার মেয়রের দেয়া নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, সরকারি / স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান / সরকার অনুমোদিত বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দেয়া কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র, অভিজ্ঞতাসংক্রান্ত সব সনদপত্র (যদি থাকে) দিতে হবে।
সঙ্গে প্রতিটি পদের নিয়োগপত্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দেয়া ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে), প্রকাশনা রিপ্রিন্টের অনুলিপি ইত্যাদির সত্যায়িত ফটোকপি এ৪ আকারের কাগজে সংযোজন করতে হবে।
প্রার্থীকে ১০০০ টাকার পে-অর্ডার / ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে, সোনালী ব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর শাখার ওপর দাখিল করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
খামের ওপর অবশ্যই পদের নাম ও প্রেরকের ঠিকানা উল্লেখ করতে হবে।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।